Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

রূপালী পর্দায় নেতাজি সুভাষচন্দ্র বসু



বাঙালীর বীর নেতাজি আসছেন রূপালী পর্দায়, কোন ছবিতে খন্ড চরিত্র নয়- তার জীবনী নিয়েই তৈরি হবে চলচ্চিত্র। নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী নিয়ে ছবি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় পরিচালনায় ফিরছেন প্রবীণ অভিনেতা ও নির্মাতা বিশ্বজিৎ। এখানেই চমকের শেষ নয়- ছবির টাইটেল ট্র্যাকে শোনা যাবে লতা মঙ্গেশকরের গান।

বিশ্বজিৎ জানিয়েছেন, এ নিয়ে লতার সঙ্গে এক দফা আলোচনাও হয়েছে। তবে রেকর্ডিং করতে হবে লতা মঙ্গেশকরের বাড়িতেই। বিশ্বজিতের বক্তব্য, ‘ভারত মাতা’ বলে যে টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছে, সেটিতে শ্লোকের সঙ্গে গান মেশানো হয়েছে। লতা মঙ্গেশকর ছাড়া অন্য কেউ এই গান গাইবেন, আপাতত তেমনটা ভাবতেই পারছেন না পরিচালক। তার দাবি, পুরো বিষয়টি শুনে লতাজি অত্যন্ত উৎসাহী, কিন্তু এখনও চূড়ান্ত কথা দেননি। সুখবিন্দর সিং ইতিমধ্যেই একটি গান গেয়েছেন।

ছবির চিত্রনাট্য নিয়ে এখনও সন্তুষ্ট নন বিশ্বজিৎ। তবে পুরোদমে অডিশন নিতে শুরু করেছেন তিনি। মুম্বই, কলকাতায় অডিশন চলছে- শুরু হবে দিল্লিতেও। জাপান, ইংল্যান্ড এবং জার্মানি থেকেও অভিনেতাদের নিয়ে কাজ হবে। ২০১৬ সালের ২৩ জানুয়ারি ছবির শুটিং শুরু করতে চান বিশ্বজিৎ। কটক থেকে সুভাষগ্রাম, নেতাজির স্মৃতি বিজড়িত প্রায় সব জায়গায় শুটিং করার পরিকল্পনা রয়েছে তার।