Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

জাপানের টিভিতে বাংলাদেশি নির্মাতার প্রামান্য চিত্র



জাপানের একটি টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে সাড়া জাগানো ছবি ‘শুনতে কি পাও’-এর নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন প্রামান্য চিত্র ‘একটি সুতার জবানবন্দি’।

জানা গেছে, বাংলাদেশের পোশাকশিল্পের ওপর নির্মিত নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন প্রামাণ্য চিত্র ‘একটি সুতার জবানবন্দি’,যা প্রথমবারের মতো দেখানো হয়েছে জাপানের জনপ্রিয় টিভি চ্যানেল ‘এনএইচকে’-তে। গত ২৯ জুন সোমবার এটি প্রচার করেছে চ্যানেলটি।

পোশাকশিল্পের চারজন অন্যতম চরিত্রের কথোপকথনে নির্মিত এ প্রামান্য চিত্রটি এশিয়ার খ্যাতনামা চারটি টেলিভিশন চ্যানেল আংশিক প্রযোজনা করেছে। চিত্রনাট্যের জন্য ছবিটি এর আগে এশিয়ার পিচিং ফোরামে এশিয়ান পিচ-এ পুরস্কৃত হয়েছিল।

এনএইচকের পর ছবিটি কোরিয়ার কেবিএস, সিঙ্গাপুরের মিডিয়াকর্প এবং তাইওয়ানের তাইপে টেলিভিশনে দেখানো হবে। সারা আফরীনের প্রযোজনা ও সূচনা প্রযোজনার নির্মাণে এ প্রামাণ্যচিত্রটি শিগগিরই দেশে দেখানো হবে।