Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

আসছেন টাইগারদের নতুন কোচ



সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়ে টানা ৪টি ওডিয়াই সিরিজ জয় করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের পর দুর্দান্ত খেলে বিশ্বকাপে নিজেদের সেরা বিশ্বকাপ সাফল্য হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজরা।

বিশ্বকাপের পর দেশের মাটিতে এশিয়ার ক্রিকেট পরাশক্তি পাকিস্তানকে ৩-০ তে ধবলধোলাই করে টাইগাররা। পাকিস্তানের পর বাঘেদের পরবর্তী শিকারে পরিণত হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ভারতকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পর চতুর্থ সিরিজে পূর্নশক্তির দক্ষিন আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়। নিঃসন্দেহে এখন পর্যন্ত নিজেদের ওডিয়াই ক্রিকেটের ইতিহাসে সেরা সময়ে আছে টাইগাররা। তবে ওডিয়াইতে দলটি যতটা বিধ্বংসী টি-টোয়েন্টিতে তেমনটা ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারেনি টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে।

টি-টোয়েন্টিতে দলের সক্ষমতা বাড়াতে দলের জন্য নতুন কোচ নেয়ার চিন্তাভাবনা করছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি। বর্তমানে বাংলাদেশের প্রধান কোচ হাতুরেসিংহের পাশাপাশি আরেকজন টি-টোয়েন্টি স্পেশালিষ্ট কোচের জন্য বিসিবি নতুন কাউকেই চাইছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘নতুন কোচ আনা হবে কেবল মাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য’।

দেশের মাটিতে টানা চতুর্থ সিরিজ জয়। ওয়ানডে র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির নিশ্চয়তা। বদলে যাওয়া এ বাংলাদেশ, ক্রিকেট বিশ্বে এই মুহূর্তের আলোচিত নাম। তবে ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যাপক উন্নতি হলেও টি-২০ ক্রিকেটে তেমন উন্নতি নেই। বিশেষ করে টি-টোয়েন্টি ফরমেটে একেবারেই তলানিতে টাইগাররা। আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তাই ক্ষুদ্রতম ফরমেটের জন্য প্রয়োজনে বিশেষজ্ঞ কোচ।