ঢাকাই ছবির মেগাস্টার হিসেবে খ্যাত অনন্ত জলিল। অল্প সময়ের মধ্যেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পাওয়া এ নায়কের আত্মবিশ্বাসটাও প্রচণ্ড। নিজেকে তিনি দেশের সেরা অভিনেতা হিসেবে মনেও করেন। এবার আনুষ্ঠানিকভাবেই মিললো সেই স্বীকৃতি। নিন্দুকদের নিন্দার জবাব দিলেন পুরস্কার হাতেই।
বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি’র ১৫তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন তিনি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু অনন্ত জলিলের হাতে এ পুরস্কার তুলে দেন।
তথ্যমন্ত্রীর হাত থেকে এমন পুরস্কার পেয়ে অভিভূত অনন্ত জলিলের উচ্ছ্বাসটাও ছিলো দেখার মতো।
সিজেএফবি এবার এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানায় কিংবদন্তী অভিনেত্রী কবরীকে।