Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

প্রতিদিন অফিস না করেও ৪০ শতাংশ বেশি আয় করেন ডেভেলপাররা



ডেভলপাররা অফিসের বাহিরে থেকে কোডিং করে যারা প্রতিদিন অফিস করে তাদের তুলনায় ৪০ শতাংশ বেশী আয় করে।

জনপ্রিয় অনলাইন প্রোগ্রামার হ্যাংআউটে স্ট্যাক এক্সচেঞ্জ থেকে একটি নতুন প্রতিবেদন এসেছে যেখানে ১৫৭টি দেশের ২৬০৮৬ জন ডেভেলপারের উপর সার্ভে করে। তাদের প্রত্যেককে কিছু প্রশ্ন করা হয়। যেমন- কোথায় কাজ করে, কোন ধরণের প্রযুক্তি ব্যবহার করে এবং কোডিং নিয়ে বেশ কিছু প্রশ্ন।

রিপোর্টের সুচনায় বলা হয়, কোড সর্বত্র এবং প্রায় সব কোডার স্ট্যাক ওভারফ্লো ব্যবহার করে। আর রিপোর্টে যেসব তথ্য উঠে এসেছে সেগুলো হল-
 ডেভেলপারদের মধ্যে ৯২ শতাংশ পুরুষ।
 ভারতে থাকে ১৫.১ শতাংশ নারী কোডার যেখানে যুক্তরাষ্ট্রের শুধুমাত্র ৪.৮ শতাংশ।
 ১৭.৭ শতাংশ কোডার অ্যান্ড্রয়েড-এর জন্য কোডিং শিখতে চায় এবং এটা সবচেয়ে পছন্দসই দক্ষতা।
 প্রতি বছর অব্জেক্টিভ-সি ডেভেলপাররা সবচেয়ে বেশী আয় করে। তাদের বেতন বছরে ৯৮৮২৮ ডলার।
 উত্তরদাতাদের ৪৮ শতাংশের প্রোগ্রামিংয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
 লুক্সেমবার্গে মাথাপিছু সবচেয়ে বেশি ডেভেলপার রয়েছে।
 সোমালিয়া, চাদ এবং উত্তর কোরিয়া মাথাপিছু শূন্য দিয়ে অবস্থান সবার নিচে।
 ডেভেলপারদের গড় বয়স ২৮ বছর নয় মাস।

উল্লেখ্য, সব জরিপেই সকল ডেভেলপার প্রতিনিধি একেবারে নিখুঁতভাবে নেয়া সম্ভব নয়। এই জরিপে ৬৮০০ জন পুরো স্ট্যাক ডেভেলপার হিসেবে চিহ্নিত, ১৯০০ জন মোবাইল ডেভেলপার, ১২০০ জন ফ্রন্ট-এন্ড ডেভেলপার এবং ১২০০০ অন্যান্য।