Sports Image

যুবির ভক্ত সৌম্য সরকারতারকাদের ভক্ত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তারাও যে অন্যকোন তারকার ভক্ত হবেন না, এমনটা কি বিশ্বাস করা যায়? ধরুন, বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকারের কথা। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ব্যাটিং দেখে বড় হলেও, এই ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের বিশেষ ভক্ত।

এ কথা নিজেই জানিয়েছেন সৌম্য সরকার। ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম ক্রিকেট কাউন্ট্রিকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান।
সোম্য বলেন, ‘শুরুর দিকে, আমি ডানহাতি ব্যাটসম্যান ছিলাম। এরপর লারা, সৌরভ গাঙ্গুলির ব্যাটিং দেখে বামহাতি ব্যাটিং শুরু করি। কয়েকবছর পর যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে আসি, আমি যুবরাজ সিংয়ের ভক্ত বনে যায়। তিনি খুব সহজেই সবধরনের শট খেলেন। শুধু তাই নয়, সাকিব ভাইয়ের ব্যাটিংকেও আমি অনেক প্রশংসা করি।’

সৌম্য সরকার বাংলাদেশ দলের হাতেগোনা কয়েকজন ক্রিকেটারের মধ্যে একজন যিনি স্কুল ক্রিকেট থেকে শুরু করে বয়সভিত্তিক সবধরনের ক্রিকেট খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন।