ছবি মুক্তির পর থেকেইে একের পর এক রেকর্ড গড়ে চলছে। দেশ ছাড়িয়ে ভিনদেশী দর্শকদেরও আলোচনার কেন্দ্রবিন্দু এ ছবিটি।দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ ছবির তারকারা।বক্সঅফিসে ঝড় তুলেছে এ ছবি।৩০০ কোটির পরে এবার ৫০০ কোটির ঘরে যাচ্ছে শীঘ্রই।ইতিমধ্যেই ৪৫০ কোটি টাকা আয় করেছে।আমির খানের পিকে এরপর দ্বিতীয় হিন্দি কোন সিনেমা যা তিনশো কোটি এর ঘর অতিক্রম করলো।
ছবির গল্পে দেখা যায় পরিবার থেকে হারিয়ে যাওয়া পাকিস্তানি মেয়ের দেশে ফিরিয়ে দেওয়া।এ ছবিতে সালমান খান কারিনা কাপুর ছাড়াও নওয়াজ শরীফ অভিনয় করেছেন।