Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

‘বিষকাঁটা’র আইএডব্লিউআরটি পুরস্কার জয়

দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন ইন রেডিও অ্যান্ড টেলিভিশন (আইএডব্লিউআরটি) পুরস্কৃত করল ফারজানা ববি পরিচালিত প্রামাণ্যচিত্র বিষকাঁটাকে। ১৭ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে আইএডব্লিউআরটির বিয়্যানালে এ পুরস্কার ঘোষণা করা হয়।
আইএডব্লিউআরটি বিয়্যানালে প্রতি দুই বছর পরপর ‘আইএডব্লিউআরটি ডকুমেন্টারি অ্যাওয়ার্ড কমপিটিশন’-এর আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকেরা তাঁদের তথ্যচিত্র নিয়ে এতে অংশগ্রহণ করেন। এবারও এতে অংশ নেওয়ার জন্য যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, চীন, ভারত, ফ্রান্সসহ ১৬টি দেশ থেকে জমা পড়ে তথ্যচিত্র। সেসব থেকে এই প্রতিযোগিতায় সেরা তথ্যচিত্রের প্রথম পুরস্কারটি জেতেন ফারজানা ববি, তাঁর বিষকাঁটা প্রামাণ্যচিত্রের জন্য।
পুরস্কার ঘোষণার সময় জুরিবোর্ড তাদের লিখিত বক্তব্যে বলে, ‘ফারজানা ববি যে নিবিড় আখ্যান তৈরি করেছেন, তাতে তিন মুক্তিযোদ্ধা নারীর শান্ত মনের তলার গভীর ক্ষতের তীব্রতা দর্শক অনুভব করতে পারে। ছবিটির গতি ভাবার সুযোগ করে দেয়। সিনেমাটোগ্রাফি ও সংগীত এককথায় অসাধারণ।’
বিষকাঁটার আবহ ও সংগীতের সুরকার দিলজিৎ সজল। খনা টকিজ, মনজুরুল ইসলাম ও ফারজানা ববির প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রে মুক্তিযুদ্ধে নির্যাতিত তিন নারী মুক্তিযোদ্ধার বর্তমান জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। বিষকাঁটা আগামী নভেম্বরে নেপালে দক্ষিণ এশিয় তথ্যচিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে।
[…]

Entertainment Image
Entertainment Image

হ্যামিলনের বাঁশিওয়ালা

ঈদের ৬ষ্ঠ দিন চ্যানেল আইতে প্রচার হবে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। চলচ্চিত্র অভিনেত্রী নিপুন ও বাদ্রযন্ত্র বাদক ও গায়ক রাহুল আনন্দ নাটকটিতে মূল ভূমিকায় অভিনয় করেছে। নাটকটিতে দেখা যাবে। শহুরে দুর্নীতিবাজ মানুষদের জ্বালায় অতিষ্ঠ হয়ে কবি নিলীমা চৌধুরী মুক্তি চায়।
তিনি একজন বাঁশিবাদককে আহবান করেন শহর জঞ্জালমুক্ত করতে। একসময় বাঁশিবাদক শহরে এসে সব ইদুররুপি খারাপ মানুষদের নিয়ে শহর ছেড়ে চলে যায়। নিলীমা সেই বাঁশিবাদককে ধরে রাখতে চাইলেও পারেন না। এমনই এক গল্প নিয়ে তৈরী হয়েছে এই রুপক নাটক।
নাটকটি রচনা করেছেন আহমেদ তাওকীর ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশু চৌধুরী, হেমন্ত তাওকীর। ঈদের ৬ষ্ঠ দিন চ্যানেল আইয়ে রাত ৯ টায় প্রচার হবে নাটক হ্যামিলনের বাঁশিওয়ালা।
[…]

Entertainment Image
Entertainment Image

খান বিহীন বলিউডি ঈদ বাজার

ঈদ মানেই বলিউডে ছবি মুক্তির হিড়িক- ছোট কিংবা বড় বাজেটের ছবির সাফল্যের সম্ভাবনা থাকে শতভাগ। খান খান্দানের নায়েকর ছবি ভক্ত ও দর্শকের ঈদে যোগ করে বাড়তি মাত্রা। তবে এবার ঈদুল আযহায় বলিউডে মুক্তি পাচ্ছে না শাহরুখ, আমির, সালমানের ছবি। ঈদ উপলক্ষ্যে যে ক'টি ছবি নিয়ে জমজমাট বলিউড, সে ছবিগুলো-
কাট্টি বাট্টি: ঈদের কয়েকদিন আগে ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নিখিল আদভানির রোমান্টিক কমেডি এই ছবি। বছরটা এমনিতেই কঙ্গনা রানাওয়াতের, সঙ্গে রয়েছে ইমরান- সাফল্য নিয়ে চিন্তিত ছিলেন না কর্তৃপক্ষ। ঈদ আনন্দে নতুন মাত্রা দিতে ছবিটি ইতোমধ্যেই সবার ঘরে ঘরে।
কিস কিস কো পেয়ার কারু: ছোটপর্দায় কমেডি কিং হিসেবে পরিচিত কপিল শর্মা এবার রূপালী পর্দা কাঁপাবেন আব্বাস-মাস্তানের এ ছবিতে। ঈদের দিনেই মুক্তি পাচ্ছে ছবিটি। ঈদের ছুটিতে নিঃসন্দেহে হাসির খোরাক জোগাবে ছবিটি।
ক্যালেন্ডার গার্লস: মধুর মানেই বাস্তব আর কল্পনার এক অনবদ্য ককটেল। বলা ভালো বাস্তব সমাজের এমন সব অনালোকিত কোণে তিনি আলো ফেলেন যে দর্শক চমকে যায়। ‘চাঁদনী বার' থেকে ‘পেজ থ্রি', ‘ট্রাফিক সিগনাল' হয়ে ‘ফ্যাশন'- মধুর ভাণ্ডারকারের ছবি মানেই নড়েচড়ে বসেন সকলে। এবার ঈদের প্রাপ্তি শোবিজ অঙ্গনের মেয়েদের জীবন জীবীকার কাহিনি নিয়ে 'ক্যালেন্ডার গার্লস'। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আকাঙ্খিত এ ছবিটি।
ভাগ জনি: যারা একটু থ্রিলার গোছের ছবি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এ ছবিটি। ভাটক্যাম্প প্রযোজিত এ ছবিতে শিবম নায়ারের পরিচালনায় দীর্ঘদিন পরে মূল ভূমিকায় অভিনয় করেছেন কুনাল খেমু। এ ছবিটিও মুক্তি পাচ্ছে ঈদের দিন।
মিরুঠিয়া গ্যাংস্টারস: ঈদের দিনে মুক্তি পাচ্ছে আরও একটি হাসির ছবি। মফস্বলের বন্ধুরা টাকা আয়ের সহজ উপায় হিসেবে বেছে নেয় অপহরণ- আর তারপরই ঘটতে থাকে মজার সব অঘটন। জিশান কাদরীর পরিচালনায় এ ছবিটি উৎসবে যোগ করবে আনন্দের নতুন মাত্রা।
সিং ইজ...
[…]

Entertainment Image
Entertainment Image

চ্যানেল নাইনের ঈদ আয়োজন

অন্যান্য টিভি চ্যানেলের মত চ্যানেল নাইনও আয়োজন করেছে বিশেষ ঈদ অনুষ্ঠানমালার।
ঈদের দিন
সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে বাংলা সিনেমা ‘জীবন মরণের সাথী’। পরিচালনা শাহাদাৎ হোসেন লিটন। অভিনয় শাকিব খান, অপু বিশ্বাস, আলমগীর, দিঘী।
দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘উৎসর্গ’। পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান অভিনয় অপূর্ব, মম।
সন্ধ্যা ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ‘ফিটফাট ফুল বাবু’ (১ম পর্ব)। পরিচালনা সহিদ-উন-নবী, অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘রঙ ও রং’। পরিচালনা অনন্য ইমন, অভিনয়ে সজল, স্পর্শিয়া।
রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক: ‘প্রস্থান পরে’। পরিচালনা তৌকীর আহমেদ, অভিনয়ে তৌকীর আহমেদ, স্বর্ণা, নাদিয়া।
ঈদের ২য় দিন
সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘জী হুজুর’ পরিচালনা জাকির হোসেন রাজু, অভিনয়ে সাইমন, সারাহ জেরিন প্রমুখ।
দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘ওয়াটার কালার’ পরিচালনা ইমন শিকদার, অভিনয়ে তারিণ, অপূর্ব ও আরো অনেকে।
বিকাল ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ফিটফাট ফুল বাবু (২য় পর্ব) পরিচালনা সহিদ-উন-নবী, অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘সাইলেন্স’ পরিচালনা ইমেল হক, অভিনয় নিশো, তিশা প্রমুখ।
রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘লুকোচুরি গল্প’ পরিচালনা গৌতম কৌরী, অভিনয়: সজল, পিয়া, সেলিম আহমেদ।
ঈদের ৩য় দিন
সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘শিল্পী’ পরিচালনা চাষী নজরুল ইসলাম। অভিনয়ে আলমগীর, রুনা লায়লা প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘এই তো কেবল এলে’ পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, প্রভা, বাবু, মৌসুমী হামিদ।
বিকাল ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ‘ফিটফাট ফুল বাবু’ (৩য় পর্ব) পরিচালনা সহিদ-উন-নবী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘প্রেম প্রীতি’, পরিচালনা নাজনীন হাসান চুমকি, অভিনয়ে আবীর, স্পর্শিয়া প্রমুখ।
রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘ডেড সন স্টোরি’, পরিচালনা দীপংকর...
[…]

Entertainment Image
Entertainment Image

বিজ্ঞাপন বিরতিহীন জিটিভি’র ঈদ অনুষ্ঠানমালা

বিজ্ঞাপনের যন্ত্রণা নিয়ে অনেকেই ঈদের অনুষ্ঠানমালা দেখেতে টিভির সামনে বসতে চাননা। সেই যন্তণা থেকে মুক্তি পেতে এবার নিশ্চিন্তে বসতে পারেন জিটিভি’ভ পর্দার সামনে। কারণ এবার জিটিভির ঈদের কোন অনুষ্ঠান প্রচারে থাকছে না কোন বিজ্ঞাপন। এবং যথারীতি ঈদুল আযহায় ভিন্ন আয়োজন নিয়ে থাকছে সব অনুষ্ঠানমালা।
ঈদের দিন
সকাল ৮ টা ৩০মিনিটে রয়েছে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘প্রেমের তাজমহল’ অভিনয়ে রাজীব, রিয়াজ, শাবনূর।
দুপুর ১২টা ১০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘মনের মাঝে তুমি’ অভিনয়ে রিয়াজ, পূর্নিমা।
বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসি তাই’।
সন্ধ্যা ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘হাইহিল’ রচনা ও পরিচালনা- গৌতম কৈরী
৭টা ৩০মিনিটে বিরতিহীন বরিশালের বিশেষ আঞ্চলিক নাটক ‘নিম পাতার জুস’ রচনা ও পরিচালনা শরাফ আহমেদ জীবন।
৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা- তুহিন হোসেন।
রাত ৯টায় মিডিয়ার সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’ অতিথি নিপুন ও পরিমনি।
৯টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ নাটক ‘হৃদয়ের গহিনে’ রচনা ও পরিচালনা চয়নিকা চৌধুরী।
১০টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফোর্থ নোট’ রচনা ও পরিচালনা তানিম রহমান অংশু।
১১টা ৩০মিনিটে সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন বিশেষ ‘আজকের অনন্যা’ অংশগ্রহনে বাঁধন, আলভি, নিসা, মৌটুসী বিশ্বাস।
ঈদের ২য় দিন
সকাল ৮ টা ৩০মিনিটে ঈদের বিশেষ বাংলা ছায়াছবি ‘তুমি আমার মনের মানুষ’ অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস।
দুপুর ১২টা ১০মিনিটে ছায়াছবি ‘মিয়া বাড়ির চাকর’ অভিনয়ে: রাজ্জাক, শাকিব খান, অপু বিশ্বাস।
বিকাল ৪টা ৩০মিনিটে বিরতিহীন বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’।
সন্ধ্যা ৬ টায় বিরতিহীন বিশেষ নাটক ‘চোর’ রচনা ও পরিচালনা- নঈম ইমতিয়াজ নেয়ামুল।
৭টা ৩০মিনিটে বিরতিহীন রাজশাহীর বিশেষ আঞ্চলিক নাটক ‘ভালোবাসার রকম সকম’ রচনা ও পরিচালনা টিংকু।
৮ টা ৩০ মিনিটে বিরতিহীন বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ’ রচনা ও পরিচালনা তুহিন হোসেন।
রাত ৯টায় মিডিয়ার সেলিব্রেটিদের নিয়ে...
[…]

Entertainment Image
Entertainment Image

তেলেগু ‘ধাম্মু’ ছবির নকল ‘রাজাবাবু’

ঈদুল আযহায় মুক্তি পেয়েছে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’। শাকিব খান, অপু বিশ্বাস, ববি হক অভিনয় করেছেন এতে।ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের একমাত্র ছবি হিসেবে এটি টেবিল কালেকশনও পেয়েছে প্রচুর।
এদিকে বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিটি তেলেগু ‘ধাম্মু’ ছবির নকল। বয়াপতি শ্রিনু পরিচালিত ‘ধাম্মু’ ছবিতে অভিনয় করেছেন এনটিআর, ত্রিশা ক্রিশনান, কার্থিকা নায়ারসহ আরও অনেকে।
‘রাজাবাবু’ তেলেগু ‘ধাম্মু’ ছবির শুধু নকলই নয়, ছবিটির কিছু কিছু দৃশ্য হুবহু নেওয়া হয়েছে।
বিশেষ করে ‘রাজাবাবু’ ছবিতে শাকিব খানের পর্দায় আসার ঠিক আগ মুহূর্তের একটি দৃশ্যে গাড়ি ফাইটিং এর দৃশ্যটির শট ‘ধাম্মু’ ছবি থেকে কেটে এনে বসানো হয়েছে। ছবির মাঝামাঝিতে ওমর সানীর মৃত্যুদৃশ্যের আগে ডোবা-নালায়-গাছের উপরের ঝুলন্ত লাশগুলোর শটটিও ধাম্মু ছবি থেকে কেটে এনে বসানো হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির বেশ সমালোচনাও হচ্ছে।অনেকেই প্রশ্ন তুলেছেন ছবিটির বাজে নির্মাণ নিয়েও।
[…]

Entertainment Image
Entertainment Image

অস্কারের জন্য লড়বে ইরানি চলচ্চিত্র মোহাম্মদ (সা.)

ইরনের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং চিত্রনাট্য লেখক মাজিদ মাজিদির সাড়া জাগানো চলচ্চিত্র মোহাম্মদ(সা.) কে ইরানের পক্ষ থেকে ৮৮তম অস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। অস্কারের বিদেশি ভাষা বিভাগে ইরানের প্রতিনিধিত্ব করবে এ চলচ্চিত্র।
ইরানের চলচ্চিত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বাছাই কমিটি গভীর পর্যালোচনার করার পর এ ছবি অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ২৭ আগস্ট ইরানের ১১টি শহরের ১৪৩টি প্রেক্ষাগৃহে এ ছবিটির প্রথম পর্বের প্রদর্শন শুরু হয়। এরপর একই সময়ে কানাডার মন্ট্রিল চলচ্চিত্র উৎসবের আওতায় সেখানকার দু’টি সিনেমা হলে দেখানো হয়েছে ইরানের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই ছায়াছবি।
ছবিটি নির্মাণে কাজ করেছেন ইতালির তিনবারের অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় প্রখ্যাত সুরকার এ আর রহমান।
মহাকাব্যধর্মী এ চলচ্চিত্রে মোহাম্মদ(সা.) শৈশবের জীবন আলেখ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। মহানবী (স) কে নিয়ে নির্মিত ট্রিলজি বা তিনখণ্ডের ছায়াছবির এই প্রথম খণ্ডে তার মক্কার জীবনালেখ্য তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে সাত বছর সময় লেগেছে। ইরানের সবচেয়ে ব্যয়বহুল এ ছবি নির্মাণে তিন কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয়েছে। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির দৃশ্যধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।
[…]

Entertainment Image
Entertainment Image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’র জন্য চলচ্চিত্র আহ্বান করলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড।গত ২২ সেপ্টেম্বর তারা এই আহ্বান জানান।জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়তে ইচ্ছুকরা ২১ অক্টোবর পর্যন্ত পুরস্কারের জন্য আবেদন জমা দিতে পারবেন।
সেন্সরবোর্ড চলচ্চিত্র জমা দেওয়ার জন্য কিছু নিয়মের কথাও বলেছেন।নিম্নোক্ত নিয়মগুলো মেনে ছবি জমা দিতে হবে প্রযোজকদের-নির্ধারিত ছকে আবেদন করতে হবে, প্রত্যেক আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট চলচ্চিত্রের একটি যথাযথ মানসম্পন্ন প্রিন্ট/ভিডিও জমা দিতে হবে, জমাকৃত ছবির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের নাম, ঠিকানা জীবন বৃত্তান্ত, চলচ্চিত্রের সংক্ষেপে কাহিনী, এছাড়া গানের কথা পনেরো কপি করে ভাইস চেয়ারম্যান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও সদস্য সচিব জুরি বোর্ডের বরাবর আবেদন করতে হবে।
২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে।এগুলো হচ্ছে-
আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ শিল্পী নির্দেশক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা শ্রেষ্ঠ মেক-আপম্যান।
[…]