Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

আদেশ শ্রীবাস্তবের মৃত্যুতে বলিউড তারকাদের শোকবার্তা

দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন সুরকার-গায়ক আদেশ শ্রীবাস্তব। অবশেষে হার মানলেন ক্যান্সারের কাছে।শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি, জন্মদিনেই চলে গেলেন না ফেরার দেশে। আদেশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, রীতেশ দেশমুখ, অর্জুন কাপুর, কৈলাশ খেররা। হাসপাতালে থাকাকালীন নিয়ম করে তার শারীরিক অবস্থার খোঁজ নিতেন অমিতাভ। তাকে দেখতে এসেছিলেন অমিতাভ, শাহরুখ, ঐশ্বরিয়া, শান, টিনা আম্বানিরা।
মাধুরী দীক্ষিত
খুব প্রতিভাবান সুরকার এবং একজন ভাল মানুষকে হারালাম আমরা। তাকে মিস করব। তার পরিবারের প্রতি সমবাদনা রইল।
প্রীতম
সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক প্রীতম আদেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। আমরা দু’জনে অনেক মিউজিক্যাল মোমেন্ট শেয়ার করেছি’।
কৈলাশ খের
আমরা দু’দিন আগে যখন তার হাসপাতালে দেখতে গিয়েছিলাম তখন তার পরিবার চার সেপ্টেম্বর তার জন্মদিন পালনের আয়োজন করছিল। কিন্তু ঈশ্বর তাকে সে দিনই ডাক পাঠাল।
সুস্মিতা সেন
একজন সৈনিক যে সব সময় ঠিক সুরটায় হিট করত। আমাদের জীবন এত সুরে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
সোনু নিগম
আমি খুবই শোকাহত। আদেশের আত্মার শান্তি কামনা করি।
বিপাশা বসু
আমরা একজন প্রতিভাবান মানুষকে হারালাম। কী এমন বয়স হয়েছিল!
কোয়েনা মিত্র
আদেশের চলে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। কত তাড়াতাড়ি চলে গেল সে। আমার ভালবাসা, প্রার্থনা রইল তার জন্য।
বাবা সেগাল
নব্বইয়ের দশকে আদেশের সঙ্গে ডান্ডিয়া পারফরম্যান্স এখনও মনে পড়ে আমার। দারুণ মিউজিশিয়ান, খুব ভাল ড্রাম বাজাত। তার আত্মার শান্তি কামনা করি।
[…]

Entertainment Image
Entertainment Image

পৃথিবীর সাথে যুদ্ধ করে জিতে গেছেন যে মডেল

স্বাভাবিকের চাইতে অন্যরকম মানুষদের আমরা সবাই একটু বাঁকা চোখেই দেখতে অভ্যস্ত। আপনি আমি সবাই এই দোষের ভাগীদার। সমাজের তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করেই এসব মানুষেরা জীবনের সাথে যুদ্ধ করে যান, এবং জিতেও যান! জীবনযুদ্ধে জয়ী এমনই এক মডেল মেলানি গেইডোস।
প্রথম দেখায় তাকে মডেল বলে মনে হবে না কিছুতেই। তিনি যে দেখতে আর দশজনের মতো “স্বাভাবিক” নন! কিন্তু স্বাভাবিক না হলেও ফ্যাশন মডেল হিসেবে নিজের স্থান তিনি ঠিকই তৈরি করে নিয়েছেন। এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া নামের জটিলতার কারণে তার দাঁত বলতে গেলে নেই, মুখের গড়ন অস্বাভাবিক, এছাড়াও তার রয়েছে অ্যালোপেশিয়া অর্থাৎ চুল নেই তার। আংশিক অন্ধও তিনি। শিশুকাল থেকেই অন্যদের গঞ্জনা সইতে হয়েছে তাকে। এতে অনেকটাই ভেঙ্গে পড়েন তিনি। এমনকি আত্মহত্যার চিন্তাও খেলে তার মাথায়।
নিউ ইয়র্ক সিটির প্র্যাট ইন্সটিটিউটে ফাইন আর্টসে পড়ার সময়ে তার জীবন পাল্টে যায়। এক বন্ধু তাকে মডেলিং এর পরামর্শ দেন। নিতান্ত শখ থেকেই এক সময়ে মডেলিং হয়ে ওঠে মেলানির ক্যারিয়ার। নিজের এমন জটিলতা থাকা সত্ত্বেও এখন একজন আত্মবিশ্বাসী, সুখি এবং আত্মপ্রত্যয়ি মানুষ মেলানি।
[…]

Entertainment Image
Entertainment Image

নওয়াজ উদ্দিনের প্রসংশায় নাসিরুদ্দিন শাহ

নওয়াজ উদ্দিন সিদ্দিকী শেষ অভিনয় করেছেন বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রে। সেখানে পাকিস্তানী গ্রাম্য সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। এর আগে গ্যাংস অব ওয়াসিপুর ছবিতে অনবদ্য অভিনয় করেও প্রশংসা কুড়ান।তিনি সব জায়গায় তার অভিনয়ের গুরু হিসেবে একজনের নামেই উচ্চারণ করেন। তিনি নাসিরুদ্দিন শাহ।
নাসিরুদ্দিন শাহ’র অভিনয় দেখেই নাকি তিনি অভিনয় শিখেছেন। সেই নাসিরুদ্দিন শাহ’ই স্বয়ং এবার নওয়াজের ব্যাপারে মুখ খুললেন। তিনি তার ফেজবুক পেজে লিখেন, ঈদের আগে ও পরে আমি নওয়াজের অভিনয় দেখেছি, দারুন কাজ করছে ছেলেটা। ওর আরো উন্নতি হোক।
আর গুরুর এহেন প্রসংশায় আবেগে আপ্লুত নওয়াজ।
[…]

Entertainment Image
Entertainment Image

হলিউডে সর্বোচ্চ ব্যয়বহুল ১৫ ছবি

গল্প, অভিনয়, নির্মান, ক্যামেরা, কালার, সাউন্ড- অনেককিছুর উপর নির্ভর করে ভালো কিংবা সফল ছবি। তবে এ সবকিছুর পূর্ণাঙ্গ রূপ দেয় বাজেট। কত টাকা খরচ করে ছবি তৈরি হয়েছে- তাই গোড়ায় থাকে এই প্রশ্ন। হলিউডের ছবি রাজত্ব করে বিশ্বজুড়ে- তবে বাজেটটাও থাকে চোখ কপালে তোলার মত। বিখ্যাত ম্যাগাজিন 'ফোর্বস' জরিপে হলিউডের সর্বকালের সেরা ব্যায়বহুল ১৫ তালিকা-
১. ক্লিওপেট্রা (১৯৬৩)
ডিরেক্টর: জোসেফ ম্যানকিওয়িকজ, ড্যারেল জ্যানাক
নির্মাণ ব্যায়: ৪৪ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৬২ মিলিয়ন ডলার
মূল চরিত্র: এলিজাবেথ টেইলর, রিচার্ড বারটন, রেক্স হ্যারিসন
২. ওয়াটারওয়ার্ল্ড (১৯৯৫)
ডিরেক্টর: কেভিন রেনোল্ডস
নির্মাণ ব্যায়: ১৭৫ মিলিয়ন ডলার।
বক্স অফিস গ্রস: ২৬৪ মিলিয়ন ডলার।
মূল চরিত্র: কেভিন কোস্টনার, জিন ট্রিপলহর্ন, ডেনিস হুপার
৩. টাইটানিক (১৯৯৭)
ডিরেক্টর: জেমস ক্যামেরন
নির্মাণ ব্যয়: ২৮৫ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১.৮ বিলিয়ন ডলার
মূল চরিত্র: লিওনার্দো ডি ক্যাপ্রিও, কেট উইন্সলেট
৪. টার্মিনেটর থ্রি: রাইজ অব দ্য মেশিনস (২০০৩)
ডিরেক্টর: জেমস ক্যামেরন
নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৪৩৩ মিলিয়ন ডলার
মূল চরিত্র: আর্নল্ড সোয়ার্জেনেগার, ক্রিসটানা লকেন
৫. স্পাইডার ম্যান টু (২০০৪)
ডিরেক্টর: স্যাম রেইমি
নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৭৮৩ মিলিয়ন ডলার
মূল চরিত্র: টবি ম্যাগুয়ার, আলফ্রেড মলিনা, ক্রিস্টেন ডানস্ট
৬. কিং কং (২০০৫)
ডিরেক্টর: পিটার জ্যাকসন
নির্মাণ ব্যয়: ২০৭ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৫৫০ মিলিয়ন ডলার
মূল চরিত্র: অ্যাড্রিয়েন ব্রডি, নাওমি ওয়াটস, জ্যাক ব্ল্যাক
৭. সুপারম্যান রিটার্নস (২০০৬)
ডিরেক্টর: ব্রায়ান সিঙ্গার
উৎপাদন ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৩৯১ মিলিয়ন ডলার
মূল চরিত্র: ব্র্যান্ডন রাউথ, কেভিন স্পেসি, কেট বোসওয়ার্থ
৮. পাইরেটস অব দ্য ক্যারাবিয়ন: ডেড ম্যানস চেস্ট (২০০৬)
ডিরেক্টর: গোর ভারবিন্সকি
নির্মাণ ব্যয়: ২২৫ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১,০৬ বিলিয়ন ডলার
মূল চরিত্র: জনি ডেপ,...
[…]

Entertainment Image
Entertainment Image

আগামী বছর আসছে গ্যাংস অব ওয়াসিপুর থ্রি

গ্যাংস অব ওয়াসিপুর, ভারতীয় সিনেমার এক উজ্জল নক্ষত্র। সিনেমাটি যখন পরিচালনা করে এডিট করা হয় তখন প্রায় ৫ ঘন্টা হয়ে যায়। শেষে দুই ভাগে সিনেমাটিকে মুক্তি দেয়া হয়। কিন্তু সিনেমাটি দেখলে তারপরও মনে হয়, যেন শেষ হয়নি। আর তাইতো এর তৃতীয় পর্ব নির্মান হতে যাচ্ছে।
তবে এবার অনুরাগ ক্যাশপ এটি পরিচালনা করবেন না। পরিচালনা করবেন ছবিটির ডেফিনিট চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন তিনি। জিশান কাদরি তার নাম। তিনি বলেন, ‘‘আমার এ পর্যন্ত যা তা সবই অনুরাগ স্যারের।’’
অনরাগ বলেন, “জিশান অনেক মেধাবি। চলচ্চিত্র বিষয়ে না পড়েও ও সেটে এমন কিছু করে ফেলে যা সবাইকে আশ্চর্য করে দেয়। ও নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভাল করবে।”
[…]

Entertainment Image
Entertainment Image

ফিরছেন নোলান

২০১৪ সালে ‘ইন্টারস্টেলার’ মুক্তি পেয়েছিল।ক্রিস্টোফার নোলান পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল সেটি।বক্স অফিসে আয় করেছিল ৬৭ কোটি ডলারের বেশি। এ সাফল্যের পর আর কোন কাজ করা হয় নি তার।
তবে সম্প্রতি জানা গেছে ক্রিস্টোফার নোলানের পরের সিনেমা মুক্তি পাবে ২০১৭ সালের জুলাই মাসে। তবে সিনেমা সম্পর্কিত আর কিছুই জানা যায়নি। আর এই খবরটি দিয়েছে এন্টারটেইনমেন্ট উইকলি।
আর নতুন এ সিনেমাটি প্রযোজনা করছেন ওয়ার্নার ব্রস। এর আগে এ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ব্যাটম্যান ট্রিলজি (ব্যাটম্যান রিগিনস, দ্য ডার্ক নাইট ও দ্য ডার্ক নাইট রাইজেস) ও ‘ইনসেপশন’ পরিচালনা করেছেন নোলান। এর সবকটিই হিট।
[…]

Entertainment Image
Entertainment Image

সিরিয় শরণার্থীদের পাশে জেমস বন্ড

জেমস বন্ড খ্যাত জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ সিরিয় শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছেন নতুন বন্ড গালর্ লিয়া সেড্যুও। ইউরোপে শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্যই মূলত তার একসঙ্গে সহমত হয়েছেন। ‘ফোর এ থাউসেন্ডস অফ লাইফ: বি এ হিউম্যান’ নামে একটি অনলাইন পিটিশনে সই করেছেন ক্রেইগ ও সেড্যু, যেখানে শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপীয় দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের বরাত দিয়ে আরো জানা যায়, ক্রেইগ ও সেড্যুর সঙ্গে সহমত পোষণ করে ইউরোপীয় চলচ্চিত্রের আরও তিন হাজার কলাকুশলী এ একমত হয়েছেন।চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কর্মীদের পাশাপাশি এই পিটিশনে সই করেছেন বাফটা পুরস্কারজয়ী মার্কিন পরিচালক জশুয়া ওপেনহেইমার, পোল্যান্ডের পরিচালক আগ্নেইজস্কা হল্যান্ড, ডেনমার্কের পরিচালক থমাস ভিন্টারবার্গের মতো অনেকে।
সম্প্রতি সিরিয় শিশু আয়লান কুর্দির মৃতদেহের ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই শরণার্থী সমস্যা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।এ নিয়ে সংবাদমাধ্যমে সমালোচনার ঝড়ও উঠে।
[…]

Entertainment Image
Entertainment Image

বাংলা চলচ্চিত্রের মুকুটবিহীন নবাব

‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে নাম ভূমিকার জন্য নয়- বাংলা চলচ্চিত্রে অর্ধশতকের অবদানে তিনি ভাস্বর। তার হাতেই কেটেছে বাংলা ছবির ক্রান্তিকাল, গতি পেয়েছে সাংস্কৃতিক আন্দোলন, গড়ে উঠেছে স্বতন্ত্র ইতিহাস। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত চলচ্চিত্র শিল্পে তার অবদান অনস্বীকার্য। তিনি আনোয়ার হোসেন- বাংলা চলচ্চিত্রের মুকুটবিহীন নবাব।
আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল, গরিব এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে রাজধানীর ক্রিসেন্ট রোড মসজিদে। চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আনোয়ার হোসেনের জন্ম জামালপুর জেলার সরুলিয়া গ্রামে ১৯৩১ সালের ৬ই নভেম্বর। ২০০৭ সালের মাঝামাঝি পর্যন্ত একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে তিনি পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। আনোয়ার হোসেন অভিনীত প্রথম ছবি ‘তোমার আমার’ ১৯৬১ সালে মুক্তি পায়। ১৯৬৪ সালের ১লা মে তার অভিনীত ‘দুই দিগন্ত’ ছবিটি দিয়ে ঢাকার বলাকা প্রেক্ষাগৃহের শুভ উদ্বোধন হয়েছিল। আনোয়ার হোসেনের অভিনয় জীবনের শ্রেষ্ঠ ছবির মধ্যে ‘নবাব সিরাজদ্দৌলা’র পর জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ উল্লেখযোগ্য। রাজেন তরফদার পরিচালিত ‘পালঙ্ক’ ছবিতে তার নায়িকা ছিলেন সন্ধ্যা রায়।
আনোয়ার হোসেন ১৯৭৫ সালে প্রবর্তিত প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘লাঠিয়াল’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এরপর তিনি পার্শ্ব অভিনেতা হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ছবিগুলো হচ্ছে গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), দায়ী কে (১৯৮৭) এবং লালসালু (২০০১)।
২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন এই গুণী শিল্পী। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে একুশে পদকও পান তিনি। সর্বশেষ ২০১০ সালে আনোয়ার হোসেনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা...
[…]