Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

মোবাইল ব্যাটারীর চার্জ বাঁচান



মোবাইল বন্ধ রাখুনঃ
এটাই মোবাইলের চার্জ রক্ষার সবচেয়ে সহজ পন্থা। যখন ঘুমাবেন বা যখন অফিস আওয়ার শেষ তখন মোবাইল বন্ধ রাখতে পারেন। এর জন্যে অনেক মোবাইলের সিডিউল পাওয়ার অফ অপশন থাকে।

সিগন্যালের জন্যে সার্চ না করাঃ
অনেক সময় কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা হতে পারে যেমন লিফটে। তখন মোবাইল থেকে সিগন্যালের জন্যে সার্চ না করাটাই ভালো।

ব্যাটারি সম্পূর্ণ চার্জ দেওয়া বা খালি করাঃ
অনেকেই মনে করেন যে ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ বা সম্পূর্ণ খালি না করে চার্জ দেওয়া ঠিক না। কিন্তু এই ধারণাগুলো সম্পূর্ণই ভুল।

রিংটোনঃ
প্রোফাইলে শুধু রিংটোন ব্যবহার করুন। ভাইব্রেট ওপেন থাকলে আজই বন্ধ করে দিন।

ব্যাকলাইটঃ
মোবাইলের ব্যাকলাইট যেন ৫ সেকেন্ডের বেশি না হয়। বেশি হলে অযথাই আপনার মোবাইলের ব্যাটারীর চার্জ খেয়ে ফেলবে।

অতিরিক্ত ফিচারঃ
আপনার মোবাইলে অতিরিক্ত ফিচার থাকলে সেগুলো আজই ডিলিট করে দিন। কারণ এসবের জন্যে চার্জ শেষ হয়ে যেতে পারে।

ওয়াই ফাই, ব্লুটুথ বন্ধ রাখুনঃ
কাজের সময় ছাড়া ওয়াই ফাই, ব্লুটুথ অবশ্যই বন্ধ রাখুন। কারণ এগুলো চার্জ শেষ হওয়ার নীরব ঘাতক।

ব্রাইটনেসঃ
মোবাইলের ব্রাইটনেস সবচেয়ে কম করে রাখুন।

৩জিঃ
৩জি এর ব্যবহার আপনার মোবাইলের চার্জ ৫০% কম খরচ করে। তাই ৩জি ব্যবহার করুন।

এ্যানিমেটেড ছবি বা ভিডিওঃ
আপনার মোবাইলটি যদি স্মার্টফোন হয় তবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে এ্যানিমেটেড ছবি বা ভিডিও ব্যবহার করবেন না।