৭ জুলাই ২০১৫ (মঙ্গলবার) প্রকাশিত হতে যাচ্ছে অবস্কিওর’ ব্যান্ডের দশম অ্যালবাম 'মাঝরাতে চাঁদ'।
একই দিন থেকে সারাদেশে পাওয়া যাবে 'মাঝরাতে চাঁদ' অ্যালবামটি। সিডি ছাড়াও ব্যান্ডের শ্রোতা-ভক্তদের জন্য থাকছে বিশেষ আয়োজন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ২-এ 'বাক্ল আপ ফ্যাশন হাউজ’-এ অ্যালবামের প্রচ্ছদ (কাভার) দেখালে ফ্যাশন হাউজটির পণ্যে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এদিকে অ্যালবাম প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি স্টুডিওতে আয়োজন করা হয়েছে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের। এতে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠাতা পরিচালক বরেণ্য মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মঞ্চকুসুম শিমূল ইউসুফসহ ব্যান্ডের বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী।
অবসকিওর ব্যান্ডের এই অ্যালবামটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ/অগ্নিবীণা।