Technology Image

চশমা জানাবে অনুভূতির খবরবিভিন্ন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পছন্দের তালিকা দখল করে নিচ্ছে চশমা। এর আগে গুগল বাজারে এনেছিল গুগল গ্লাস এবং সনিও স্মার্ট গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। তবে এবার মাইক্রোসফট তৈরি করতে যাচ্ছে ভিন্ন ধরণের এক চশমা। এই চশমার বিশেষত্ব হল এটি সামনে থাকা মানুষের মনের খবর জানাতে পারবে।

ইতোমধ্যেই মাইক্রোসফট এই গ্লাসের প্যাটেন্ট লাভ করেছে। প্যাটেন্ট ফাইল থেকে জানা গেছে, এই চশমায় যুক্ত থাকছে বিভিন্ন সেন্সর। আর এই সেন্সরই মূলত অনুভূতি শনাক্ত করার কাজটি করবে। এছাড়া এই চশমায় থাকবে ক্যামেরা এবং মাইক্রোফোন। চশমাটি সামনে থাকা মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গি, ফেসিয়াল এক্সপ্রেশন প্রভৃতি তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করবে। আর সব মিলিয়েই জানানো হবে অনুভূতি।মাইক্রোসফট এই ডিভাইসের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আর তাই কবে নাগাদ এই ডিভাইস বাজারে আসবে কিংবা দাম কত হবে, সব তথ্যই থেকে গেছে অজানা।