Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

অ্যানড্রয়ের নতুন ভার্সন ‘মার্সম্যালো’



গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আসছে। নুতন ভার্সনের নাম ‘মার্সম্যালো’। খুব শিগগিরিই এটা চালু করা হবে। অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন ছিল ললিপপ ৫.০। বর্তমান ভার্সনটি ৬.০।

গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম রাখার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলে। অ্যানড্রয়েডের আর্গের ভার্সনগুলোর নাম ছিল আইসক্রিম স্যান্ডউইচ (৪.০), জেলিবিন(৪.১), কিটক্যাট(৪.৪) এবং ললিপপ(৫.০)। ‘মার্সম্যালো’ হল এক ধরণের ক্যান্ডি। সেগুলো চিনি থেকে উৎপাদন করা হয়। এগুলো খুব ছোট আকারের ক্যান্ডি।

অ্যানড্রয়েডের নতুন ভার্সন নিয়ে গুগলের পণ্য ব্যবস্থাপক জামাল এসন এক ব্লগ পোস্টে জানান, যেসব ডেভেলপার কিংবা অ্যাপ নির্মাতারা তাদের অ্যাপের উন্নয়ন করতে চান তারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন।

অ্যানড্রয়েডের নতুন ভার্সনে বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে। এতে আছে ফিংগার প্রিন্ট সেন্সর এবং পাওয়ার সেভিং মোড।

মার্সম্যালোতে অ্যাপ ইনস্টল এবং হালনাগাদের ক্ষেত্রে ‘পারমিশন’ মডেল যুক্ত হচ্ছে।

সারা পৃথিবীতে বর্তমানে ৮০ শতাংশ স্মার্টফোন গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এদের মধ্যে অনেক স্মার্টফোনেই অ্যানড্রয়েডের পুরনো ভার্সন ব্যবহৃত হচ্ছে। যেগুলো হালনাগাদ করা সম্ভব নয়।