Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

এসিতে সমস্যা




*দীর্ঘক্ষণ এসিতে থাকলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

*নাক বন্ধ হয়ে যেতে পারে।

*এসির হাওয়া থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে।

*ওবেসিটি।

*এসির ভেন্ট নিয়মিত পরিষ্কার না হলে নিউমোনিয়া হতে পারে।

...আর মনে রাখবেন শীতাতপ নিয়ন্ত্রিত কোনো জায়গা থেকে সরাসরি রোদে কিংবা রোদ থেকে সরাসরি শীতাতপ নিয়ন্ত্রিত কোনো জায়গায় গেলে তাপমাত্রার তারতম্যের জন্য ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি এক ধাক্কায় রক্তের চাপ অনেকখানি কমে যেতে পারে। এছাড়াও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে।