Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

সকল প্রকার ডাটা অক্ষত রেখেই আইফোনে ইন্সটল করুন আইওএস৯



আইওএস এর এই নতুন আপডেটির আকার মূলত ১.২ থেকে ১.৩ গিগাবাইট। তবে এটি নির্ভর করে আপনার ফোনের স্টোরেজ এবং আপনি ঠিক কতদিন আগে লাস্ট ওএস আপগ্রেড করেছিলেন এই বিষয়গুলোর উপর। আমার জানা নেই ঠিক কতটুকু জায়গা এটি ইন্সটলেশনের সময় দখল করতে পারে তবে গত বছর আইওএস ৮ ডাউনলোড করার জন্য তাদের প্রায় ৫.৭ গিগাবাইট স্টোরেজ খরচ করতে হয়েছিল বলে অনেক ব্যবহারকারীই রিপোর্ট করেছেন।
যে ব্যবহারকারীদের ফোনে ৮ গিগাবাইট বা ১৬ গিগাবাইট স্টোরেজ রয়েছে তাদের জন্য এই প্রসেসটি তাই অনেক দিক দিয়েই বিরক্তিকর হতে পারে। তাদের জন্যও মূলত একটি সহজ সল্যুশন আছে।
এই প্রক্রিয়াটিও আইটিউনসের মাধ্যমে আপডেট করার মতোই সিম্পল। এক্ষেত্রে আপনাকে শুধু আপডেটের ফাইলটিকে ডাউনলোদ করতে হবে এবং এটি আপনার ফোনে ট্র্যান্সফার করতে হবে। ফলে আপনাকে আর আপনার ফোনটি পূর্বেই ক্লিয়ার কুরতে হবেনা। অন্যদিকে এটি সবচাইতে বেশি রিল্যায়াবল মেথড আপডেট করার। কেননা আপনি সরাসরি কম্পিউটারে বলা চলে অফলাইনে ইন্সটল করছেন, ওটিএ-তে নয়।

আপনার ফোনটির প্রয়োজনীয় সকল তথ্য কম্পিউটার এবং আইক্লাউডে ব্যাকআপ করুন।
এরপর 'Check For Update' ক্লিক করুন।
ভুলের "Restore iPhone" অপশনটিতে ক্লিক করবেন না, এতে করে আপনার সমস্ত ডাটা মুছে যাবে।
আপনি যদি নিশ্চিত না হয়ে থাকেন যে আপনার আইওএস৯ এ আপগ্রেড হওয়া উচিৎ কি না তাহলে আপনি প্রথমে নেট ঘেটে একটি নতুন ফিচারগুলো দেখে নিন, তাহলে আপনি এই বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন।