Entertainment Image

মারাঠি ভাষায় রিমেক হচ্ছে ‘হেমলক সোসাইটি’মারাঠি ভাষায় অফিশিয়ালি রিমেক হচ্ছে পশ্চিম বাংলার মেধাবী নির্মাতা সৃজিত মূখার্জীর হিট ছবি ‘হেমলক সোসাইটি’।

জানা গেছে, মারাঠি পরিচালক উমেশ নির্মাণ করছেন পশ্চিম বাংলার এই জনপ্রিয় ছবিটি। শুধু সৃজিতের ছবির নাম বদলে করেছেন 'ওয়েলকাম টু জিন্দেগি। এছাড়া হুবহু একই চিত্রনাট্য, একই চরিত্র এবং সংলাপেও নেই কোনো পরিবর্তন। ছবিতে পরমব্রতর ভূমিকায় দেখা যাবে স্বপ্নিল জোশিকে এবং কোয়েল মল্লিকের চরিত্রে অভিনয় করেছেন মারাঠি নায়িকা অম্রুতা খানভিলকার।

চলতি মাসের প্রথম সপ্তাহেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সামনের জুন মাসের ২৬ তারিখে সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘হেমলক সোসাইটি’র মারাঠি 'ওয়েলকাম টু জিন্দেগি'।

উল্লেখ্য,আত্মহত্যার ইচ্ছে ত্যাগ করে জীবনকে ভালোবাসতে অনুপ্রানিত করা ছবি 'হেমলক সোসাইটি' ২০১২ সালে ব্লক বাস্টার হিট করেছিল। সৃজিতের সাফল্যের তালিকায় থাকা অন্যতম ছবিও এটি।