Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

বিশ্ব সেরাদের রঙ তুলিতে মায়ের শাশ্বত রূপ…

পৃথিবীতে যতো সৃষ্টিকর্ম আছে, তার সব মাধ্যমেই মায়ের উপস্থিতি সরব। গল্প, কবিতা, গান, চলচ্চিত্রে ‘মা’কে নিয়ে হয়েছে বিস্তর কাজ। অন্যান্য মাধ্যমগুলোর মতো চিত্রকর্মেও ‘মা’ আছেন শাশ্বত রূপকে ধারণ করেই। ‘মা’ দিবসের এই বিশেষ দিনে তেমনি বিশ্ব সেরা চিত্রশিল্পীদের আঁকা মন মাতানো ১২ টি সেরা চিত্রকর্ম তুলে ধরা হলো। বিশ্ব সেরাদের প্রতিটি চিত্রকর্মে এক মমতাময়ী মাকেই তুলে ধরেছেন চিত্রশিল্পীরা। যে চিত্রকর্মগুলো দেখলে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা উস্কে দিবে। প্রতিটি চিত্রকর্ম বিষয় বৈচিত্রে ভিন্ন হলেও যেনো তা একই মায়ের গল্প বলে।
বিশ্ব সেরাদের রঙ তুলিতে চিত্রিত হয়েছে সেই শাশ্বত ও মহিমান্বিত মায়ের বদন। ভ্যান গগ, পাবলো পিকাসো, মাইকেলেঞ্জেলো, সালভাদর দালি, মকবুল ফিদা হোসেন, মারতা গডফ্রেইড এবং হেনরি মোরের মতো বিশ্ব সেরা চিত্রশিল্পীদের রঙ তুলিতে শাশ্বত চেহেরা নিয়ে মায়ের কয়েকটি সেরা পেইন্টিংস দেখুন….
[…]

Entertainment Image
Entertainment Image

দ্বন্দ্ব ভুলে ফের একসাথে অঞ্জন-সুমন

বেশ ক’বছর ধরেই এক প্রকার মুখ দেখাদেখিও বন্ধ ছিলো কলকাতা বাংলার জনপ্রিয় দুই শিল্পী অঞ্জন দত্ত এবং কবীর সুমনের মধ্যে। কিন্তু ফের তারা একসাথে হচ্ছেন। আর এই উদ্যোগটা নিলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
জানা গেছে, অঞ্জনের ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবি মুক্তির পর কবীর সুমন এবং অঞ্জন দত্তের মধ্যে এক অজানা কারণে দ্বন্দ্বের শুরু। একবারে একে অন্যের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিলো। যদিও অনেকে বলেছিলেন যে, ওই ছবির জন্য অঞ্জন পুত্র নীল জাতীয় পুরস্কার পাওয়ায় সুমন খানিকটা মনঃক্ষুণ্ণই হয়েছিলেন; তবে এ কারণও স্পষ্ট নয়।
তবে অঞ্জন-সুমনের সম্পর্কে বরফ গলতে শুরু করে সৃজিতের সিনেমা ‘জাতিস্বর’-এর জন্য যখন সুমন শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছিলেন! মানে এক জাতীয় পুরষ্কারে দ্বন্দ্ব শুরু, আরেকটিতে জট্ খোলা! কারণ পুরষ্কার জেতার পর সুমনকে প্রথমেই অভিনন্দন জানিয়েছিলেন অঞ্জন দত্ত।
সম্পর্কের বরফ গলতে শুরু করলেও, একসঙ্গে কাজ তারা তখনও করেননি। এবার ৩ বছর পর এই প্রায় অসম্ভব এই কাজটি সম্ভব করলেন অনিকেত চট্টোপাধ্যায়। ‘শঙ্কর মুদি’ ছবিতে অভিনয় করবেন অঞ্জন দত্ত। আর সেই ছবিতেই সুর দেবেন কবীর সুমন। ‘শঙ্কর মুদি’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। একটি মুদির দোকানদার আর তার সঙ্গে পাড়াপ্রতিবেশিদের সম্পর্ক, এই হল ছবির গল্প। FDI-ও এই ছবির একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অঙ্কিতা চক্রবর্তী প্রমুখ। জুনে ছবির শ্যুটিং শুরু হচ্ছে।
[…]

Entertainment Image
Entertainment Image

অসময়ে ঝরে পড়া তারা

অসময়ে চলে গেলেন তরুণ অভিনেতা সায়েম সাদাত। অসময়ে গেছেন আরো। এইসব অকারণ প্রস্থান মেনে নেয়ার মতো নয়।
সড়ক দূর্ঘটনায় হারিয়ে গেলেন সিনেমার ফেরিওয়ালা…
বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সিনেমা দিয়ে যিনি পরিচয় করিয়ে দেন, তিনি আন্তর্জাতিক মানের নির্মাতা তারেক মাসুদ। পৃথিবীকে প্রথমবারের মতো জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশে শুধু অন্যের অনুকরণ করে সিনেমা তৈরি হয় না; কাট পিস আর কপি-পেস্টেরও না, এই দেশে ‘মাটির ময়না’ কিংবা অন্তর্যাত্রা’র মতো দার্শনিক চেতনা মিশ্রিত অসাধারণ সিনেমাও নির্মাণ হয়, ‘রানওয়ে’র মতো সাহসী কাজ হয় এই দেশে। অথচ হঠাৎ একদিন অকালে হারিয়ে যান সিনেমার এই ফেরিওয়ালা।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জে ‘কাগজের ফুল’ ছবিটির লোকেশন দেখতে গিয়ে ভয়াবহ গাড়ী দুর্ঘটনার শিকার হোন তিনি। সেই দুর্ঘটনা শুধু অকাল প্রয়াত তারেক মাসুদের পরিবারের ক্ষতি নয়, ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের। তার ওমন নির্মম মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে আন্তর্জাতিক মানের একজন নির্মাতাকে।
সাগরেই সলিল সমাধি সংগীতশিল্পী আবিদের ….
ক্লোজ আপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার। সুরেলা কণ্ঠে গাইতেন রবীন্দ্র সংগীত। রবীন্দ্র সংগীতে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পীদের একজন মনে করা হতো তাকে। কিন্তু প্রতিভার পূর্ণ বিকাশ ঘটার আগেই সমুদ্র কেড়ে নিলো এই মেধাবী এই শিল্পীর প্রান।
বন্ধুদের সাথে আনন্দ করতে গিয়ে সলিল সমাধি হয় তার...
২ তারিখে বিয়ে আর ১১ তারিখেই মৃত্যু…
মৃত্যু একটি অনিবার্য সত্য। আজ হোক কাল হোক মৃত্যুর স্বাদ প্রত্যেককেই ভোগ করতে হবে। তারপরও কিছু কিছু মৃত্যু আচমকা, ভীষম খেতে হয়। দেশের জনপ্রিয় টিভি অভিনেতা, মডেল ও অনুষ্ঠান ব্যবস্থাপক সায়েম সাদাতের মৃত্যু তেমনিই একটি। মাত্র ২৭ বছর বয়সে চলতি মাসের ১০ তারিখ দিবাগত রাত দু’টার দিকে তিনি মারা যান।
এমন মেধাবী ও উঠতি অভিনেতার মৃত্যুতে রাজ্যের শোক অভিনয় জগতসহ তার পরিবার পরিজন, আর স্বজনদের চোখে । কেউ যেনো বিশ্বাসই করে উঠতে...
[…]

Entertainment Image
Entertainment Image

থানা পুলিশে জড়িয়ে যাওয়া বলিউডের জনপ্রিয় তারকারা

থানা পুলিশের সাথে বিনোদন জগতের তারকাদের কার্যত কোনো সম্পর্ক নেই। থানা পুলিশের কাজ অপরাধীদের খোঁজ করা, আর তারকারা সাধারণ মানুষদের বিনোদনের রসদ যোগান। কিন্তু কখনো কখনো বিনোদন তারকারা ফ্যান্টাসি জীবন যাপন করতে করতে বিচ্যূত হোন তার মূল ট্র্যাক থেকে। মিশে যান অপরাধ জগতের সাথে। তারা একবারো কল্পনা করেন না সাধারণ মানুষেরা তাদের কতো আপন মনে করেন, কতো নির্দোষ মনে করেন।
বর্তমান সময়ে হলিউডের পরই সবচেয়ে বড়ো ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয় বলিউডকে। অথচ এটা আজ অপরাধ প্রবনতায় সবচেয়ে এগিয়ে। সাম্প্রতিক সময়ে বলিউডকে যেনো থানা পুলিশ কোনোভাবেই পিছু ছাড়ছে না। দুর্নীতি, অপহরণ, ধর্ষণ, মাধক বহন আর অবৈধ অস্ত্র বহনের বিভিন্ন মামলায় ফেঁসে যাচ্ছেন তারকারা। সব ক্ষেত্রেই যে তারাদের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমানিত হয়, তাও না। কাউকে হয়তো অহেতুক হয়রানির জন্যই মামলা-হামলা করা হয়, কেউ আবার অনিচ্ছাকৃত ভুলের জন্য পুলিশি ঝামেলায় জড়িয়ে যান, আবার কেউ সত্যি সত্যিই অপরাধকে ধারণ করেন। হয়তো তার এই অপরাধী মুখোশ একজন অভিনেতা বা অভিনেত্রীর চেহারার আড়ালে ঢাকা পড়ে যায়। কিন্তু কোনো না কোনো সময় ঠিকই উম্মোচিত হয়ে পড়ে তার আসল রূপ! পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়া এমন পাঁচজন বলিউড তারার কথা জানাচ্ছি।
অস্ত্র মামলায় হাজত বাসই সঞ্জয়ের পরিনতি…
অপরাধী যতো ক্ষমতাশীলই হোক আইনের শাসন সকলের জন্যই সমান, এই কথাটি সম্পূর্ণতা পাবে বলিউডের প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্তের দিকে একটু নজর দিলে। যদিও ভারতে আইনের শাসনের এমন নিরপেক্ষ চেহেরা নতুন কিছু নয়, অপরাধ করে কোনো রাজনৈতিক শক্তিধর নেতা থেকে একেবারে জনপ্রিয় অভিনেতা পর্যন্ত কেউ-ই পার পেয়ে গেছেন এমন দৃষ্টান্ত খুব কমই আছে।
১৯৯৩ সালের মুম্বাই হামলার দায় ও অবৈধ অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তকে অভিযুক্ত করা হয়। মুম্বাইয়ের সেই হামলায় অন্তত ২৫৭...
[…]

Entertainment Image
Entertainment Image

আজীবন সম্মাননা

চিত্ত আমার ভয় শূন্য উচ্চ আমার শির’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একডেমিতে শুরু হচ্ছে নাগরিক নাট্যাঙ্গনের আট দিনের একটি উৎসব। তাদের ২০ বছর পূর্তিতে এ উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।
এ ছাড়া নাগরিক নাট্যাঙ্গনের নাটক প্রাগৈতিহাসিক-এর শততম মঞ্চায়নও হবে এ উত্সবে। এ উপলক্ষে মঞ্চে শতবার অংশ নেওয়ার জন্য নির্দেশনায় লাকী ইনাম, নাট্যকার হিসেবে মাহমুদুল ইসলাম সেলিম, আলোক পরিকল্পনায় মো. জসীম উদ্দীন, মঞ্চ ও শিল্প নির্দেশনায় সাজু খাদেম, শতবার মঞ্চে অভিনয়ের জন্য হৃদি হক, প্রলয় জামান ও কামরুজ্জামান রনি পদক পাচ্ছেন।
উৎসবে থাকবে ঢাকার পাঁচটি এবং ভারতের দুটি দলের পরিবেশনা। এগুলো হচ্ছে ঢাকা থিয়েটার, সময়, নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী), পদাতিক নাট্যসংসদ, ভারতের নয়ে নাটুয়া ও আভাস। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নাট্যকার শম্ভু মিত্রের ১০০ ও উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫০ বছর স্মরণে নিবেদন করা হচ্ছে এ উত্সব।
২০ থেকে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ উৎসব চলবে।
[…]

Entertainment Image
Entertainment Image

থেমে গেছে কৃষ্ণের গিটার

বিখ্যাত মার্কিন কৃষ্ণাঙ্গ গিটারবাদক ও গায়ক বি বি কিং আর নেই। লাস ভেগাসে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই ৮৯ বছর বয়সে চির প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বি বি কিংয়ের আইনজীবীর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে তিনি বিশ্বকে চিরবিদায় জানান। সম্প্রতি ডায়াবেটিসজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
কৃষ্ণাঙ্গদের মধ্যে সীমাবদ্ধ ব্লুজ ঘরাণার সংগীত তার হাত ধরেই আমেরিকান মূলধারায় প্রবেশ করে। আদর করে লুসিল নামে ডাকা নিজের প্রিয় গিবসন গিটারে জ্যাজ আর ব্লুজকে একসাথে বেঁধে সঙ্গীত বিশ্বকে মোহিত করেন তিনি। মৃত্যুর কিছু দিন আগে পর্যন্ত বছরে একশটির বেশি কনসার্ট মাতাতে দেখা গেছে এই শিল্পীকে।
এরিক ক্ল্যাপটন, স্টিভ রেসহ রক শিল্পীদের পুরো একটি প্রজন্মকে তিনি প্রভাবিত করেন নিজের আলোয়। ১৯৬০ এর দশকে নতুন এক প্রজন্মের শ্রোতাদের সঙ্গে পরিচিত হন কিং।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে জন্ম নেওয়া কিং মঞ্চে গিটার বাজানো শুরু করেন গত শতকের চল্লিশের দশকে।
রোলিং স্টোন ম্যাগাজিনের সর্বকালের সেরা ১০০ গিটারবাদকের তালিকায় জিমি হেন্ড্রিক্স ও ডুয়ান অলম্যানের পরেই ছিল বি বি কিংয়ের নাম। ব্লুজ ফাউন্ডেশন হল অফ ফেইম এবং রক অ্যান্ড রোল হল অফ ফেইমে তিনি জায়গা করে নিয়েছেন একইসঙ্গে। জীবনের পঞ্চদশ গ্র্যামিটি ঝুলিতে ভরেন ২০০৯ সালে, ‘ওয়ান কাইন্ড ফেভার’ অ্যালবামের জন্য।
[…]

Entertainment Image
Entertainment Image

চায়নায় ‘পিকে’র প্রদর্শনী

চায়নায় বলিউড অভিনেতা আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমাটির প্রদর্শনী হয়ে গেল এই সপ্তাহে। সিনেমাটি চায়নিজ ভাষায় ডাবিং শেষে আগামী সপ্তাহে মুক্তি দেয়া হচ্ছে। প্রদর্শনীর দিন ইভেন্টটিতে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খান, নির্মাতা রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও প্রখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান।
সিনেমাটির প্রদর্শনী হয় বেইজিংয়ের সাংঘাই আর্ট সেন্টারে। সেখানেই আমির খান, রাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া তাদের ভক্তদের সঙ্গে কথা বলেন। সিনেমাটি আগামী সপ্তাহে চায়নার ৪৬০০ টি সিনেমা হলে মুক্তি দেয়া হবে। ধারণা করা হচ্ছে আমিরের আগের সিনেমা ‘থ্রি ইডিয়েটস’ এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পিকে’।
জানা যায়, প্রদর্শনীর দিন আমির খান ও জ্যাকি চ্যান পরস্পরকে শুভকামনা জানান।
[…]

Entertainment Image
Entertainment Image

বলিউডে ৯ খানের হিন্দু স্ত্রী

ভালোবাসা মানে না কোনো জাত-পাত, এমনকি ধর্মের বাঁধও ভেঙে যায় এ ক্ষেত্রে। তার জ্বলজ্যান্ত উদাহরণ বলিউডের খান সাহেবরা। বলিউডের নয় খান বিয়ে করেছেন হিন্দু পরিবারে। আর তা নিয়ে সুখেই আছেন তারা। আসুন দেখে নেয়া যাক বলিউডের সেই ৯ খান অভিনেতাদের যাদের স্ত্রীরা হিন্দু।
শাহরুখ খান
শাহরুখ-গৌরির প্রেমকাহিনী তো তরুণদের কাছে এখন আদর্শ। বলিউডে পা রাখার অনেক আগে থেকেই গৌরির প্রেমে পড়েছিলেন শাহরুখ খান। তারপর বিয়েরও সিদ্ধান্ত নেন তারা। আর এখন তিন ছেলে-মেয়ে নিয়ে সুখেই ঘর করছেন তারা।
আমির খান
বলিউডের জনপ্রিয় নেতা আমির খান অবশ্য এদিক থেকে আরো একধাপ এগিয়ে। তিনি দুইবার হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। খুব অল্পবয়সেই রীনা দত্তের প্রেমে পড়েছিলেন আমির। তাকে বিয়েও করেছিলেন। কিন্তু সে বিয়ে বেশিদিন টিকেনি। পরে আরেক হিন্দু মেয়ে কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। এখন কিরণের সঙ্গে সুখেই আছেন তিনি।
সাইফ আলি খান
আমিরের মতো সাইফও দু’বার প্রেম করে বিয়ে করেছেন। আর দুবারই হিন্দু মেয়ের প্রেমে পড়েন তিনি। প্রথমবার অমৃতা সিং ও পরে করিনা কাপুরকে বিয়ে করেন এ নবাব।
ইরফান খান
বলিউডের জনপ্রিয় খান ইরফান। বলিউড থেকে হলিউডেও ছড়িয়েছে তার নাম। তিনি ২০১২ সালের মার্কিন চলচ্চিত্র ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’ এ অভিনয় করে প্রশংসা অর্জন করেন। ১৯৯৫ সালে সুতপা শিকদারকে বিয়ে করেন তিনি।
আরবাজ খান
সালমান খান এখনো বিয়ের রশিতে আটকা না পড়লেও তার দুই ভাই সোহেল ও আরবাজ কিন্তু হিন্দু মেয়েকেই বিয়ে করে সুখে রয়েছেন। মালাইকা আড়োরার প্রেমে পড়েন সালমানের বড়ভাই বলিউড অভিনেতা আরবাজ খান। মালাইকাকে বিয়েও করেন আরবাজ। এখন দু’জনেই একসঙ্গে সুখে-শান্তিতে ঘর করছেন।
সোহেল খান
সালমান আর আরবাজ খানের ভাই সোহেল খানও হিন্দু মেয়ে সীমা সচদেবকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তানও রয়েছে।
ইমরান খান
মামা আমির খানের পথ ধরেই...
[…]