Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

সবচেয়ে বড় নতুন মৌলিক সংখ্যা


‘274,207,281 − 1’

এটি ২২ কোটি ৩৩ লক্ষ ৮ হাজার ৬১৮ অঙ্কের একটি সংখ্যা। এ পর্যন্ত জানা এটিই বৃহত্তম মৌলিক সংখ্যা। আবিষ্কার হল এ বছরই।

আমেরিকার ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিসৌরির অধ্যাপক কার্টিস কুপার এটি আবিষ্কার করেছেন গত ৭ জানুয়ারি। তারপর নানা ভাবে পরীক্ষা করে অঙ্কবিদরা নিশ্চিত হয়েছেন, হ্যাঁ, এটি একটি মৌলিক সংখ্যাই।

তিন বছর পর আরও একটি মৌলিক সংখ্যা আবিষ্কার হল অঙ্কের দুনিয়ায়। এর আগে শেষ ‘বৃহত্তম’ মৌলিক সংখ্যা আবিষ্কার হয়েছিল ২০১৩ সালের জানুয়ারি মাসেই।

ইউক্লিড প্রমাণ করে গিয়েছিলেন, মৌলিক সংখ্যার কোনও শেষ নেই। সেই অসীম সংখ্যক মৌলিক সংখ্যার আবিষ্কারের দৌড়ে বহু কাল ধরে মেতে আছে মানুষ। সেই অসীমের দৌড়ে আরও এক ধাপ এগোনো গেল। কিন্তু বাকি রইল অসীমই।