Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image
Entertainment Image

মারাঠি ভাষায় রিমেক হচ্ছে ‘হেমলক সোসাইটি’

মারাঠি ভাষায় অফিশিয়ালি রিমেক হচ্ছে পশ্চিম বাংলার মেধাবী নির্মাতা সৃজিত মূখার্জীর হিট ছবি ‘হেমলক সোসাইটি’।
জানা গেছে, মারাঠি পরিচালক উমেশ নির্মাণ করছেন পশ্চিম বাংলার এই জনপ্রিয় ছবিটি। শুধু সৃজিতের ছবির নাম বদলে করেছেন 'ওয়েলকাম টু জিন্দেগি। এছাড়া হুবহু একই চিত্রনাট্য, একই চরিত্র এবং সংলাপেও নেই কোনো পরিবর্তন। ছবিতে পরমব্রতর ভূমিকায় দেখা যাবে স্বপ্নিল জোশিকে এবং কোয়েল মল্লিকের চরিত্রে অভিনয় করেছেন মারাঠি নায়িকা অম্রুতা খানভিলকার।
চলতি মাসের প্রথম সপ্তাহেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সামনের জুন মাসের ২৬ তারিখে সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘হেমলক সোসাইটি’র মারাঠি 'ওয়েলকাম টু জিন্দেগি'।
উল্লেখ্য,আত্মহত্যার ইচ্ছে ত্যাগ করে জীবনকে ভালোবাসতে অনুপ্রানিত করা ছবি 'হেমলক সোসাইটি' ২০১২ সালে ব্লক বাস্টার হিট করেছিল। সৃজিতের সাফল্যের তালিকায় থাকা অন্যতম ছবিও এটি।
[…]

Entertainment Image
Entertainment Image

পুনরায় পরিদর্শন

১০০৯ সপ্তাহ ধরে এটি কোনো ভারতীয় ছবির একটি প্রেক্ষাগৃহে চলার নতুন রেকর্ড। এর আগের রেকর্ড ছিল আমজাদ খানের ‘মুঝে হাত দে দো ঠাকুর’ ডায়ালগখ্যাত অমিতাভ-ধর্মেন্দ্রর শোলে ছবিটি। মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটারে ১৯৭৫ সালে মুক্তি পেয়ে টানা পাঁচ বছর চলেছিল শোলে।
মারাঠা মন্দির মাল্টিপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মনোজ দেশাই জানান, তখনও সপ্তাহান্তে হাউসফুল থাকত ডিডিএলজে শো। সপ্তাহের বাকি দিনগুলোতে অর্ধেক আসন পূর্ণ থাকত। কিন্তু, ডিসেম্বর মাসে ছবি এক হাজার সপ্তাহ পূর্ণ হওয়ার পরই মারাঠা মন্দির কর্তৃপক্ষ যশরাজ ফিল্মসকে ছবির শোর সময় পরিবর্তনের অনুরোধ জানায়। সকাল সাড়ে ১১টার পরিবর্তে ছবিটির শো সকাল সোয়া ৯টায় দেখানোর আবেদন করা হয়।
গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সকাল সাড়ে ৯টায় চলতে থাকে ছবিটির শো। যতদিন দর্শক আসে, ততদিন শো চালিয়ে নিয়ে যেতে কোনো আপত্তি ছিল না কর্তৃপক্ষের। কিন্তু, সকালে নতুন সময়ে বাড়তি শো যোগ হওয়ায় কর্মীদের বেশিক্ষণ কাজ করতে হচ্ছিল। তাই দুই পক্ষের সিদ্ধান্তে বৃহস্পতিবার থেকে মারাঠা মন্দির প্রেক্ষগৃহে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের শেষ শো হয়ে গেল। ওই দিন ২১০ জন দর্শক ছবিটি উপভোগ করেন।
আকস্মিক ঘোষণা ১০০৯ অভূতপূর্ব সপ্তাহ শেষে মারাঠা মন্দির থেকে ইতি টানা হয়েছে বলে , শ্রোতারা এই নিয়ে হতাশা প্রকাশ করেছে।  এই খবর বাইরে তোলপাড়সৃষ্টি করে ফলে, মারাঠা মন্দির ব্যবস্থাপনা তারা অবিলম্বে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে যার উপর ভিত্তি করে সিনেমা পুনর্বহাল অনুরোধ সঙ্গে প্লাবিত ছিল। পরবর্তিতে পারস্পরিক একই সময় ১১:৩০ মর্নিং শো স্ক্রীনিং অব্যাহত রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শুধুমাত্র ডি.ডি.এল.যে ভক্তদের নিঃশর্ত ভালবাসা। আর তাই কতৃপক্ষ ঘোষণা দিয়েছেন ডি.ডি.এল.যে এর পরিদর্শন চলতে থাকবে।
কতৃপক্ষ এ-ও বলেছেন, আপনার ভালোবাসার জনকে সঙ্গে মারাঠা মন্দিরে পুনরায় পরিদর্শন করুন, আবার হোক প্রেমে পড়া... আবার ও আবার!
[…]

Entertainment Image
Entertainment Image

‘স্পাই’ এর প্রিমিয়ারে আকর্ষণীয় নার্গিস

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির ‘স্পাই’ সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হতে চলেছে। হলিউডের নামীদামী তারকাদের সঙ্গে বলিউড অভিনেত্রীর এই যাত্রা আরও স্মরণীয় করে রাখতেই যেন লন্ডনে ‘স্পাই’ সিনেমার প্রিমিয়ারে নার্গিস হাজির হলেন আরও আকর্ষণীয়ভাবে।
হলিউডের অনেক খ্যাতনামা তারকাদের সঙ্গে কাজ করতে পেরে স্বাভাবিকভাবেই নার্গিস দারুণ উচ্ছ্বসিত। লন্ডনে ‘স্পাই’ সিনেমার প্রিমিয়ার শোতে এই অভিনেত্রীকে হাসিমুখে রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা গেল। রেড কার্পেটে সেদিন এই অভিনেত্রী নিজেও হাজির হয়েছিলেন লাল টকটকে গাউনে।‘স্পাই’ সিনেমায় আরো অভিনয় করেছেন মেলিসা ম্যাককার্থি, জেসন স্ট্যাথাম ও জুডো ল এর মত তারকারা।
‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে সর্বপ্রথম নার্গিস ফাখরি সকলের নজরে আসেন। এরপরে ‘মে তেরা হিরো’ সিনেমাটিতেও বরুন ধাওয়ানের বিপরীতে তিনি অভিনয় করেন। সালমান খানের হিট সিনেমা ‘কিক’ এর ‘ডেভিল মেরা ইয়ার’ তো ছিল গত বছরের হিট গানগুলোর অন্যতম।
উল্লেখ্য, ‘স্পাই’ সিনেমাটি আগামী ৫ জুন মুক্তি পাবে।
[…]

Entertainment Image
Entertainment Image

আজীবন সম্মাননা পাচ্ছেন সুভাষ ঘাই

ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি(আইফা) প্রযোজক ও নির্মাতা সুভাষ ঘাইকে আজীবন সম্মাননা প্রদান করছে।
জানা গেছে, ১৬তম আইফা কর্তৃপক্ষের তরফে এ বছর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সুভাষ ঘাইকে। আয়োজক এস জোসেফ জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্রে সুভাষ ঘাইয়ের অবদানের জন্য তাকে এ বছর আইফা আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। জুনে কুলালামপুরে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাওয়ার্ড ১৬তম অনুষ্ঠান।
বলিউডের অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের প্রযোজক ও নির্মাতা সুভাষ ঘাই। তিনি হিরো, পরদেশী, খলনায়ক, রামলক্ষ্মণ,মেরি জঙ, সওদাগর, তাল, আইতরাজ, ৩৬ চায়না টাউন,নৌকাডুবি এবং কাঞ্চি’র মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা করেছেন।
[…]

Entertainment Image
Entertainment Image

রুচিহীন বাঙালি দর্শকদের জন্য ছবি বানান নি

কলকাতা বাংলা চলচ্চিত্র আজ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে এসে দাঁড়িয়েছে। বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে গেছে তাদের চলচ্চিত্র জগৎও। মাঝখানে ঘটে গেছে বিশাল এক পালাবদল। আর এই পালাবদল এমনি এমনি বা দৈবক্রমে হয়নি। এর পেছনে ছিলেন বেশ ক’জন মেধাবী ও সৃষ্টিশীল মানুষ; তাদের মধ্যে যুগস্রষ্ঠাতুল্য একজন হচ্ছেন নির্মাতা, অভিনেতা ও সম্পাদক বাংলা চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঋতুপর্ণ ঘোষ।
গত সাত আট বছরের মধ্যে কলকাতা বাংলা সিনেমায় ঘটে গেছে বিশাল পালাবদল। সেই সাথে পাল্লা দিয়ে বদলেছে দর্শকের চাহিদা, ইমেজ আর দেখার চোখও! কিন্তু কখনোই নিজের কাজের সাথে দর্শকের চাহিদাকে মিশিয়ে দেননি। দর্শক তাঁর সিনেমা দেখবে না, এরজন্য তার কখনো আফসোস ছিলো না। প্রকৃতঅর্থে বলতে গেলে, রুচিহীন বাঙালি দর্শকের জন্য সিনেমা বানানি ঋতুপর্ণ ঘোষ। কাজের ক্ষেত্রে কোনো তিনি কম্প্রোমাজিং করেননি তিনি। কিন্তু তবুও দর্শকদের তিনি অভ্যস্ত করানোর চেষ্টা করেছেন চলচ্চিত্রের একটি ভিন্ন ধারার সাথে। তাই তার গল্পে দেখা যায় নাগরিক জীবনের প্রাপ্তি, অপ্রাপ্তি, প্রেম বিরহ আর অবদমন, আর সম্পর্কের জটিলতা।
নিউ এজ বাংলা সিনেমার প্রবর্তকও বলা হয় তাকে। যৌনতাকে শৈল্পিকভাবে কিভাবে উপস্থাপন করা যায়, এবং তা মেইনস্ট্রিম আর আর্টফর্মের সমন্বয়ের ভিতর দিয়ে চর্চা করা যায় তা ভীষণরকমভাবে পর্দায় তুলে ধরে দেখিয়েছেন ঋতুপর্ণ ঘোষ।
প্রায় ছবিতেই তিনি বিচিত্র সম্পর্কের গল্প বলে গেছেন। সাহিত্যের কতো চমৎকার চলচ্চিত্রায়ন হতে পারে, তা নিউ এজ বাংলা চলচ্চিত্রে ঋতপর্ণের চেয়ে আর কে ভালো দেখাতে পেরেছে। তিনি বলা যায় বাংলা চলচ্চিত্রে পায়োনিওর। চোখের বালি, নৌকাডুবি, অন্তরমহলের মতোন সিনেমায় ঋতুপর্ণ যে প্রভাব দেখিয়েছেন, তার তুলনা হয় না। সমকামিতা এবং লিঙ্গান্তর বা রূপান্তরিত নারী পুরুষের গল্প দেখিছি। তার ছবির ভিতর দিয়ে সমাজে সম্পর্কের রকমফের কতো অসাধারণভাবে ফুটে উঠেছে; চিত্রাঙ্গদা তার উৎকৃষ্ট উদাহারণ।
এক নজরে...
[…]

Entertainment Image
Entertainment Image

মাটির তলে চুপচাপ বসে আছে স্বাধীনতা জাদুঘর

শিখা চিরন্তন পার করেই এক দৃঢ় আলোকস্তম্ভ। এই শহরে সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে অনেকটা পথ গিয়েও যার আলো চোখে পড়ে সন্ধ্যারাতে। সেই স্তম্ভের পাশেই জাদুঘর। স্বাধীনতা জাদুঘর। আন্ডারগ্রাউণ্ডে ঢোকার পথে মনে হয় এই জাদুঘর এইখানে বেশ চুপিসারেই পড়ে আছে। এতো চুপচাপ সব। সোহরাওয়ার্দী উদ্যানে টেরাকোটা ম্যুরালের নিচে ভূগর্ভে এ জাদুঘরের অবস্থান। ম্যুরালের নিচে কিছুটা পথ হেঁটে গেলেই জাদুঘরে প্রবেশের দ্বার।
প্রথম যে ঘর তাতে চৌকোণো গ্লাসের ফ্রেম কোণাকুণি বসানো বেশ কয়েকটা, যেন বই-এর একেক পাতা খোলা। আর পাতার উপরই লিখে রাখা ইতিহাস। খানিকটা আমাদের ঐতিহ্যের কথাও। সেই উয়ারী বটেশ্বর, রুপবান মোড়া, বৌদ্ধ বিহারের পোড়ামাটির ফলক, ভোজ রাজার ঢিবি, মুগল আলম, কিংবা শাহবাগ কি করে ‘শাহবাগ’- এইসমস্ত কিছু পড়তে পড়তে একেক পর্ব পার হয়ে যাওয়া চলে। আছে বিভিন্ন পত্রিকার পাতায় উঠে আসা স্বাধীনতা সংগামের ইতিহাসের কথা। যেমন- ৮ মার্চ সংবাদ পত্রিকার মূল শিরোনামে ছিল ‘এবার স্বাধীনতার সংগ্রাম : মুজিব’। কায়েদে আজমের বক্তৃতার চিত্রও তুলে ধরা হয়েছে। স্থান পেয়েছে ১৯৫৪ সালের ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের কাছে যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদের কৃষি ও বনমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমানের শপথ গ্রহণের সেই দুর্লভ ছবি। আছে ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবসে ঢাকার নবাবপুর রোডে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের শোভাযাত্রার ছবি।
কিংবা দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা সেসময় কি খবর ছেপেছিল তার দুর্লভ সব সংগ্রহও। ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পোস্টারগুলোও সাঁটা আছে যাতে ধরে ধরে দেখিয়ে দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বৈষম্যরীতি।
কোনো ফ্রেমের এক পিঠে ১৯৪৬-এর দাঙ্গার সময় মহাত্মা গান্ধীর ছবি আর অপর পিঠে অটিয়া মসজিদের চিত্র। সূর্যসেন, প্রীতিলতা, রবীন্দ্র-নজরুল, নীল বিদ্রোহ, ফকির আন্দোলন, ক্ষুদিরাম দেখতে দেখতে পড়তে পড়তে ৭-ই মার্চ আর...
[…]

Entertainment Image
Entertainment Image

মাদ্রিদে সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন ঋত্বিক

ফিল্ম ফেস্টিভালে ‘অনুব্রত ভালো আছো’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান অর্জন করলেন কলকাতার শক্তিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
কলকাতা বাংলা চলচ্চিত্রে যে ক’জন অভিনেতা নিজের মেধা শ্রম আর সৃষ্টিশীলতা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে ঋত্বিক চক্রবর্তী। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিন্তু এবার এবার তার অভিনয় প্রতিভা পেল আন্তর্জাতিক স্বীকৃতিও৷
জানা গেছে, মাদ্রিদের ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার সম্মান পেলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী৷ পার্থ সেনের ‘অনুব্রত ভালো আছো’ ছবিতে অভিনয়ের জন্য তাঁর কাছে এল এই সম্মান৷ এ ছবিতে ঋত্বিকের বিপরীতে আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ আছেন দেবলীনা দত্তও৷ ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত৷
উল্লেখ্য, শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘অবনী বাড়ি আছো?’র অনুকরণে এ ছবির নাম দিয়েছেন পরিচালক অরিন্দম শীল৷
[…]