Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

মাত্র ২টি উপাদান দিয়ে ঘরেই তৈরি করুন পছন্দের নেইল পলিশ



হাতের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নখ। মেয়েরা তাদের এই নখ বিভিন্ন ভাবে কাটতে ও বিভিন্ন রঙের নেইলপলিশ দিয়ে সাজাতে ভালবাসেন। কিন্তু এই নেইলপলিশ নিয়ে পড়তে হয় অনেক ঝামেলায়। ভাবছেন কি ঝামেলায়? অনেক সময় নেইলপলিশ লাগাতে গিয়ে দেখা যায় জামার রং এর নেইলপলিশ ঘরে নেই। আবার দোকানে গিয়ে যে কিনবেন তাও সময় নেই। তখন উপায়? উপায় আছে! খুব সহজে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন পছন্দের নেইলপলিশটি। কি খুব অবাক হয়ছেন? ঘরে নেইলপলিশ তৈরি উপায় বলে দিয়েছে hellonatural.co, wikihow।

যা যা লাগবে
ন্যাচারাল কালার বা রঙ হীন একটি নেইল পলিশ
পছন্দের রঙের আই শ্যাডো

যেভাবে তৈরি করবেন:
- প্রথমে আই শ্যাডোকে গুঁড়ো করে নিন। যদি গুঁড়ো আই শ্যাডো থাকে তবে আর গুঁড়ো করার প্রয়োজন পড়বে না।
- এবার একটি কাগজ দিয়ে কোন বানিয়ে ফেলুন।
- কোনের সাহায্যে আই শ্যাডোর গুঁড়ো আস্তে আস্তে করে নেইল পলিশের বোতলে ঢালুন।
- আপনি যদি আপনার নেইল পলিশে গ্লিটার দিতে চান, তবে এর সাথে গ্লিটার আই শ্যাডো ঢালুন।
- এবার নেইল পলিশের বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নিন। এতে আই শ্যাডো ভাল করে মিশে যাবে। ৩ থেকে ৫ মিনিট ঝাঁকিয়ে নিলে ভাল ফল পাওয়া যাবে।
- আপনি যদি গাঢ় রং চান তবে বেশি পরিমাণে আই শ্যাডো দিবেন। আর যদি হালকা রং পছন্দ করেন তবে অল্প আই শ্যাডো দিবেন।
- ব্যস তৈরি হয়ে পছন্দ রঙের নেইলপলিশ।
- আপনি চাইলে কোনের পরিবর্তে কটন বাড দিয়ে আই শ্যাডো নেইল পলিশের কোটায় ঢালতে পারেন। তবে এতে আই শ্যাডো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনা থাকে।
- আই শ্যাডো বেশ চকচকে হয়ে থাকলে ম্যাট এফেক্ট তৈরির জন্য সাথে মিশিয়ে নিতে পারেন একটু কর্ন ফ্লাওয়ার।
এখন আর নেইল আর্টের জন্য নেইল পলিশ কেনার অপেক্ষা করতে হবে না। পছন্দের নেইল পলিশ সহজে যেকোন সময় ঘরে তৈরি করে নিতে পারবেন। তবে আর দেরি কেন, শুরু করে ফেলুন আজই!