Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

দুইশ সিনেমা হলে আসছে নতুন প্রজেক্টর

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পর এবার প্রযোজক নেতারাও সিনেমা হলে বসাচ্ছেন প্রজেক্টর। প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর নেতৃত্বে সিনেমা হলগুলোতে যোগ হচ্ছে নতুন এই প্রজেক্টর। জানা যায়, পর্যায়ক্রমে ২০০টি সিনেমা হলে ভারতীয় ‘ইইএফও’ ডিজিটাল প্রজেকশন সিস্টেম বসানো হবে।
মূলত জাজ মাল্টিমিডিয়ার প্রজেক্টরে ছবি প্রদর্শনের বিড়ম্বনা, অতিরিক্ত ভাড়া আর একচেটিয়া আধিপেত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই প্রযোজক নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া নিজেরাই যেহেতু ছবি প্রযোজনা করে সেক্ষেত্রে তাদের ছবি থাকলে তখন হল পাওয়া যায় না। এই সমস্যা কাটাতেই আমরা প্রজেক্টর নিয়ে আসছি।’
প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘জাজের প্রজেক্টরে সিনেমা দেখালে অতিরিক্ত ভাড়া গুনতে হয়, এর কারণে সিনেমা মুক্তি দেওয়ার পর প্রযোজকদের টাকা উঠে আসে না। আর জাজের সীমিত সংখ্যক প্রজেক্টরে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেলে জাজের বাইরের ছবিগুলো হল পায়না। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে যেসব সিনেমা হলের মালিক প্রজেক্টর বসিয়েছেন সেগুলোর মান এত খারাপ যে ঠিকমতো দর্শক ছবি দেখতে পারে না। এসব সমস্যা দূর করতেই আমরা সিনেমা হলগুলোতে প্রজেক্টর বসাচ্ছি।’
ইতিমধ্যেই হলগুলোতে প্রজেক্টর বসানোর কাজ শুরু হয়েছে। ঈদুল ফিতরের আগেই ৫০টি সিনেমা হলে নতুন প্রজেক্টর বসানো হবে। এরপর ক্রমান্বয়ে প্রায় ২০০ হলে প্রজেক্টর বসানো হবে বলে জানান খসরু।
[…]

Entertainment Image
Entertainment Image

সিনেমায় নায়িকাদের আয় কত

মেয়েদের বয়স জানতে চাওয়া যেমন বিব্রতকর তেমনি কারো বেতন বা আয় জানতে চাওয়াটাও বিব্রতকর। তারপরও মানুষ উৎসুক হয়ে থাকে গোপন এই খবরটি জানার জন্য। কাউকে বিব্রত না করে প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলে প্রিয়.কম হাজির করেছে নায়িকাদের সিনেমা প্রতি আয়ের আনুমানিক হিসাব। আসুন জেনে নেই হিসাবটি।
শাবনূর
একসময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূরকে আর বড়পর্দায় দেখা যায় না। সম্প্রতি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিলে হুমড়ি খেয়ে পড়েন পরিচালক-প্রযোজকরা। ছবি করবেন কি না তা এখনো ঠিক না হলেও পারিশ্রমিক খুব বেশি দাবি করছেন না। ছবি প্রতি ৭ থেকে ১০ লাখেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে।
মৌসুমী
বিশ বছরেরও বেশি সময় ধরে দর্শকের মন জয় করে আছেন মৌসুমী। আগের মতো আর ছবি না করলেও বছরে দু’একটি ছবিতে তাঁর উপস্থিতি লক্ষ করা যায়। তবে নায়িকার চেয়ে চরিত্রাভিনেত্রী হিসেবেই বেশি দেখা যায় তাঁকে। গুণী এই অভিনেত্রী ছবি প্রতি ৭ থেকে ৮ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে।
পপি
বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন জনপ্রিয় নায়িকা পপি। ভাল গল্প আর ভাল পরিচালকের অপেক্ষায় থাকা এই নায়িকাও ছবি প্রতি ৬ থেকে ৭ লাখ টাকা হাকাচ্ছেন বলে জানা গেছে।
অপু বিশ্বাস
আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা পান তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। শুরুতে অপু বিশ্বাস ২ থেকে ৩ লাখ টাকা পারিশ্রমিক নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়িয়ে ৭ থেকে ৮ লাখ টাকা নেন। চলচ্চিত্রের মন্দা অবস্থায় মাঝে কিছুদিন ৩ থেকে ৪ লাখ টাকা নিলেও এখন আবারো পারিশ্রমিক বাড়িয়ে ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন তিনি।
ববি হক
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’...
[…]

Entertainment Image
Entertainment Image

আমি ন্যুড না

ছোটপর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার পিঠখোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখোমুখি হন তিনি। আজ নিজের ফেসবুকে পিঠখোলা ছবি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন এ অভিনেত্রী।
স্পর্শিয়া তার ফেসবুকে লিখেন, ‌'আমি চাইলেই বলতে পারি এটা আমি না, কিন্তু এটা আমি। এটা কিন্তু ন্যুড না। আমি জানি, আমি ন্যুড না। কিন্তু আপনাদের দেখে মনে হতে পারে যে আমি ন্যুড। পিঠ এ কাপড় নাই। ছবিটা দৃষ্টিকটু হওয়ার কারণে আপ হওয়ার পরের দিনই টিজেডস স্টোরকে অনুরোধ করেছিলাম ছবিটা নামাতে। তারা প্রোফাইল পিক থেকে নামালেও কোনো এক অ্যালবামে থেকে যায়। এটা আরও এক মাস আগের ঘটনা। কিন্তু আজকে কেন এটা নিয়ে কথা হচ্ছে?'
পিঠখোলা ছবির ব্যাপারে নিজের ব্যাখ্যাও দাড় করিয়েছেন স্পর্শিয়া। তিনি বলেন, 'আপনাদের বলতে চাই আমি এবং অনেকেই ব্লাউজ পরে পিঠ খুলে না রাখলেও ব্লাউজ এমন থাকে যে পুরা পিঠটাই দেখা যায়। বাট ওটা ঠিক আছে। আরও অনেক রকম ড্রেস পরে অনেকেই পিঠ খোলে রাখলেও ঠিক আছে। কিন্তু এটা তে শুধু চেইন ছাড়া। ড্রেস দেখা যাচ্ছেনা দেখে এটা নিয়ে এত বাজে কথা হচ্ছে। আমি একমত যে এটা কোনো ভাল ছবি না, দৃষ্টিকটু।
জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য এমন কাজ করা তার দরকার নেই উল্লেখ করে স্পর্শীয়া বলেন, 'জনপ্রিয়তার জন্য বা তারকা হওয়ার জন্য এটা কি আমার পাবলিসিটি স্টান্ট? আপনারা অনেক আগেই আমাকে জনপ্রিয়তা দিয়েছেন। স্টার বানিয়েছেন। এখন কি এসব আমার আসলেই দরকার? না। তাহলে কেনো এমন মন্তব্য? হ্যা আমি খুব ঢাকা কাপড় এমনেই পরি না। কিন্তু এমন কাপড়ও পরি না যেটা আমি ক্যারি করতে পারি না। যেটা দেখতে বাজে লাগে। আর অবশ্যই আবেদনময়ী এবং ভালগারের মধ্যে একটা পার্থক্য আছে। ফুল হাতার কাপড় পরলেও কাউকে ভালগার...
[…]

Entertainment Image
Entertainment Image

অ্যালবাম দেখালেই ঈদ কেনাকাটায় ১০% ছাড়

৭ জুলাই ২০১৫ (মঙ্গলবার) প্রকাশিত হতে যাচ্ছে অবস্‌কিওর’ ব্যান্ডের দশম অ্যালবাম 'মাঝরাতে চাঁদ'।
একই দিন থেকে সারাদেশে পাওয়া যাবে 'মাঝরাতে চাঁদ' অ্যালবামটি। সিডি ছাড়াও ব্যান্ডের শ্রোতা-ভক্তদের জন্য থাকছে বিশেষ আয়োজন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ২-এ 'বাক্ল আপ ফ্যাশন হাউজ’-এ অ্যালবামের প্রচ্ছদ (কাভার) দেখালে ফ্যাশন হাউজটির পণ্যে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এদিকে অ্যালবাম প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি স্টুডিওতে আয়োজন করা হয়েছে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের। এতে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠাতা পরিচালক বরেণ্য মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মঞ্চকুসুম শিমূল ইউসুফসহ ব্যান্ডের বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী।
অবসকিওর ব্যান্ডের এই অ্যালবামটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ/অগ্নিবীণা।
[…]

Entertainment Image
Entertainment Image

রিমেক হচ্ছে ‘আম্মাজান’

কাজী হায়াত পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘আম্মাজান’ রিমেক করার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জানা যায়, ছবিটি হিন্দিতে রিমেক করা হবে।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন বলেন, ‘আমরা ‘আম্মাজান’ ছবিটি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। কথাবার্তা চলছে। কোন ভাষায় হবে তা বলতে পারবো না। কারণ এখনো কোনোকিছুই ঠিক হয় নি।’
প্রয়াত নায়ক মান্না অভিনীত ‘আম্মাজান’ মুক্তি পায় ১৯৯৯ সালে। এতে আম্মাজান চরিত্রে অভিনয় করেন শবনম। মান্নার বিপরীতে নায়িকা ছিলেন মৌসুমী। এ ছাড়া আরও অভিনয় করেন আমিন খান ও ডিপজল।
[…]

Entertainment Image
Entertainment Image

ওয়েটা মেকআপে অবিশ্বাস্য চরিত্র

হারকিউলিসের অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষের কথা মনে আছে? কিংবা 'লর্ড অফ দ্য রিং' এর হ্যাংলা পাতলা, চোখ বড় বড় নেড়া মাথার গুলামকে? 'হেলবয়'এর সেই রেডকে, যে উত্তেজিত হলেই আগুনের মতো লাল হয়ে যেত? যদি কোন চরিত্রকেই চিনতে না পারেন, অন্তত 'অ্যাভাটার'এর কথা নিশ্চয়ই মনে আছে? এই সব চরিত্রকে শুধুমাত্র ভিডিওগ্রাফি কিংবা আফটার এফেক্টস্ নয়- মেকআপের কারসাজি এবং পরিশ্রমের ফলেই সাজিয়ে তােলা হয় চরিত্র অনুসারে। রূপকথা কিংবা কল্পবিজ্ঞানভিত্তিক যেকোন ছবিতেই এমন অনেক চরিত্র পরিচিত হয় আমাদের সঙ্গে। 'পারসি জ্যাকসন', 'ম্যালিফিশেন্ট', 'টাইটানস', 'প্রিন্সেস অব পারশিয়া', ' এক্স মেন', 'হ্যারি পটার'সহ অসংখ্য ছবির উদাহরণ টানা যায় ওয়েটা মেকআপ চিনতে। হ্যাঁ, এমন অদ্ভুতুড়ে মেকআপকে এককথায় বলা হয় ওয়েটা মেকআপ।
মূলত নিউজিল্যান্ডের এক ধরণের পোকা’র চরিত্র থেকেই রূপালী পর্দায় এইসব চরিত্র তৈরির ধারণা নেয়া হয়েছে। সেই পোকা মূলত ওয়েটা গোত্রের অর্ন্তগত। যা আমাদের দেশের অনেকটা কালো ঘাসফড়িং এর মতো। এই মেকআপ ঘরাণা ব্যবহারে অনেক ছবিই হয়েছে দর্শক সমাদৃত। 'থর', 'এক্স ম্যান', 'কিং কং', 'অ্যাভেঞ্জারস', 'আয়রন ম্যান', 'উল্ফ ম্যান', 'ক্যাপ্টেন আমেরিকা'- এগুলো সবই ওয়েটা মেকআপ ঘরাণার সিনেমা।
হলেউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়েটা ফিল্ম বেশ জনপ্রিয়। ওয়েটা পোকার চরিত্র থেকে ধারণা নিয়ে এই ধরণের মুভি চরিত্র ফুটিয়ে তোলা হয়। মূলত চরিত্রের পজিটিভ কিংবা নেগেটিভ দিক অর্থাৎ নায়ক অথবা ভিলেন চরিত্রে ফুটিয়ে তুলতে জুড়ি নেই এই মেকআপের। এছাড়া ভৌতিক চরিত্রের জন্য এই মেকআপ দিয়ে জোম্বি, প্রেতাত্মা বা মানুষখেকো চরিত্র তৈরি করা হয়। পর্দায় যাদের দেখে আমরা ভয় পাই, তা মূলত ওয়েটা মেকআপের খেল।
অনেকে হয়তো দেখে বিশ্বাসই করবেন না যে একজন মানুষকে মেকআপ দিয়ে এমন করা হয়েছে। চরিত্রগুলো এনিমেটেড, এমন ভাবলেও দোষ দেয়ার কিছু নেই। কিন্তু আসলে এগুলো মেধা,...
[…]

Entertainment Image
Entertainment Image

অস্কারজয়ী নির্মাতার ক্যামেরায় নোবেলজয়ী মালালা

অস্কার বিজয়ী নির্মাতা ডেভিস গুগেনহেমের পরিচালনায় অবশেষে মুক্তি পেলো শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফ জায়ের উপর নির্মিত ডকু-ফিল্ম ‘হি নেমড মি মালালা’-এর ট্রেলার।
জানা গেছে, মালালার সাথে অন্তত ১৮ মাস ঘুরে ঘুরে গুগেনহেম নির্মাণ করেছেন এই ডকু-ফিল্মটি। যেখানে পাকিস্তানি এক টিন এজ মেয়ের কথা বলা হয়েছে। যার নাম মালালা ইউসুফ। মালালার পুরো জীবনকে তুলে ধরা হয়েছে ‘হি নেমড মি মালালা’-নামের এই তথ্যচিত্রটিতে।
ট্রেলারটিতে মালালার সেই স্কুল, শিক্ষক-ছাত্র এবং তার বাবা, মা,ভাই-বোনদেরও দেখা যায়। আর রয়েছে মালালার বিখ্যাত উক্তি, ‘একজন শিশু, একজন শিক্ষক, একটি বই এবং কলম-ই পারে পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে।’
মালালার উপর তথ্যচিত্রটি আগামী ২ অক্টোবর আমেরিকায় রিলিজ হওয়ার কথা রয়েছে।
এর আগেও বেশ ক’টি তথ্য চিত্র নির্মাণ হয়েছে পাকিস্তানি প্রভাবশালী কিশোরী মালালাকে নিয়ে। যিনি মাত্র এগারো বছর বয়স থেকে ‘বিবিসি’র জন্য লিখতেন। কথা বলতেন পাকিস্তানে নারী শিক্ষার অধিকার নিয়ে। ফলে একদিন ক্ষেপে যান প্রতিক্রিয়াশীলরা। তালেবান সন্ত্রাসীদের ভারি অস্ত্রের টার্গেট হোন মালালা। ২০১২ সালে সত্যি সত্যি স্কুলের সামনেই তালেবান সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হোন ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবী। ভাগ্যক্রমে বেঁচে যান তারা। প্রকৃতপক্ষে, মালালার বিরুদ্ধে হত্যা চেষ্টা জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করে। এর পরেই মূলত আন্তর্জাতিকভাবে পরিচিতি পান এই তরুণী। এখন তিনি নারী অধিকার আর মেয়েদের শিক্ষা নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন।
এতো অল্প বয়সে স্বীকৃতিও কম জুটেনি তার। তার জীবনের সেরা স্বীকৃতি ‘নোবেল’সবচেয়ে কম বয়েসী হিসেবে ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। ডয়চে ভেলে ২০১৩ সালে মালালাকে 'দ্য মোস্ট ফেমাস টিনেজার ইন দ্য ওয়ার্ল্ড' নির্বাচন করেন। জাতিসংঘের গ্লোবাল শিক্ষাকার্যক্রমের দূত গর্ডন ব্রাউন আই এম মালালা নামে একটি জাতিসংঘের পিটিশন চালু করেন...
[…]

Entertainment Image
Entertainment Image

তিন শর্তে জাজে ফিরছেন মাহি

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে আবির্ভাব হয় মাহিয়া মাহির। এরপর জাজ প্রযোজিত ১১টি ছবিতেই নায়িকা ছিলেন মাহি। জাজের পৃষ্ঠপোষকতায় মাহি আজ ঢালিউডের ১ নম্বর নায়িকার আসন দখল করে বসে আছেন। কিন্তু এই বছরের শুরুতে হঠাৎ করেই মাহি সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে পাড়ি জমান আমেরিকায়। তখন তিনি বলেছিলেন ‘অগ্নি-২’র পর আর কোনো ছবি করবেন না। মূলত জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মাহির মনোমালিন্যের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর জাজ দুজন নতুন নায়িকা নুসরাত ফারিয়া ও জলিকে পরিচয় করিয়ে দেয় মিডিয়ার কাছে। ঠিক এই সময়েই মে মাসের ১৭ তারিখে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জাজের ছবিতে নিষিদ্ধ ঘোষণা করে মাহিকে। এ নিয়ে জলঘোলা কম হয় নি মিডিয়ায়।
কিন্তু এর রেশ কাটতে না কাটতেই আবারো শোনা গেল জাজে ফিরছেন মাহি। বহুদিন ধরে চলা গুঞ্জন এখন সত্যি হওয়ার পথে। জাজ প্রযোজিত নতুন ছবিতে মাহির নায়ক হিসেবে থাকবেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ।
এদিকে জানা গেছে, জাজে ফিরতে মাহি নাকি তিনটি শর্ত দিয়েছিলেন। মাহির প্রথম শর্ত ছিলো ‘প্রমিজ’ ছবি থেকে বাদ দিতে হবে নুসরাত ফারিয়াকে। যতটুকু জানা যায় জাজ মাহির এই শর্ত মেনে নিয়েছে। কারণ ‘প্রেমী ও প্রেমী’ ছবির সঙ্গে নুসরাত ফারিয়াকে নিয়ে ‘প্রমিজ’ ছবির শুটিংও করার কথা ছিলো স্কটল্যান্ডে। কিন্তু শুধু মাত্র ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং সেরেই চলে এসেছে শুটিং ইউনিট।
দ্বিতীয় শর্ত ছিলো চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবুকে ক্ষমা চাইতে হবে মাহির কাছে। কারণ হিসেবে জানা যায়, আব্দুল্লাহ জহির বাবু গোপনে মাহির বিরোধিতা করেছিলেন। তৃতীয় শর্ত ছিলো প্রোডাকশন ম্যানেজার উজ্জ্বলকে ক্ষমা চাইতে হবে মাহির কাছে। উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে বিশ্বাস ভঙ্গ করার ও খুব কাছের মানুষ হয়েও মাহির বিপদের সময় সরে দাঁড়ানো।...
[…]