Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

আমাদের মঞ্চের যত রঙ...

সন্ধ্যাবাতি, মহড়া, শো, গ্রীন রুম,মেকআপ, লাইট-প্রপস-কস্টিউম, অভিনয়- এসমস্ত শব্দ হামলে পড়বে থিয়েটার শব্দটা মাথায় এলেই। আর দর্শক। আমাদের মঞ্চের জগত নিয়ে কিছু কথা যা ঘুরপাক খায় মনে কিংবা আড্ডায় সেসমস্ত কিছুই জানার ছিল। 
‘থিয়েট্রেক্স’ নাট্যদলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী এবং ঢাকা থিয়েটার-এর নাট্যকর্মী ও কথাসাহিত্যিক রুবাইয়াৎ আহমেদ, ‘লেইমা’ আর ‘কহে বীরাঙ্গনা’-র মাধ্যমে আলোচিত মুখ মণিপুরী থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা এবং চট্টগ্রামের ‘নান্দীমুখ’ নাট্যদলের প্রধান অভিজিৎ সেনগুপ্ত।
অনেক কথা। কিছু আনন্দ-প্রাপ্তি আর অনেক অপ্রিয় সত্যও। মঞ্চের আলো-অন্ধকারের গল্প নিয়েই আজকের এই আয়োজন।
বাঁ থেকে অভিজিৎ সেনগুপ্ত, সুদীপ চক্রবর্তী, রুবাইয়াৎ আহমেদ, শুভাশিস সিনহা
আন্তর্জাতিক অঙ্গন আর আমাদের রঙ্গমঞ্চ:
কতটা আমাদের নাটক পৌঁছোলো বিশ্ব-দরবারে। সে প্রশ্ন করার আগে সম্ভবত এ প্রশ্নও করতে হয় যোগ্যতা কতটা অর্জন করতে পেরেছি আমরা? বলছিলেন সুদীপ চক্রবর্তী – ‘পেশাদারিত্ব না থাকলে হবে না আসলে। দক্ষতা অর্জনের জন্য যে শ্রম দেওয়া দরকার তার জন্য পেশাদারিত্ব খুব জরুরী। হচ্ছে, দু-তিনটি ভালো নাটক মিসর, ভারত, কায়রো, ইংল্যাণ্ডে যাচ্ছে কিন্তু সামগ্রিক চিত্রটি আশাব্যঞ্জক নয়।’
নাট্য-নির্দেশক রুবাইয়াৎ আহমেদ-এর কন্ঠেও ছিল হতাশা – 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজই তো করছি আমরা। একেবারেই আন্তর্জাতিক অঙ্গনে নেই তা বলবো না, ঢাকা থিয়েটারের ‘দ্য টেম্পেস্ট’ দেশের বাইরে বেশ কয়েকবার মঞ্চস্থ হয়েছে, থিয়েট্রেক্স এর ‘দক্ষিণা সুন্দরী’, কমনওয়েলথ গেমসের সাংস্কৃতিক আসরে মঞ্চস্থ হয়েছে। বাইরে প্রশংসিতও হয়েছে বেশ। কিন্তু কোন বহুজাতিক কোম্পানী কিংবা সরকারের পৃষ্ঠপোষকতা তবুও পাওয়া যায়নি। এভাবে চলতে থাকলে টিকে থাকাটাই হুমকির মুখে বলতে হবে। ’
কথা উঠেছিল অভিনয় দক্ষতা নিয়েও। অভিজ্ঞতাসম্পন্ন ছেলেমেয়েদের যখন রুটি-রুজির জন্য সরে পড়তে বাধ্য হতে হয় তখন আন্তর্জাতিক অঙ্গনে যেখানে থিয়েটারে পেশাদারিত্ব প্রবল সেখানে মুখ থুবড়ে পড়ে বৈকি বাংলাদেশের থিয়েটার। চট্টগ্রামের...
[…]

Entertainment Image
Entertainment Image

লোক হাসানো লোকের গল্প

জন্মগতভাবেই এই উপমহাদেশের মানুষ রসিকতা পছন্দ করেন, কাজে কর্মে চলনে বলনেও তাই রসিকতার ছাপ টের পাওয়া যায়। এমনকি সৃষ্টিকর্মেও উঠে আসে উপমহাদেশের মানুষের রসালো দিকটি। গল্প, কবিতা, উপন্যাস, নাটক আর সর্বশেষ আধুনিক শিল্পমাধ্যম চলচ্চিত্রেও তাই হাস্যরস কিংবা কমেডির বিস্তার আড়াল হয়নি।
ধরা যাক, আপনি হিন্দি একটি ছবি দেখছেন। ছবির পর্দায় চলছে টানটান উত্তেজনা, ব্যাপক মেলোড্রামা আর ট্রেজেডির মিশ্রনে চলছে ছবির আবর্তন-বিবর্তন, নায়কের সাথে নায়িকার প্রায় বিচ্ছেদ হয় হয় অবস্থা। এমন একটি সিরিয়াস সিনেমা দেখতে দেখতে আপনিও ঘোরে ডুবেছেন। সিনেমা এমন আবহ তৈরি করেছে যে, এখন আপনি প্রায় কেঁদেই ফেলবেন। কিন্তু হঠাৎ দেখলেন পর্দায় হাজির হলো জনি লিভার, রাজ পাল, পরেশ রাওয়ালের মতোন কোনো কমেডি ক্যারেক্টার। তখন…?
নিশ্চয় তখন আপনার সমস্ত ইমোশন ব্রেক করবে, আপনাকে ভুলিয়ে ছাড়বে যে একটু আগে আপনি কাঁদার জন্য প্রস্তুত ছিলেন। এই যে মুহূর্তেই ম্যাজিকেল পাওয়ারের বলে আপনাকে একটি মুহূর্ত থেকে অন্য একটি মুহূর্তের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলো, তারচেয়ে শক্তিবান আর কে আছে! হ্যাঁ, বেশীর ভাগ সময় ছবিতে এই বাঁক বদল করেন একজন কমেডিয়ান।
ভালো অভিনেতারা কমেডি করেন না, কিংবা কমেডিয়ানরা ভালো অভিনেতা হতে পারেন না এইসব বুজরুকি গল্প ভুল প্রমান করেছে বলিউড। যিনি অভিনেতা, তিনি সব পারেন। তাকে এখন আর এরজন্য টাইপকাস্ট হতে হয় না। ভালো অভিনেতা মাত্রই বৈচিত্রে ভরপুর। একজন অভিনেতা সব চরিত্রের জন্য প্রস্তুত, প্রত্যেকটা চরিত্রই তারজন্য চ্যালেঞ্জ। পৃথিবীর মহান মহান অভিনেতারও কমেডি চরিত্রে অভিনয় করে নিজেদের প্রতিষ্ঠা করে গেছেন, একজন ভালো অভিনেতার জন্য সব চরিত্রই ভীষণ চ্যালেঞ্জের।
কমেডিয়ানরা নিজেদেরকে এমন একটা অবস্থানে নিয়ে গেছেন, যেখানে তাদের উপস্থিতি মাত্রই হাসির রোল পড়ে যায়, পর্দায় তাদের উপস্থিতি দেখেই দর্শকের হাসির উদ্রেক হয়। এটা এমনি এমনি হয়নি,...
[…]

Entertainment Image
Entertainment Image

আমাদের লজ্জা ভাঙ্গার নায়িকা

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত মডেল নায়লা নাইম। খুব অল্প সময়ে স্বল্পবসনে নিজের নান্দনিক উপস্থাপনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয়। কিন্তু সমালোচনাও তাকে কম সইতে হয়নি। নগ্নতা ও দেশিয় সংস্কৃতির পরিপন্থি হিসেবে নায়লার অবস্থানকে বিতর্কিত বলে উল্লেখ করেছেন অনেকেই।
সম্প্রতি এসব সমালোচনার জবাব দিলেন নায়লা। ফেসবুকে সামলোচকদের ভণ্ডামির মাত্রা বেড়ে গেছে উল্লেখ করে এই রিপোর্ট লেখার ছয়ঘন্টা আগে এক স্ট্যাটাসে তিনি পাল্টা সমালোচনা ছাড়েন। নায়লা নাইম বলেন, নায়লা নাইম ছবি আপলোড দিলে (প্রকাশ করলে) আমাদের দেশ, সংস্কৃতি এবং ধর্মের কথা মনে পরে। বাকি সময় আমরা ‘বেবি ডল’ (সানি লিওন অভিনীত রাগীনি এম এম এস টু সিনেমার গান) দেখি।
উল্লেখ্য, পাঁচ বছর ধরেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত আছেন ব্যক্তিগত জীবনে দন্তচিকিৎসক নায়লা নাঈম। তবে তিনি আলোচনায় আসেন ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে।
ফেসবুকে নিজের খোলামেলা অবস্থান প্রসঙ্গে নায়লা নাইম মিডিয়াকে সম্প্রতি বলেন, ‘ছবিগুলো দেখে অনেকে কিন্তু প্রশংসা করছে। তবে সমালোচনাও যে করছে না, তা নয়। আমার কথা হচ্ছে দেশের বাইরের মডেলরা যদি নিজেদের সৌন্দর্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, আমরা কেন পারব না। তা ছাড়া আমি ছবিগুলোকে মোটেও খারাপভাবে দেখছি না।
এ প্রসঙ্গে কথা হয় দেশের জেষ্ঠ মডেল বুলবুল টুম্পার সঙ্গে। তিনি বলেন, ‘এটা আসলে যার যার অভিরুচির ব্যাপার। নায়লা যদি এমনভাবে কাজ করে হ্যাপি হয়, তবে সে এমনটাই করবে। উন্নত বিশ্বের তুলনায় এটা কোন বিষয়ই না। তবে যেহেতু আমাদের দেশ একটা ইসলামিক কান্ট্রি সে হিসেবে হয়তো একটু অন্যভাবে দেখে কেউ কেউ ।’
তবে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মডেলিং এর বর্তমান অবস্থান অন্যান্য যে কোন সময়ের চেয়ে কিছুটা হলেও এগিয়েছে। কিন্তু এখনো আমাদের দেশে কোন যথাযোগ্য মডেলিং...
[…]

Entertainment Image
Entertainment Image

‘দ্য বিউটি অব ড্রয়িং’ চিত্র প্রদর্শনী

রাজধানীর এথেনা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে ‘দ্য বিউটি অব ড্রয়িং’ শিরোনামের একটি যৌথ চিত্রপ্রদর্শনী। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
জানা গেছে, রাজধানীর প্রগতি স্মরণীতে অবস্থিত এ জে হাইটসের তৃতীয় তলায় ‘এথেনা গ্যালারি অব ফাইন আর্টসে’ চলছে এই চিত্রপ্রদর্শনীটি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শকদের জন্য উম্মুক্ত।
এই যৌথ প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, খালিদ মাহমুদ মিঠু, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, অনুকূল চন্দ্র মজুমদার, কামাল উদ্দিন, উজ্জ্বল ঘোষ, সুমন ওয়াহেদ, আনিসু জ্জামান মামুন, পারভেজ হাসান রিগান, আব্দুস সাত্তার তৌফিক, শহীদ কাজী, সুলতান ইশতিয়াক।
[…]

Entertainment Image
Entertainment Image

ঠান্ডা মাথার টারান্টিনো

বর্তমান বিশ্বের মেধাবী নির্মাতাদের মধ্যে অন্যতম নির্মাতা, অভিনেতা ও প্রযোজক কোয়েন্টিন টারান্টিনো। যাকে বলা হয়ে থাকে আইকনিক পোস্ট-মডার্ন নির্মাতা। ‘পাল্প ফিকশন’ খ্যাত এই নির্মাতা অতঃপর ঠান্ডা মাথার পরিচয় দিলেন।
টারান্টিনোর সর্বশেষ সিনেমা ‘দ্য হেইটফুল এইট’ মুক্তির কথাছিলো চলতি বছরের মাঝামাঝিতে। এরজন্য তিনি সবকিছু গুছিয়েও নিয়েছিলেন। বছরের শুরুতেই জানুয়ারি মাসে ইউটিউবে মুক্তি দিয়েছিলেন ছবিটির ট্রেলারও। কিন্তু ইন্টারনেটে ছবিটির চিত্রনাট্য ফাঁস হয়ে যাওয়ায় তিনি ছবিটি মুক্তি দিতেই অস্বীকৃতি জানান। এমনকি ছবিটি বাতিল করার কথাও ভেবেছিলেন অস্কারজয়ী এই নির্মাতা।
তবে এমন কঠিন সিদ্ধান্ত থেকে অতঃপর সরে এসেছেন টারান্টিনো। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন যে, চলতি বছর ক্রিসমাসেই মুক্তি দিবেন ‘দ্য হেইটফুল এইট’।
উল্লেখ্য, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক এবং অভিনেতা। ১৯৯১ সালের জানুয়ারিতে রিজারভয়ার ডগ্স নামক চলচ্চিত্রের মাধ্যমে তার ব্যাপক পরিচিতি সৃষ্টি হলেও আসলে তার পরিচালনা এবং অভিনয় জীবনের শুরু ১৯৮৭ সালে ‘মাই বেস্ট ফ্রেন্ড্স বার্থডে’ ছবির মাধ্যমে। তিন বছর পরে তার নির্মিত ছবি ‘পাল্প ফিকশন’ পৃথিবীব্যাপী তাকে একজন ভিন্নধর্মী চলচ্চিত্রকার হিসেবে পরিচিতি করিয়ে দেয়। এই ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কারের জন্য অস্কার মনোনয়নও পায়। একই সাথে তিনি সেরা মৌলিক চিত্রনাট্য-এর জন্য অস্কার পুরস্কার লাভ করেন।
তার অষ্টম ছবি ‘দ্য হেটফুল এইট’-এ অভিনয় করছেন স্যামুয়েল এল জ্যাকসন, কার্ট রাসেল, জেনিফার জ্যাসন লি প্রমুখ।
[…]

Entertainment Image
Entertainment Image

গাড়িওয়ালা

‘গাড়িওয়ালা’ দুই ভাই এবং তাদের মায়ের গল্প। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচন্ড দারিদ্রের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাঁথার দৃশ্যায়ন করেছেন নির্মাতা আশরাফ শিশির।
৮৬ মিনিট ব্যাপ্তী চলচ্চিত্রটিতে রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।” চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।
‘গাড়িওয়ালা’র আন্তর্জাতিক পুরস্কারের ফুলঝুরি…
এ পর্যন্ত আন্তর্জাতিকভাবে অন্তত ৩৬টি চলচ্চিত্র উৎসবে অংশ নেয় আশরাফ শিশিরের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’। যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রীস,পর্তুগাল,কম্বোডিয়া,আরব আমিরাত, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরের প্রদর্শীত হয়েছে ছবিটি, জিতে এনেছে অসংখ্য পুরস্কার।
[…]

Entertainment Image
Entertainment Image

মা হওয়ার খবরে মন খারাপ

‘সন্তান’ হওয়ার খবরে সব মা-ই উচ্ছ্বাস প্রকাশ করেন, আর তা যদি হয় প্রথম সন্তান তাহলেতো কথায় নেই! মা হওয়ার খবরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও উচ্ছ্বসিত, কিন্তু তার মন খারাপ!
এক বছর হল অভিষেক সাহার সাথে বিয়ে হয়েছে এই গুণী অভিনেত্রীর, আর মাত্র ক’দিন হলো তিনি পেয়েছেন মা হওয়ার সুখের সংবাদ।
জানা গেছে, মা হওয়ার খবরে সুদীপ্তা আনন্দিত হলেও কিছুটা মন খারাপ তার। কারণ সন্তানসম্ভবা হওয়ায় পছন্দের নির্মাতা ছন্দা দত্ত ও অঞ্জন দত্তের ‘দ্য থ্রিপেনি অপেরা’ নাটকে কাজ করতে পারছেন না তিনি। শুধু ‘দ্য থ্রিপেনি অপেরা’ নয়, চলতি বছরে আর কোনো নাটক কিংবা ছবিতেই দেখা যাবে না সন্তানসম্ভবা ‘অপেন্টি বায়োস্কোপ’-এর এই খ্যাতিমান অভিনেত্রী।
উল্লেখ্য, টলিউডের খুবই পরিচিত মুখ সুদীপ্তা চক্রবর্তী। ২০০০ সালে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অর্জন করেছিলেন তিনি।
[…]

Entertainment Image
Entertainment Image

কবিগাছ

গতকাল দেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ-এর ৭১তম জন্মদিন ছিল। এ উপলক্ষ্যে বাংলাদেশ ইকোলজি এ্যান্ড অটিজম ফিল্ম ফোরাম ও জাতীয় কবিসভা-এর উদ্যোগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষ নিচতলায় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছাজ্ঞাপন করেছেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক-সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ।
জন্মদিন উপলক্ষে কবি নির্মলেন্দু গুণ-এর ‘মানুষ’ কবিতা অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র ‘দ্য পোয়েট্রি’ বা ‘কবিগাছ’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে বলে, জানিয়েছেন এর নির্মাতা মাসুদ পথিক।
চলচ্চিত্রটি প্রসঙ্গে মাসুদ পথিক বলেন, এটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ আর নির্মলেন্দু গুন এর ‘মানুষ’ কবিতার অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে। যান্ত্রিক এই ব্যক্তিমুখ্য জীবনে মানুষের কাছে এখন প্রকৃতিই একমাত্র সত্য আশ্রয়। অমলকান্তির রোদ্দুর হতে চাওয়া কিংবা নির্মলেন্দু গুনের সারাটাদিন গাছের মতো দাঁড়িয়ে থাকার যে বোধ সেই বোধকে চলচ্চিত্রে ফুটিয়ে তুলতে চাই। কবিদের জীবনের গল্পকে উপজিব্য করে এ চলচ্চিত্রের স্ক্রিপ্ট সাজিয়েছি। খুব শিগগিরই এ চলচ্চিত্রের কাজ শুরু হবে।’
অনুষ্ঠানে নির্মলেন্দু গুণ-এর কবিতা অবলম্বনে নির্মিত-অভিনীত কবি মাসুদ পথিক পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ও তানভীর মোকাম্মেল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুলিয়া প্রদর্শিত হয়েছে।
[…]