জেমস বন্ড খ্যাত জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ সিরিয় শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছেন নতুন বন্ড গালর্ লিয়া সেড্যুও। ইউরোপে শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্যই মূলত তার একসঙ্গে সহমত হয়েছেন। ‘ফোর এ থাউসেন্ডস অফ লাইফ: বি এ হিউম্যান’ নামে একটি অনলাইন পিটিশনে সই করেছেন ক্রেইগ ও সেড্যু, যেখানে শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপীয় দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের বরাত দিয়ে আরো জানা যায়, ক্রেইগ ও সেড্যুর সঙ্গে সহমত পোষণ করে ইউরোপীয় চলচ্চিত্রের আরও তিন হাজার কলাকুশলী এ একমত হয়েছেন।চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কর্মীদের পাশাপাশি এই পিটিশনে সই করেছেন বাফটা পুরস্কারজয়ী মার্কিন পরিচালক জশুয়া ওপেনহেইমার, পোল্যান্ডের পরিচালক আগ্নেইজস্কা হল্যান্ড, ডেনমার্কের পরিচালক থমাস ভিন্টারবার্গের মতো অনেকে।
সম্প্রতি সিরিয় শিশু আয়লান কুর্দির মৃতদেহের ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই শরণার্থী সমস্যা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।এ নিয়ে সংবাদমাধ্যমে সমালোচনার ঝড়ও উঠে।