Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

সিনেমা বানাতে দম লাগে

"সুতপার ঠিকানা" নিয়ে প্রসুন রহমান যা বললেনঃ
‘আমি কিন্তু একই সঙ্গে পরিচালক ও প্রযোজক। ফলে ছবিটির প্রতি আমার দরদ একটু বেশিই। খুটিনাটি সবকিছুই পারফেক্টলি করার চেষ্টা করেছি। সময় নিয়ে কাজটা করেছি। আমার দেখা নারী আর তার ঠিকানা হীনতার গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আর বেসিক্যালি কাজটি নারী দিবস উপলক্ষ্যেই করতে চেয়েছিলাম কিন্তু সেটা না হওয়ায় মা দিবসে মুক্তি দিয়েছি। আমরা তো আর ঐভাবে সিনেমা হল পাইনি তাই কয়েকটা সিনেপ্লেক্সের মধ্যেই সীমাবদ্ধ আমার ‘সুতপার ঠিকানা’।
‘এটা আমাদের নারীদের গল্প। আমরা কি দেখি। আমাদের নারীরা বড় হয় বাবার বাড়ি, তারপর যায় স্বামীর বাড়ি, স্বামী মারা গেলে সন্তান বা ভাইয়ের বাড়ি কিন্তু তার নিজস্ব কোনো ঠিকানা থাকে না। এই বিষয়টিই সুতপার ঠিকানার মূল প্রেক্ষাপট। আর নারীর প্রতিরূপ হিসেবে আমরা আসলে মাকেই দেখি। নারী আমাদের প্রতিপালন করে বড় করেন। জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের জীবনে নারী আসে। তাদের ভালোবাসায় আমরা সিক্ত হই। এই জায়গাগুলো সংবেদনশীলতার সঙ্গে দেখাতে চেয়েছি।’

কাদের দেখে দেখে মাথার ভেতরে সুতপাকে লালন করলেন প্রসূন রহমান?
কালক্ষেপণ না করেই বলা শুরু করলেন, ‘এই অবজার্ভেশনটা আমার দীর্ঘদিনের। আমি তো বড় হয়েছি নারীর নিঃশর্ত ভালোবাসা পেয়ে। মা, বোনেরা, খালাদের ভালোবাসায় বড় হয়েছি। তখন থেকেই তাদের নিয়ে কাজ করার ইচ্ছা লালন করে আসছি। বলে রাখি শুরুতে কিন্তু আমি সাহিত্যচর্চার মধ্যে ছিলাম। ২০০৩ সালে একটা কাব্যগল্প লিখি। আমরা অনেক কবিতা লেখি যেখানে গল্প থাকে। আমি একটু ডিফরেন্ট টাইপে লেখার চেষ্টা করি বলেই কাব্য গল্প। ২০০৭ সালে এ গল্পটা তারেক ভাইকে দেখাই। উনার পছন্দ হয়েছিল। উনি বলেছিলেন আগে আমার কাগজের ফুলটা হোক তারপর তোমারটা তুমি করো। আমার দুর্ভাগ্য যে উনাকে আমার কাজটা দেখাতে পারলাম না। তবে দেখাতে না পারলেও আমি...
[…]

Entertainment Image
Entertainment Image

বাংলার রকস্টার

‘রেল লাইনের ঐ বস্তিতে
জন্মেছিলো একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে
হায়রে হায় বাংলাদেশ!’
বাংলাদেশ শব্দটি এতটা হতাশা নিয়ে স্বাধনীতা পরবর্তী সময়ে আর কোন গানে এভাবে উচ্চারিত হয়েছিলো কী? একটি যুদ্ধবিধ্বস্ত দেশে নতুন জাতি গঠনের যে সংকট ও অস্থিরতা তার পুরোটাই যেন এই গানের মধ্যে ফুটে উঠেছে। মূলত সে সময়ের হতাশা ও স্বপ্নভঙ্গের ভিতর থেকেই বের হয়ে আসেন বাংলা ব্যান্ডের সবচেয়ে বড় নাম আজম খান।
আজম খান অস্ত্র হাতে স্বাধীনতার জন্য লড়াইয়ে নেমেছিলেন, আবার তিনিই মাইক্রোফোন হাতে নিয়ে তরুণ সমাজের বিশাল অংশের আশ্রয় হয়ে উঠেছিলেন। অবশ্য যুদ্ধের ময়দানেও তিনি কেবল অস্ত্র হাতে লড়াই করে থেমে থাকেন নি। সেখানেও তিনি গান দিয়ে উজ্জীবিত করেছিলেন যোদ্ধাদের।
যুদ্ধের পর উচ্চারণ নামক ব্যান্ড দিয়ে শুরু। এরপর তার দেখাদেখি অনেকেই এসে যুক্ত হলো এই ধারায়।তবে এদেশে আজম খানের হাত ধরে শুরু হওয়া ব্যান্ড সংগীতের পথচলা কখনোই মসৃন ছিলো না। ‘অপসংস্কৃতি’ নামক ডিসকোর্সের সাথে তাকে সবসময় লড়াই-সংগ্রাম জারি রাখতে হয়েছে। সে লড়াইয়ের পথে মূলধারায় আজম খান অনেকটা ব্রাত্যই হয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত ব্রাত্যজনই তাকে কাছে টেনে নিয়েছিলো।আজম খান মানেই হয়ে উঠেছিলো তারুণ্যের উপচে পড়া ভির। নিজেদের নাগরিক দুঃখ, ক্লেদ এবং হতাশা নিয়ে সবাই একাকার হয়ে গেয়ে উঠেছেন-‘হারিয়ে গেছে খুঁজে পাবো না, ওরে সালেকা ওরে মালেকা কিংবা আলাল ও দুলাল।’
এসব গানে তরুণরা নিজেদের প্রকাশের একটা জায়গা পেয়ে গেলো। এরপর অনেকেই এগিয়ে আসলো গিটার হাতে। রকের ভাষায় নিজেদের গল্পবলা শুরু করলো। সে সময়ে আজম খানের গান যে কতটা আলোড়ন তুলেছিলো এবং বাংলা ব্যান্ডের বিকাশে আজম খানের যে প্রভাব তা নিয়ে কবীর সুমনের বলা কথাগুলো পড়ে নেওয়া যেতে পারে-
“দশ বারো বছর আজম খান ছিলেন বাংলাদেশের একচ্ছত্র রকসম্রাট।...
[…]

Entertainment Image
Entertainment Image

রিহানার গর্ভে ক্যাপ্রিওর সন্তানLeonardo DiCaprio

ফ্রান্সের একটি ম্যাগাজিনের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ এনে মামলা করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। অভিযোগে লিওনার্দো ডি ক্যাপ্রিও বলেন, তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে ফ্রান্সের ওই ম্যাগাজিনটি।
জানা গেছে, মে মাসের ২৮ তারিখে ফ্রান্সের একটি ম্যাগাজিন খবর প্রকাশ করে যে, সংগীতশিল্পী রিহানার গর্ভে ডি ক্যাপ্রিওর সন্তান। এমন খবর প্রকাশের পর ভালোই চটেছেন অসংখ্য হলিউডের জনপ্রিয় এই অভিনেতা। তিনি সাথে সাথে আইনজীবী নিয়োগ দিয়ে ফ্রান্সের ওই ম্যাগাজিনটির প্রতি মিথ্যা খবর পরিবেশনের অভিযোগ ও মান হানির মামলা করেন। এবং ওই ম্যাগাজিনের কাছে আইনজীবী নিয়োগের জন্য কুড়ি হাজার ডলারও ক্ষতিপূরণ হিসেবে দাবী করেন ক্যাপ্রিও।
অন্যদিকে ডি ক্যাপ্রিওর করা মামলা আমলে নিচ্ছে না ফ্রান্সের ওই ম্যাগাজিনটি। অনেকের দাবী বহুল প্রচারের উদ্দেশ্যেই স্বেচ্ছায় মিথ্যাচার করেছে ম্যাগাজিনটি।
উল্লেখ্য, রিহানা এবং ক্যাপ্রিওর সম্পর্কের কথা মিডিয়ায় আসে গত ফেব্রুয়ারিতে। ওখানেই তাদের প্রথমবার ঘনিষ্ঠভাবে দেখা যায়। তারপর থেকেই তাদের নিয়ে মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। যদিও মার্চেই সেসব গুজবকে উড়িয়ে দেন ডি ক্যাপ্রিও।
ফ্রান্সের ম্যাগাজিনে প্রকাশিত প্রচ্ছদ:
[…]

Entertainment Image
Entertainment Image

আইফা অ্যাওয়ার্ডে পিকে, কুইন এবং হায়দারের জয়জয়কার

নাচে গানে আর পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে শেষ হলো ১৬ তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, যা সংক্ষেপে আইফা অ্যাওয়ার্ড নামে পরিচিত। ৫ জুন থেকে ৭জুন পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসেছিলো বলিউডের তারকাদের নিয়ে গ্ল্যামারাস এই অনুষ্ঠানটি।
সবার ধারণাই ছিলো এবারের আইফা জয় করবে ‘হায়দার’ কিংবা ‘কুইন’; হলোও তাই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৬তম আইফা অ্যাওয়ার্ডে এবছর আবেদনময়ী কঙ্গনা রানাউতের ‘কুইন’ এবং রোমান্টিক বয় খ্যাত অভিনেতা শহীদ কাপুরের ‘হায়দার’ সেরা পুরস্কারগুলো আদায় করে নেয়। হায়দার ছবির জন্য সেরা অভনেতার পুরস্কার জিতেন শহীদ কাপুর, এবং ‘কুইন’-এর জন্য সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেন কঙ্গনা রানাউত। এছাড়া ‘পিকে’ ছবির জন্য সেরা ডিরেক্টর নির্বাচিত হন রাজকুমার হিরানি, এবং ‘কুইন’-এর জন্য সেরা ছবির পুরস্কার অর্জন করেন নির্মাতা বিকাশ ভাল।
১৬তম আইফা অ্যাওয়ার্ডে ‘হিরুপন্তি’ সিনেমার জন্য টাইগার শ্রফ এবং কৃতি সাননকে দেয়া হয় সেরা উঠতি অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার। ২০১৪-১৫ বছরে পিকু, হ্যাপি নিউ ইয়ার এবং ফাইন্ডিং ফ্যানির জন্য সেরা নারীর পুরস্কারে সম্মানিত করা হয় বলিউড ডিবা দীপিকা পাডুকোনকে।
ম্যায় তেরা হিরো’তে কমিক রোলে সেরা পারফর্মেন্সের জন্য বরুন দেওয়ান, হায়দার সিনেমায় নেগিটিভ রোলের জন্য কৈ কৈ মেনন এবং একই সিনেমায় সাপোর্টিং রোলের জন্য টাবুকে আইফার বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যদিকে এক ভিলেন সিনেমায় বেস্ট সাপোর্টিং রোলের জন্য সেরার পুরস্কার জিতেন রিতেশ দেশমুখ। এছাড়াও মারাঠি ছবি ‘রাই বাহারি’ জিতে নেয় সেরা আঞ্চলিক ছবির পুরস্কার।
এ বছরের সেরা পুরুষ সংগীতশিল্পী ‘এক ভিলেন’ ছবির বিখ্যাত গান ‘গলিয়া’র জন্য নির্বাচিত হয়েছেন অঙ্কিত তেওয়ারি, এবং সানি লিওনের ছবি ‘রাগিনি এমএমএস-২’এর বেবি ডল গানটির জন্য সেরা নারী কণ্ঠি নির্বাচিত হয়েছেন কণিকা কাপুর। ২-স্টেইট সিনেমার জন্য সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন শঙ্কর-এহসান।
১৬ তম আইফা অ্যাওযার্ডে তারকারা...
[…]

Entertainment Image
Entertainment Image

৬৯ তম টনি অ্যাওয়ার্ড

৭ জুন রোববার সন্ধ্যা থেকেই রেডিও সিটির মিউজিক হলে জড়ো হতে থাকে তারকারা। তাদের উপস্থিতে আলোকিত হয়ে যায় টনি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরটি। নাচ গানের চমৎ পরিবেশনায় ধীরে ধীরে জমতে থাকে অনুষ্ঠানটি। অ্যালান কামিং আর ক্রিস্টিন চেনোয়েথের রসিক উপস্থাপনায় একসময় সত্যি সত্যি ব্যাপক জমে উঠে পুরো অনুষ্ঠানটি। কিন্তু তারপরেও সবার চোখ ছিলো পুরস্কারের দিকে।
রোববার জমকালো এক অনুষ্ঠানে তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগীতনির্ভর হাসির নাটক ‘কিং এন্ড আই’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী কেলি ও’হারা। অ্যালেক্স শার্প ‘দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইট টাইম’-এর জন্য জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার।
টনি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে নিজের সুর দিয়ে মাতিয়ে রাখেন জশ গ্রোবান।দুর্দান্ত ছিলো ম্যাথো মরিসন এবং কেলসি গ্রামারের ‘ফাইন্ডিং নেভারলেন্ড’-এর পরিবেশনাও।
এবারের টনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির হোস্ট ছিলেন কিয়েফার সাউদারল্যান্ড এবং রিতা উইলসন। ১৯৪৭ সাল থেকে হয়ে আসা ‘টনি অ্যাওয়ার্ড’ মঞ্চে নৈপুণ্যের জন্য অভিনেতাদের সম্মানিত করে থাকে।
ছবি অ্যালবামে দেখুন টনি অ্যাওয়ার্ড-২০১৫ এর জমকালো অনুষ্ঠানে তারাদারে মিলন মেলা।
[…]

Entertainment Image
Entertainment Image

বর্ষা উদযাপনে ‘এই বর্ষায়’

বিজ্ঞাপনী সংস্থা গ্রে ও আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের যৌথ উদ্যোগে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে ‘এই বরষায়’ শিরোনামে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১২ জুন, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে নাটক,গান, চলচ্চিত্র প্রদর্শনী, ছবি আঁকা, কাবাডি খেলা, পাপেট শো, বর্ষা বিষয়ক সেমিনার, কবিতা ও ছবি প্রদর্শনী। সেই সঙ্গে থাকরেছ ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার এ্যান্ড ফ্রেণ্ডস, জুয়েল এ্যান্ড ফ্রেণ্ডস, শাহেদ, জলের গান, চিরকুট, তপু, মিনার রহমান, সন্ধি, স্বাগতা, সভ্যতা, আহমেদ হাসান সানি, গাছ (ব্যান্ড) ও সমুদ্র (ব্যান্ড)। নৃত্য পরিবেশন করবে নাচের দল ধৃতি নর্তনালয়। পাপেট শোতে অংশ নেবে ‘জল পুতুল’। মূকাভিনয় পরিবেশন করবেন চট্টগ্রামের দল ‘নাটুয়া’। অন্যান্য পরিবেশনায় অংশ নেবেন মীরাক্কেলের শাওন, পরশ ও সাইফুল।
উল্লেখ্য, আসন্ন বর্ষা মৌসুমী পানি সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে গ্রে ও ওয়াটার এইড যৌথভাবে ‘এই বরষায়’ অনুষ্ঠানটির আয়োজন করেছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে পানি সংকট দিন দিন বেড়েই চলেছে। তাই এই আয়োজনের মাধ্যমে পানি নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা থাকবে তাদের।
[…]

Entertainment Image
Entertainment Image

স্যার ক্রিস্টোফার লি’র মহাপ্রয়াণ

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা স্যার ক্রিস্টোফার লি’র প্রয়ানে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে চলছে শোকের মাতম। শ্রদ্ধা আর স্মরণে তাঁর চলচ্চিত্র যাত্রা ও অবদান সম্পর্কে স্মৃতি রোমন্থন করছেন বিশ্বের বড় বড় তারকা শিল্পীরা।
জানা গেছে, ১১ জুন বৃহস্পতিবার মহান এই অভিনেতা মৃত্যু বরণ করেন। হলিউডের বিখ্যাত ‘লর্ড অফ দ্য রিং’ সিরিজের সারুয়ান চরিত্রের জন্য এই জনপ্রিয় খ্যাতিমান প্রবীন অভিনেতার মৃত্যুতে শোকে মূহ্যমান হলিউডসহ পৃথিবীর সকল চলচ্চিত্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকারা।
স্যার ক্রিস্টোফার লি’র মৃত্যুতে শোক জানিয়ে আরেক মহা তারকা স্যার রজার মোর ব্যথিত কণ্ঠে বন্ধু হারানোর কথা বললেন, ‘পুরনো বন্ধুরা যখন হারিয়ে যায়, তখন তা ভয়াবহ ব্যাপার।ক্রিস্টোফার লি আমার তেমনি একজন পুরনো বন্ধু। যার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিলো ১৯৪৮ সালে।’
ক্রিস্টোফার লি‘র মৃত্যুতে আবেগাপ্লুত বলিউড সুপারস্টার বিগ বি অমিতাভ বচ্চনও। তিনি ক্রিস্টোফার লি’র সাথে কাটানো সময়ের স্মৃতি রুমন্থন করে তার ব্লগে লিখেন, ‘বেশ কিছুদিন দিন আগে দক্ষিণ আফ্রিকায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জুরি সদস্য হিসেবে আমার আমন্ত্রণ ছিলো। সেখানে প্রধান বিচারক হিসেবে আমাদের সাথে ছিলেন স্যার ক্রিস্টোফার লি।ওই প্রতিযোগিতায় আমি তাঁর সাথে কিছু স্মরণীয় মুহূর্ত কাটানোর সৌভাগ্য অর্জন করেছিলাম। তাঁর সাহচর্য অসাধারণ।যা কখনো ভোলার নয়।
উল্লেখ্য,স্যার ক্রিস্টোফার লি-র জন্ম লন্ডনে ১৯২২ সালের ২৭ মে৷ তাঁর বাবা ছিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসার৷ লি যখন ছোট, তাঁর মা-বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷ মা এস্টেলা মারি কারান্ডিনি পরে বিবাহ করেন জেমস বন্ড স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের কাকা হারকোর্ট রোজকে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লি রয়্যাল এয়ার ফোর্সে যোগ দেন৷ এক তুতো ভাইয়ের পরামর্শে ১৯৪৭ সালে অভিনয় জগতে প্রবেশ করেন৷
১৯৫৮ সালে 'ড্রাকুলা 'তে নামভূমিকায় অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন৷ এর পর ১৯৭৬ সাল পর্যন্ত 'ড্রাকুলা' সিরিজের আরও আটটি ছবিতে অভিনয় করেন৷ লি-র অবশ্য...
[…]