Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

স্বল্পমূল্যের আইফোন ৬সি আনবে অ্যাপল



গুঞ্জন উঠেছে অ্যাপল নাকি আবারো আইফোন ৬সি এর মাধ্যমে তাদের তুলনামূলক ছোট ৪ ইঞ্চি মাপের ফোনে ফিরে যাচ্ছে। আর আগেরবারের আইফোন ৫সি এর মত প্লাস্টিকের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বডি।

ধারণা করা হচ্ছিল আগামী বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের নতুন আইপ্যাড এবং আইফোন ৬সি একইসাথে মুক্তি পাবে। কিন্তু দুদিন আগে ইভলিকস এর বিখ্যাত এভান ব্লাসের করা এক টুইট থেকে জানা গেল আইফোন ৬সি নাকি আইফোন ৬এস এবং ৬এস প্লাসের সাথেই মুক্তি পাবে এবং তথ্যসূত্র মোটেই ফেলে দেওয়ার মত নয়। আর ইতিহাস বলে এই ব্যক্তির ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।


যা যা থাকছে:
মেটালিক বডি ডিজাইন
১৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর পরিবর্তে থাকছে ১৭১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
ফিনফেট প্রযুক্তিতে তৈরি স্যামসাং অথবা টিএসএমসি এর ১৪ ন্যানোমিটারের চিপসেট
৪ ইঞ্চি ডিসপ্লে

আশা করা যাচ্ছে আগের তুলনায় বেশ শক্তিশালী এ ফোনটি অনেকাংশেই গতবারের লাঘব ঘোচাতে সক্ষম হবে। তবে সেপ্টেম্বরের ৯ তারিখের আগে কোন কিছু অনুমান না করাই ভাল বলে পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদেরা।