Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

সেক্স আর তিন খান-দিয়েই চলে বলিউডের ব্যবসা

বছর দুয়েক আগে ১০০ বছর অত্রিক্রম করেছে বলিউড। এই দীর্ঘ সময়ে বিশ্বের অন্যতম ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে নিজেদের প্রতিষ্ঠাও করেছে তারা। ফলে তরতর করে এগিয়ে যাওয়া এই ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে থাকেন অনেকেই।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আলো ঝলমলে, জমকালো বলিউডের ব্যবসার মূল রহস্য কোথায়? এর উত্তর একটাই- আর তা হলো সেক্স আর তিন খান। অবাক হওয়ার কিছুই নেই, রগরগে যৌনতার আমদানি করা ছবি আর বলিউডের প্রভাবশালী তিনখানের ছবি দিয়েই টিকে আছে বলিউড।
বলিউডের সাম্প্রতিক ছবিগুলোর দিকে তাকালে আপনার তাই চোখে পড়বে। সানি, লিওন, রগরগে আইটেম গান সম্পন্ন ছবি বলিউডের বাজারে ভালো ব্যবসা করে। আর ব্যবসা করছে বলিউডের খানদের ছবি। শাহরুখ খান, আমির খান আর সালমান খানের ছবির ব্যবসা দিয়েই টিকে আছে বলিউড। কারণ একশো কোটি, দুইশো কোটি আর তিনশো কোটির ঘরের ছবিগুলো তো এই তিনখানেরই।
যদিও এই তিনখানের প্রতিদ্বন্দ্বী হয়ে বাজার মাত করতে চাচ্ছেন রনবীর কাপুর, রনবীর সিংহ, শহীদ কাপুররা-কিন্তু পারছেন কই!
অবশ্য কয়েক বছর আগেই নেহা ধুপিয়া মন্তব্য করেছিলেন যে, বলিউডে চলে সেক্স আর শাহরুখ খান। নেহা ধুপিয়ার মন্তব্যটি মন্দ না হলেও কয়েক বছের পরে এসে সেই মন্তব্যে জায়গা করে নিয়েছে আমির খান আর সালমান খানও।
হ্যা, মার্ডার, রাগিনী এমএমএস আর রামলীলায় প্রিয়াঙ্কা চোপড়ার ব্লাউজ লাগানোর দৃশ্যই তো খাচ্ছে ভারতবাসী। আর খাচ্ছে হ্যাপী নিউ ইয়ার, পিকে, বাজরাঙ্গী ভাইজান।
[…]

Entertainment Image
Entertainment Image

বলিউড জয় করেছেন যে বাংলাদেশি কণ্ঠ শিল্পীরা

বাংলাদেশের কণ্ঠ শিল্পীরা যে শুধু নিজেদের দেশে জনপ্রিয় হয়েছেন তা কিন্তু নয়। নিজের দেশের জনপ্রিয়তা ধরে রেখেই তারা বলিউডের সিনেমাতে গেয়ে এসেছেন গান। সেখানেও পেয়েছে তাদের গানের জনপ্রিয়তা। তুমুল জনপ্রিয়তা পাওয়া গান এখনও বাজে বলিউডে। এদের মধ্যে আছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, জেমস। বলিউডে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীদের নিয়ে এ আয়োজন।
রুনা লায়লা
ফারাক্কার বাঁধ নিয়ে তখন হৈচৈ কাণ্ড। রুনা লায়লা প্রথমবারের মতো গিয়েছেন ভারতে গান গাইতে। রুনার অনেক গুলো কনসার্টের একটিতে উপস্থিত ছিলেন সাংবাদিক খুশবন্ত সিং। মুগ্ধ খুশবন্ত সিং পরেরদিন পত্রিকায় লিখলেন 'তোমরা আমাদের রুনা দাও, আমরা তোমাদের ফারাক্কার পানি দিয়ে দিব।' মূলত রুনা লায়লাকে দিয়েই হিন্দি ছবির প্লে-ব্যাকে বাংলাদেশি শিল্পীদের যাত্রা শুরু হয়। প্রথমেই 'ইক সে বাড়কার ইক' ছবির শিরোনাম গান গেয়ে রুনা আলোড়ন তুলেন। পরবর্তীতে 'ঘরোন্দা' ছবির গানগুলোও জনপ্রিয় হয়। এবং 'দো দিওয়ানে শেহের মে' গানের জন্য রুনা ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের বেস্ট প্লে-ব্যাক সিঙ্গারের নমিনেশন লাভ করেন। এর পরে রুনা কিছু গানে কণ্ঠ দিয়েছেন।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো, মোঃ রফির সাথে 'জান-ই-বাহার' ছবির 'মার গায়ো রে' ডুয়েট গানটি। রুনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মোঃ রফি তাঁর প্রিয় শিল্পী। গানের যেদিন রেকর্ডিং সেদিন তিনি সময়মতো হাজির হন স্টুডিওতে। গিয়ে দেখেন তাঁর আগেই সেখানে মোঃ রফি হাজির। রফি জানান, রুনার সাথে গান গাইবার জন্য তিনি সময়ের আগেই হাজির হয়েছেন। শিল্পীর বিনয়ে রুনা বিস্মিত। তবে রুনার হিন্দি ছবির গানগুলো তাঁর প্রাইভেট অ্যালবামে 'সুপার রুনা' বা 'দি লাভস অব রুনা লায়লা'র মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এছাড়া বলা হয়ে থাকে রুনা মুম্বাইতে জায়গা করে নিতে পারেননি মূলত মুম্বাইয়ের প্রভাবশালী শিল্পী বোনদ্বয়ের পলিটিক্সের কারণে। রুনা লায়লা একমাত্র বাংলাদেশি শিল্পী যাঁর ভারতে গান...
[…]

Entertainment Image
Entertainment Image

বলিউডের পাঁচ পরকীয়া প্রেম

সেলুলয়েডের পর্দায় তাদের জুঁটি হিট। চিত্রনাট্যের প্রয়োজনে কত ঘনিষ্ঠ দৃশ্যেই না তাদের ধরা পড়তে হয়েছিলো! কত রসায়নই দেখেছেন পর্দার দর্শক। কত মাখামাখিই না ছিলো এর ভিতরে! কত দর্শকের হৃদয় হাসপাশ করেছিলো তাদের অভিনীত ছবি দেখে। কিন্তু কখন যে তাদের সেলুলয়েডের এ প্রেম বাস্তব জীবনে এসে গড়াল তা কেউই বুঝতে পারেননি! কিন্তু মনের অজান্তে গড়ে তোলা এ প্রেম আজীবনই থেকে গিয়েছে অন্ধকারে। এ নিয়ে মুখোরোচক খবরের যেন অন্ত নেই। বারবারই ঘুরেফিরে আসে তাদের এ পরকীয়া প্রেমকাহিনী। কিন্তু কেউই তাদের এ প্রেমেরই চূড়ান্ত রূপ দিয়ে যেতে পারেননি।
মিঠুন-শ্রীদেবী
চুপিচুপি প্রেমের ক্ষেত্রে সবার থেকে একটু হলেও বা একধাপ হলেও এগিয়ে আছেন হার্ট থ্রব শ্রীদেবী। যোগিতা বালির সঙ্গে প্রণয়ের পরে শুরু হয় মিঠুন-শ্রীদেবীর প্রেম পর্ব। এমনও খবর চাউর হয়েছিলো গোপনে বিয়ে করেছেন মিঠুন-শ্রীদেবী। এ খবর শোনার পরে আত্মহত্যা করতে গিয়েছিলেন যোগিতা বালি। এরপর বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শ্রীদেবীকে সাহায্য করার জন্য বাড়িতে আশ্রয় দেন। তিনি জানতেনই না তার ঘরে রেখে তার নিজের কপাল পুড়েছেন। তার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এ ঘটনার পরেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
হৃতিক রোশন ও কারিনা কাপুর
বলিউডে এমন ঘটনা প্রচলিত রয়েছে যে ছোটবেলা থেকেই সুজানের সঙ্গে প্রেম করতেন হৃতিক রোশন। তাদের এ প্রেমের চিত্রনাট্যেও ছবি তৈরি হয়। কিন্তু সাতপাকে বাঁধা না পড়লেও সুজানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কারিনার সঙ্গে প্রেম করতেন তিনি। তবে এখন সাইফ আলী খানের সঙ্গে চিরবাধনে বাধিত হয়ে সুখের সংসার করছেন কারিনা। তবে সম্প্রতি হৃতিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ ঘটেছে।
সঞ্জয় দত্ত ও মাধুরী
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পরেই মাধুরী দিক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক তৈরি হয়। চলচ্চিত্রের পর্দায়ও ধরা পড়ে তাদের এ...
[…]

Entertainment Image
Entertainment Image

বিশ্বের ধনী তারকারা

রূপালী পর্দা ঘিরেই তাদের জীবনযাপন। তবুও আয়কৃত টাকার পরিমাণে টক্কর দিতে পারেন বিশ্বের অনেক ধনী মানুষের সঙ্গে। বিশ্বের এমনই ধনী তারকারা-
শাহরুখ খান: সর্বোচ্চ আয়ের তালিকায় প্রথম নামটি বলিউড কিং খান শাহরুখের। ৬০০ মিলিয়ন ডলার আয় করেন তিনি, প্রায় ৭৫ টি ছবি মুক্তি দিয়েছেন বিশ্বব্যাপী। সফল অভিনেতার পাশাপাশি তিনি সুযোগ্য চলচ্চিত্র ব্যবসায়ী। বিশ্বের অন্যতম ধনী মানুষ হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
টম ক্রুজ: ভালো অভিনেতা- সন্দেহ নেই। তবে তিনি সফল একজন প্রযোজক। আর তাই 'টপ গান', 'মিশন ইম্পসিবল', 'ফিউ গুড মেন' সিরিজের মত ছবিতে অভিনয়ের পাশাপাশি টাকাও লগ্নি করেছেন। ৪৮০ মিলিয়ন ডলার আয় করে তিনি অন্যতম ধনী তারকা।
জনি ডেপ: 'পাইরেটস অব দ্য ক্যারাবিয়ন' সিরিজের জন্য তার জনপ্রিয়তা নাকি জ্যাক স্প্যারোর ভূমিকায় তার অসাধারণ অভিনয়ের জন্য ছবিগুলোর জনপ্রিয়তা- এ প্রসঙ্গে দূরে থাক। তবে ৪৫০ মিলিয়ন ডলার আয়ের জনি প্রযোজনা সংস্থার কর্তাও বটে।
টম হ্যাঙ্কস: বিখ্যাত এই অভিনেতাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। 'কাস্ট অ্যাওয়ে', 'ফরেস্ট গাম্প', 'ভিঞ্চি কোড', 'অ্যাপোলাে ১৩' প্রভৃতি ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি একজন নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক এবং সমালোচক। তার আয় ৩৯০ মিলিয়ন ডলার।
কিয়ানু রিভস: কানাডিয়ান এই অভিনেতা কমেডি ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও 'ম্যাট্রিক্স' ঘুরিয়ে দেয় সাফল্যের চাকা। ৩৫০ মিলিয়ন ডলার আয়ের এই অভিনেতা বর্তমানে প্রযোজক হিসেবেও কাজ করছেন।
সিলভেস্টার স্ট্যালোন: অ্যাকশন ছবিতে 'রকি' কিংবা 'র্যাম্বো' সৃষ্টি করেছে ইতিহাস, কিংবদন্তীর পরিচিতি দিয়েছে স্ট্যালোনকে। বিগত কয়েক বছরে পুরানো ছবির আয়ে টক্কর দিয়েছেন, অবশ্য ক্যামেরার পিছনেও অনেক সময় ব্যয় করেন তিনি। ২৭৫ মিলিয়ন ডলার আয়ে সেরা দশে আছেন সিলভেস্টার স্ট্যালোন।
লিওনার্দো ডি ক্যাপ্রিও: ২১৫ মিলিয়ন ডলার আয় 'টাইটানিক' অভিনেতার। শুধু টাকা নয়- অর্জন করেছেন নামী দামী অভিনেতার স্বীকৃতি,...
[…]

Entertainment Image
Entertainment Image

রূপালী পর্দায় নেতাজি সুভাষচন্দ্র বসু

বাঙালীর বীর নেতাজি আসছেন রূপালী পর্দায়, কোন ছবিতে খন্ড চরিত্র নয়- তার জীবনী নিয়েই তৈরি হবে চলচ্চিত্র। নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী নিয়ে ছবি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় পরিচালনায় ফিরছেন প্রবীণ অভিনেতা ও নির্মাতা বিশ্বজিৎ। এখানেই চমকের শেষ নয়- ছবির টাইটেল ট্র্যাকে শোনা যাবে লতা মঙ্গেশকরের গান।
বিশ্বজিৎ জানিয়েছেন, এ নিয়ে লতার সঙ্গে এক দফা আলোচনাও হয়েছে। তবে রেকর্ডিং করতে হবে লতা মঙ্গেশকরের বাড়িতেই। বিশ্বজিতের বক্তব্য, ‘ভারত মাতা’ বলে যে টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছে, সেটিতে শ্লোকের সঙ্গে গান মেশানো হয়েছে। লতা মঙ্গেশকর ছাড়া অন্য কেউ এই গান গাইবেন, আপাতত তেমনটা ভাবতেই পারছেন না পরিচালক। তার দাবি, পুরো বিষয়টি শুনে লতাজি অত্যন্ত উৎসাহী, কিন্তু এখনও চূড়ান্ত কথা দেননি। সুখবিন্দর সিং ইতিমধ্যেই একটি গান গেয়েছেন।
ছবির চিত্রনাট্য নিয়ে এখনও সন্তুষ্ট নন বিশ্বজিৎ। তবে পুরোদমে অডিশন নিতে শুরু করেছেন তিনি। মুম্বই, কলকাতায় অডিশন চলছে- শুরু হবে দিল্লিতেও। জাপান, ইংল্যান্ড এবং জার্মানি থেকেও অভিনেতাদের নিয়ে কাজ হবে। ২০১৬ সালের ২৩ জানুয়ারি ছবির শুটিং শুরু করতে চান বিশ্বজিৎ। কটক থেকে সুভাষগ্রাম, নেতাজির স্মৃতি বিজড়িত প্রায় সব জায়গায় শুটিং করার পরিকল্পনা রয়েছে তার।
[…]

Entertainment Image
Entertainment Image

মা হচ্ছেন তারা

মাতৃত্ব- তুলনা চলেনা কোন কিছুর সঙ্গে। লাইট, ক্যামেরা, অ্যাকশন কিংবা ক্যারিয়ার ব্যস্ততম দিনগুলোও ফিকে হয়ে যায়- প্রাধান্য পায় না যশ, খ্যাতি, অর্থ, প্রতিপত্তি। রূপালী পর্দা ও টেলিভিশনের চেনা মুখগুলো অভিনীত চরিত্র ছাড়িয়ে ব্যক্তিজীবনে হয়ে ওঠেন আদর্শ মা। কিছুদিনের মধ্যেই মাতৃত্বের স্বাদ পাবেন, এমন তিন অভিনেত্রী-
রানী মুখার্জি: প্রেম ও বিয়ে নিয়ে লুকোছাপা কম করেননি বঙ্গকন্যা রানী। তবে আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের খবর ছড়িয়ে পড়তে দেরিও হয়নি খুব একটা। এবার মাতৃত্ব নিয়েই চলছে ক্রমাগত লুকোচুরি। প্রকাশ্যে ঘোষনা না এলেও জোর গুঞ্জন- মা হচ্ছেন রানী মুখার্জি। ঢিলাঢালা জামা, ডাক্তারের সঙ্গে পরামর্শ এবং আনুসাঙ্গিক অন্যান্য সচেতনতাই গুঞ্জনের সত্যতা ক্রমশ প্রকাশ করছে।
গুরদীপ পুঞ্জ: দীর্ঘদিন পর 'দিল তো বাচ্চা হ্যায় জি' সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় ফিরলেন গুরদীপ। ২০০৬ সালে সহ অভিনেতা অর্জুন পুঞ্জকে বিয়ে করেছেন 'সঞ্জিবনী' তারকা। সন্তান সম্ভবা হওয়ার কারণে আপাতত বিশ্রামে আছেন গুরদীপ।
আমনা শরীফ: ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী আমনা গত বছরই বিয়ে করলেন অমিত কাপুরকে। বড়পর্দায় 'আলুচাট' ব্যর্থতার পর সংসারেই মন দিয়েছেন তিনি। কিছুদিনের মধ্যই পৃথিবীতে আসবে তার প্রথম সন্তান।
[…]

Entertainment Image
Entertainment Image

সর্বোচ্চ আয়ের ১০ বলিউড সুন্দরী

তারা শুধু গ্ল্যামার ডল নয়, অভিনয়ে তারা জয় করেছেন দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ববাসীর হৃদয়। তবে বলিউড সুন্দরীরা কিন্তু ব্যাংক ব্যালেন্সের দিকেও যথেষ্ট মনোযোগী! অবশ্য নায়ক শাসিত ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে অর্থের যোগান নায়িকাদের জন্য খুব একটা সহজ নয়। থ্রিস্টল ওয়েবসাইটের হিসাব অনুযায়ী এ সর্বোচ্চ আয়ের ১০ অভিনেত্রী-
ঐশ্বরিয়া রাই বচ্চন: বিশ্বসুন্দরীর মুকুট জয় করে ক্যারিয়ারের শুরু করেন তিনি। তারপর থেকে মসৃণ গতিতেই এগিয়েছেন, সাফল্য পিছু ছাড়েনি কখনও। কোন কোন ছবি বক্স অফিস কাঁপাতে না পারলেও বড় কোন ব্যর্থতার স্বাদ পাননি রাইনন্দিনী। আন্তর্জাতিক অঙ্গনেও তার তারকাখ্যাতি ঈর্ষনীয়। বিবাহিত জীবনেও আদর্শ ঐশ্বরিয়া রাই বচ্চন, তার নিজস্ব সম্পত্তির পরিমাণ সাড়ে তিন কোটি মার্কিন ডলার।
আমিশা প্যাটেল: ‘কহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে বলিউডে স্বপ্নিল অভিষেক করেন আমিশা প্যাটেল। কিন্তু তার পর ক্যারিয়ারের চড়াই উৎরাই কম দেখেননি তিনি। সানি দেওলের সঙ্গে ‘গাদার’ ছবিটি ছাড়া বলার মত অন্য কোন ছবি নেই তার ঝোলায়। অবশ্য দক্ষিণী হালে পানি পেয়েই তার বর্তমান সম্পত্তির পরিমাণ তিন কোটি মার্কিন ডলার।
অমৃতা রাও: ‘ম্যায় হু না’ ছবির পর সুরজ বরজাতিয়ার ‘বিবাহ’ ছবিতে পেয়েছিলেন ঐতিহাসিক সাফল্য। কিন্তু তারপরেই বলিউডে ক্যারিয়ার মুখ থুবড়ে পড়েছে। তবে দক্ষিণে জুড়ি নেই তার, সম্পত্তির পরিমাণ প্রায় দুই কোটি মার্কিন ডলার।
কাজল: বলিউডে মূলধারার বাণিজ্যিক ছবিতে আবেদন আর অভিনয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন কাজল। ক্যারিয়ারে রীতিমতো ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন হাজারো ভক্তের হৃদয়ের রানী। বিয়ে এবং মাতৃত্বের পরেও কমেনি তার জনপ্রিয়তা। মিসেস দেবগনের সম্পত্তির পরিমাণ এক কোটি ৬০ লাখ ডলারের।
ইলেনা ডি'ক্রুজ: বলিউডে ইলেনা আগমন ‘বারফি’ দিয়ে, অবশ্য তার আগেই দক্ষিণী ছবিতে তিনি সুপারহিট। ‘ম্যায় তেরা হিরো’ ছাড়া অন্য তেমন কিছুতেই সাফল্য না পেলেও নিজ প্রদেশে কমেনি তার ব্যবসায়িক সাফল্য। তার সম্পত্তির...
[…]