Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

১৮ বছরে মাত্র ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল বাংলাদেশ



বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্নামেন্টে চার ম্যাচের দু'টিতে তারা হেরে যায় এবং দু'টিতে জয়লাভ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে তারা তাদের সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে। এরপর বাংলাদেশ ক্রিকেট দল ১৯৮৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মোট ১৮ বছরে ৮২ টি ওয়ানডে ম্যাচ খেলে জিতেছিল মাত্র ৩ টি তে।
.
১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছিল। ১৭ই মে, ১৯৯৮ সালে ভারতের হায়দারাবাদে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ২৩ তম ওয়ানডে ম্যাচে কেনিয়াকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। বল হাতে ৩ উইকেট নিয়ে এবং ব্যাট হাতে ওপেনিং-এ নেমে ৮৭ বলে ৭৭ রান করে প্রথম বিজয়ের নায়ক হন মোহাম্মদ রফিক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এটাই বাংলাদেশের সর্বপ্রথম জয়। ঐ ত্রিদেশীয় সিরিজেই কেনিয়ার কাছে একটা ম্যাচ হেরেছিল ভারত।



১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পায়। ২৪ মে, ১৯৯৯ সালে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পায় বাংলাদেশ। মিনহাজুল আবেদীনের অপরাজিত ৬৮ রানের সুবাদে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারায় ২২ রানে।
৩১ মে ১৯৯৯, বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ, প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে বাংলাদেশ হারায় ৬২ রানে। অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে ম্যাচ সেরা হন খালেদ মাহমুদ সুজন।
এই ১৮ বছরে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ১০ টি ওয়ানডে খেলেছিল। কিন্তু একটিও জিততে পারে নি। কেনিয়ার বিপক্ষে ৭ টি ম্যাচ খেলে জিতেছিল মাত্র ১ টি।