Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

আসছে দীপ্ত টিভিতে সুলতান সুলেমান

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তলালে কাহিনী নিয়ে র্নিমিত হয়েছে মেগা-সিরিয়াল ‘সুলতান সুলেমান’।
এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সাম্রাজ্ঞী হয়ে উঠার কাহিনী। যার প্রতিদ্বন্দী ছিল সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রাণ সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।
দীপ্ত টিভি নিয়ে আসছে সুলতান সুলেমানের জীবন অবলম্বনে তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সুলতান সুলেমান’।
[…]

Entertainment Image
Entertainment Image

অনিল বাগচীর একদিন

রবি নিবেদিত, বেঙ্গল ক্রিয়েশন্স প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্রে ‘অনিল বাগচীর একদিন’ এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ নভেম্বর, শুক্রবার, পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের হল-৪ এ, সন্ধ্যা ৬.৩০ টায়। এ দিন প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন।
বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদ এর প্রয়াণের পর তাঁর মুক্তিযুদ্ধ-ভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম একই শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের প্রয়াণের পর তাঁর কাহিনী থেকে এই প্রথম কোন চলচ্চিত্র নির্মিত হলো। সম্প্রতি চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরবর্তীতে চলচ্চিত্রটি থাইল্যান্ডের ব্যাংকক উৎসবে ''Asian Contemporary Official Selection' বিভাগে প্রদর্শিত হয়।
প্রিমিয়ার প্রদর্শনীতে চলচ্চিত্রটির নির্মাতা জনাব মোরশেদুল ইসলাম, চলচ্চিত্রের প্রযোজক জনাব আবুল খায়ের সহ মূল কলা-কুশলী ও অভিনয়-শিল্পীরা উপস্থিত থাকবেন। আগামী ১১ ডিসেম্বর মহান বিজয়ের মাসে ঢাকাসহ সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
[…]

Entertainment Image
Entertainment Image

সাই\'য়ের সম্মানে \'গ্যাংনাম স্টাইলে\'র ভাস্কর্য

‘গ্যাংনাম স্টাইল’ শিরোনামের গানটি নিশ্চয়ই সবার মনে আছে। ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার গায়ক সাই গানটি গেয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। ইউটিউবে দেখা সেরা ভিডিও এটি। ২.৪ বিলিয়ন বার দেখা হয়েছে ভিডিওটি।
গানটি যখন সবার মনে আছে তাহলে অবশ্যই গানের সঙ্গে সেই নাচটা মনে আছে। যা ‘হর্স রাইডিং’ নামে খ্যাত। এবার এই গানেরই স্মরণে সেই ‘অশ্বারোহণ’ নাচের মুদ্রাকে ধাতুর ভাস্কর্যে পরিণীত করেছে। কারণ এই গানের কারণেই আরও বেশি বিখ্যাত হয়েছে সিউল শহর।
এই ভাস্কর্যটি ‘কোএক্স’ শপিং সেন্টারের সামনে করা হয়েছে। কারণ এই গানের ভিডিওর কিছু অংশ এই সেন্টারের সামনে করা হয়েছিল।
গ্যাংনাম ট্যুরিজমের পরিচালক পার্ক হি সু আশা প্রকাশ করেন ‘এই মূর্তি আমাদের জেলার জন্য একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে’।
তিনি আরও বলেন, ‘পর্যটকরা মূর্তির কাছে এসে ছবি নিতে পারবেন এবং আপনি সেখানে দাঁড়ানো অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ‘গ্যাংনাম স্টাইল’ গান বাজতে থাকবে’।
[…]

Entertainment Image
Entertainment Image

সিবিই সম্মানে ভূষিত হলেন বেনেডিক্ট

ছবিতে পুরস্কার হাতে সস্ত্রীক বেনেডিক্ট
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কামবারব্যাচকে ‘কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এমপায়ার’ বা ‘সিবিই’ সম্মানে ভূষিত করল বাকিংহাম প্যালেস। তাদের নয়া শার্লক হোমস সিরিজে গোয়েন্দার চরিত্রে ৩৯ বছরের এই অভিনেতার বরিষ্ঠ অভিনয় তাকে এনে দিল এই সম্মান।
সম্মান পাবেন শুনে অভিভূত পর্দার শার্লক বলছেন, ‘এটা ফ্যানটাস্টিক। আমার নার্ভের উপর চাপ পড়ছে প্রতিক্রিয়া দিতে। আমি এর জন্য মোটেও তৈরি ছিলাম না। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আমি সম্মানিত বোধ করছি’।
রানি দ্বিতীয় এলিজাবেথ নিজে ফোন করে বেনেডিক্ট কামবারব্যাচকে এই সম্মান পাওয়ার খবর জানানোয় আবেগ চেপে রাখতে পারেননি এই ব্রিটিশ অভিনেতা। যিনি গত জুন মাসে এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারেন। এটাই ছিল তার জন্মদিনের সেরা উপহার।
পুরস্কার গ্রহণের সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সোফিয়া হান্টার।
[…]

Entertainment Image
Entertainment Image

বিশ্বের প্রথম রোবট নায়িকা

ছবিতে নায়ক নায়িকা থাকবে এটাই স্বাভাবিক। সুন্দরী নায়িকার সঙ্গে নায়ক প্রেম করবে, কথা বলবে, আবার মাঝে মাঝে একটু রোমান্সতো থাকবেই। তবে এবারও নায়ক রোমান্স করবে ঠিকই কিন্তু যার সঙ্গে করবে সেই নায়িকা নাকি রক্তমাংসের মানুষ নন।
কথাটা শুনে একটু অবাক হলেও ঘটনাটি দেখা যাবে একটি জাপানি ছবিতে। ছবির নায়িকা এখানে অ্যান্ড্রয়েড রোবট। নাম জেমিনয়েড এফ। আর ছবির নাম ‘সায়োনারা’।
এই প্রথম কোনও মানুষ নায়কের বিপরীতে রোবট নায়িকাকে দেখা যাবে ছবিতে। জাপানের পরমানু বোমা বিস্ফোরণ নিয়ে ছবি এগিয়েছে রোবট ও তানিয়া নামের এক মহিলার সম্পর্ক নিয়ে। রোবটের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পরেন তানিয়া। এর আগে অভিনেতা-অভিনেত্রীদের ওপর স্পেশাল এফেক্টসে ছবিতে তৈরি হয়েছে রোবট। তবে জেমিনয়েড এফ বা লিওনা কোনও মানুষ নয়। পরিচালকের কথা শুনে কৃত্রিম বুদ্ধির সাহায্যে কাজ করে লিওনা।
জাপানি পরিচালক কোজি ফুকাদা, নাট্যকার ওরিজা হিরাতা এবং ওসাকা ইউনিভার্সিটির ইন্টালিজেন্ট রোবোটিকস ল্যাবরেটরির অধ্যাপক হিরোশি ইশিগুরো এই ছবি তৈরি করেছেন।
গত সপ্তাহে ২৮তম টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ছবি। মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর।
[…]

Entertainment Image
Entertainment Image

আজো অমলিন হয়ে আছেন মেরিলিন মনরো

১৯৬২ সালের ৫ আগস্ট চলে গেছেন পৃথিবী ছেড়ে মেরিলিন মনরো। কিন্তু আজও যেন অমলিন হয়ে আছেন তিনি।মৃত্যুর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে৷কিন্তু ‘বিউটি আইকন’ হিসেবে আজও ভক্তদের হৃদয়ে তিনি রয়ে গেছেন। মেরিলিন মনরোর অসাধারণ কিছু ছবি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার ব্যার্ট স্ট্যার্ন৷
১৯২৬ সালের ১লা জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম হয় মনরোর৷ আসল নাম ছিল নরমা জিন মর্টেনসন৷ এরপর মাত্র ১৬ বছর বয়সে জোর করে তাকে বিয়ে দেয়া হয়৷ কয়েক বছর পর অবশ্য তিনি বিবাহবিচ্ছেদ করেন৷
মনরো ৪০-এর দশকে কাজ করতেন অস্ত্র কারখানায়৷ সেসময় এক সেনা আলোকচিত্রী তাকে সামরিক পত্রিকার প্রচ্ছদের মডেল হওয়ার প্রস্তাব দেন৷ মনরো স্বচ্ছন্দে তাতে রাজি হন৷ এরপরেই মডেল হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে৷আর তখন থেকেই তার নতুন নাম হয় মেরিলিন মনরো৷
১৯৬২ সালে একটি ক্যালেন্ডারে তার নগ্ন ছবি প্রকাশিত হয়৷ স্বাভাবিকভাবেই এটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি কিছু পড়িনি তা ঠিক নয়, তবে একটি রেডিও তো ধরেছিলাম আমি৷’
খুব অল্প সময়েই সাফল্যের শিখরে পৌঁছে ছিলেন অভিনেত্রী মেরিলিন মনরো৷ পরবর্তীতে অনেক অভিনেত্রী ও সংগীত শিল্পী তাঁকে অনুকরণ করেন৷ পপ মিউজিক তারকা লেডি গাগা অথবা ম্যাডোনার কাছে তিনি ‘সেক্স সিম্বল’ বা ‘যৌন আবেদনময়ী’-র একজন আদর্শ মডেল৷
মেরিলিন মনরো কিছু গানও রেকর্ড করেছিলেন, যা আজও অবিস্মরণীয়৷ ‘আই ওয়ানা বি লাভড বাই ইউ’, ‘ডায়মন্ডস আর আ গার্লস বেস্ট ফ্রেন্ডস’ – তাঁর বিশ্বখ্যাত কয়েকটি গান৷
মেরিলিন সংক্ষিপ্ত জীবনে তিন তিনবার বিয়ের করেন৷ তৃতীয়বার মার্কিন কাহিনিকার আর্থার মিলারকে বিয়ে করেন তিনি৷ এই বিয়েতে বেশ সুখিই হয়েছিলেন মনরো৷ কিন্তু সে সুখ বেশিদিন টেকে না৷ মাত্র ৩৬ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি৷ মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা...
[…]

Entertainment Image
Entertainment Image

সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেলেন অনন্ত জলিল

ঢাকাই ছবির মেগাস্টার হিসেবে খ্যাত অনন্ত জলিল। অল্প সময়ের মধ্যেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পাওয়া এ নায়কের আত্মবিশ্বাসটাও প্রচণ্ড। নিজেকে তিনি দেশের সেরা অভিনেতা হিসেবে মনেও করেন। এবার আনুষ্ঠানিকভাবেই মিললো সেই স্বীকৃতি। নিন্দুকদের নিন্দার জবাব দিলেন পুরস্কার হাতেই।
বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি’র ১৫তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন তিনি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু অনন্ত জলিলের হাতে এ পুরস্কার তুলে দেন।
তথ্যমন্ত্রীর হাত থেকে এমন পুরস্কার পেয়ে অভিভূত অনন্ত জলিলের উচ্ছ্বাসটাও ছিলো দেখার মতো।
সিজেএফবি এবার এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানায় কিংবদন্তী অভিনেত্রী কবরীকে।
[…]

Entertainment Image
Entertainment Image

স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বৈঠা

গেন্দু মাঝি নদীতে খেয়াপারাপারের কাজ করেন ষাটের দশক থেকে। ৭১ এ বৈঠা হাতেই নেমেছিলেন যুদ্ধে। নদী তার জীবনকে দিয়েছে সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা; সেই সঙ্গে দিয়েছে বেঁচে থাকার আশ্বাস। কালের বিবর্তনে নদীর উপর তৈরি হয়েছে দীর্ঘ সেতু। যোগাযোগের এবং নদী পারাপারের মাধ্যম এখন সেই সেতু, সঙ্গত কারণেই গেন্দু মাঝির নৌকার আরোহী কমে শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায়।
কিন্তু তাঁর জীবনের সঙ্গে এখন যে জড়িয়ে আছে আরো দু’টি জীবনের গল্প; তার দুই মেয়ে পারুল এবং শিউলী। আবার শুরু হয় তার এক নতুন যুদ্ধ। এবারের যুদ্ধে সহযোদ্ধা তাঁর বিধবা কন্যা পারুল, যার জীবন নিয়ে গ্রামের লোকের মাঝে রয়েছে নানান সংশয়। দারিদ্রতার বিপক্ষে টিকে থাকার সমস্ত চেষ্টা শুরু করেন গেন্দু মাঝি। কখনও রিকশা চালানো, কখনও ইটের ভাটায় কাজ, কখনও বা কারো গোমস্তা। কিন্তু সবকটি কর্মস্থলে কর্তৃত্বস্থানীয় জায়গায় রয়েছে ৭১ এর স্বাধীনতা বিরোধীদের শক্তিশালী প্রভাব। একজন যোদ্ধা হয়ে ঘৃন্য এই নরপিশাচদের সঙ্গে সমঝোতা কিছুতেই মেনে নিতে পারছিলেন না গেন্দু মাঝি। বাবার বিশ্বাস এবং জীবনবোধের এই বিপর্যস্ততা মানতে চায় না মেয়ে পারুল। দীর্ঘ অভাবময় জীবন কখনই পারুলের দৃঢ়তাকে ভাঙ্গতে পারেনি। কিন্তু বাবার পরাজয়ের সম্মূখীনতা আঘাত হানে পারুলের চেতনায় এবং জীবন ধারায়। অদৃশ্য এক দ্বন্দ শুরু হয় জীবনের প্রয়োজন এবং মূল্যবোধের মাঝে। নীরব এক প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে পারুল। অন্ধকার এক মধ্য রাতে স্বর্গীয় আলোর পথে শুরু হয় পারুলের অনির্দিষ্ট যাত্রা...
এমনি একটি বিষয়বস্তু নিয়ে প্রসূন রহমানের রচনা এবং রাজারাজ ও শাহাদাত সাহেব এর যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈঠা’। স্বাধীনতার চেতনা এবং জীবনের টানাপোড়েন, সেই সঙ্গে আবহমানকালের বাস্তবতার একটি খণ্ড চিত্রের বিশ্লেষনাত্বক রূপ ফুটে উঠেছে এই গল্পে। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে সম্প্রতি শেষ হলো এই স্বল্প...
[…]