প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য জলপ্রপাত। সম্প্রতি মার্কিন ম্যাগাজিন ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’ জলপ্রপাতযুক্ত বিশ্বের ১১টি সেতুর ছবি প্রকাশ করেছে। উপরের ছবিটি ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তের ইগুয়াজু জলপ্রপাতের পাশে পদব্রজে গমনকারী সেতুর ছবি।
ভিক্টোরিয়া ফলস ব্রিজ, ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্ত।
নরওয়ের লেটফোসেন জলপ্রপাতের পাশে অবস্থিত এ সেতুটি।
জাপানের নাগানো’র ওটারি গ্রামের জলপ্রপাতের পার্শ্ববর্তী সেতু।
মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া নদীর ঘাটবর্তী ম্যালনোমাহ জলপ্রপাতের পার্শ্ববর্তী সেতুর দৃশ্য এটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অলিম্পিক ন্যাশনাল পার্কের সল ডাক জলপ্রপাতের পার্শ্ববর্তী সেতু এটি।
জাপানের কিনকি অঞ্চলের মিনু জলপ্রপাতের পাশ্ববর্তী লাল রঙা পায়ে হাঁটা সেতু এটি।
নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও সীমান্তের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাতের পার্শ্ববর্তী রেইনবো সেতু।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইয়োহো ন্যাশনাল পার্কের টাকাক্কাও জলপ্রপাতের পার্শ্ববর্তী পদব্রজের সেতু।
গ্রিসের কালামবাকার পালাইওকারিয়া জলপ্রপাতের পাশের পুরনো পালাইওকারিয়া সেতু।