সুউচ্চ পাহাড়ের চূড়ায় তৈরি সুদৃশ্য এই স্বর্ণ মন্দিরটির আসলে বৌদ্ধ ধর্মালম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। নামেই বোঝা যায় এটির রঙ সোনালি। দেশ বিদেশ থেকে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী এখানে প্রার্থনা করতে আসেন। এই বৌদ্ধ মন্দির বা প্যাগোডাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা প্যাগোডাগুলোর মধ্যে অন্যতম।
- এটির আরেক নাম ‘মহাসুখ প্রার্থনা পূরক বৌদ্ধধাতু চেতী’। তবে স্বর্ণ মন্দির নামেই এটা পরিচিত বেশি।
-এটি সুউচ্চ পাহাড়ের চুড়ায় বান্দরবন-রাঙ্গামাটি সড়ক ঘেঁষে অবস্থিত।
- ঐ পাহাড়ের চুড়ায় দেবতা পুকুর নামে একটি পুকুর রয়েছে যা দেবতা পুকুর নামে পরিচিত।
- মন্দিরটি থাইল্যান্ড ও মিয়ানমারের স্থাপত্য নক্সায় তৈরি করা হয়েছে। মন্দিরের পাশাপাশি এখানে একটি মিউজিয়াম ও রয়েছে।
-গৌতমবুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বিশ্বের সেরা কয়েকটি বুদ্ধ মূর্তির মধ্যে একটি এখানে রয়েছে।
কিভাবে যাবেন
বান্দরবানের উপশহর বালাঘাটা’র পুল পাড়ায় এর অবস্থান। বান্দরবান জেলা সদর থেকে এর দূরত্ব ৪ কিলোমিটার। ঢাকা থেকে যেকোন বাসে করে সরাসরি বান্দরবান পৌঁছানো যায়। এরপর রিক্সা বা গাড়ী উভয় যোগেই সেখানে যেতে পারবেন।
দর্শনাথীর সময়
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা