Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

প্রযুক্তিতে দেখব দেশ




বইমেলায় নজরুল মঞ্চে মোড়ক উন্মোচিত হলো দেশের প্রথম ব্রেইল তথ্য-প্রযুক্তি প্রকাশনা ”প্রযুক্তিতে দেখব দেশ” । দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের প্রযুক্তিতে আগ্রহী এবং নিজেদের প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এটি দেশের তথ্য-প্রযুক্তি ম্যাগাজিন মাসিক টেকওয়ার্ল্ড বাংলাদেশের বিশেষ স্মারক প্রকাশনা।

মোড়ক উন্মোচন করেন দেশের প্রথিতযশা তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জাব্বার, এছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন। বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী সোসাইটি(বিভিআইপিএস)-এর সভাপতি জনাব মোশারফ মজুমদার এবং মাসিক টেকওয়ার্ল্ড বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক নাজনীন নাহার।

জনাব মোস্তফা জাব্বার বলেন – এটি দেশে প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত তথ্যপ্রযুক্তি প্রকাশনা এবং এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। আমি চাইবে প্রকাশকের এই প্রকাশনা অব্যাহত থাকুক। আমার বিশ্বাস এটি তথ্যপ্রযুক্তিখাতে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহন বাড়াতে এবং তাদেরকে প্রযুক্তিতে আগ্রহী করবার ক্ষেত্রে একাট মাইল ফলক হিসাবে কাজ করবে।

মোশারফ বলেন – আমি আনন্দিত এই ভেবে যে আমাদের জন্য এমন একটি প্রকাশনার কথা কেউ ভেবেছে। নিশ্চই চাইব এটি অব্যাহত থাকুক। এতে করে দৃষ্টি প্রতিবন্ধীরা তথ্য যোগাযোগে সম্পৃক্ত হতে পারবে এবং তাদের অংশগ্রহন নিশ্চয়ই জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম।

জনাব সৈয়দ আকতার হোসেন বলেন – তথ্য প্রযুক্তিতে ব্রেইল-এ প্রকাশিত এই স্মারক প্রকাশনার জন্য আমি ভীষন ভাবে আনন্দিত। প্রযুক্তির সফল ব্যবহারে দৃষ্টি প্রতিবন্ধীরাও অংশগ্রহন করতে পারে জাতীয় উন্নয়নে- এই প্রকাশনাটি সে ক্ষেত্রে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

প্রকাশক এবং সম্পাদক নাজনীন নাহার বলেন প্রযুক্তি সবার, সকলেই এর দ্বারা উপকৃত হবে এটাই স্বাভাবিক। এই কথাগুলো আমরা টেকওয়ার্ল্ডের সূচনা লগ্ন হতেই বিশ্বাস করি। ২০১১ সাল হতে আমরা চেষ্টা করছি সর্বক্ষেত্রে প্রযুক্তিকে পৌঁছে দিতে আমাদের প্রকাশনার মাধ্যমে। দেশের প্রথম শিশুকিশোর তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন ”টেক্কিড্স” আমরাই প্রকাশ করি। তার ধারাবাহিকতায় দেশের দৃষ্টি প্রতিবন্ধী ভাই-বোনদের জন্য এটি আমাদের একটি স্মারক প্রকাশনা। তথ্যপ্রযুক্তির দৈনন্দিন উন্নয়ন এবং প্রতিবন্ধীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিসহ কাজ করার সুযোগ বিষয়ক তথ্য থাকবে এই প্রকাশনায়। এটি একটি মাসিক প্রকাশনা। দেশের ২৪ টিরও বেশি অন্ধ বিদ্যালয়ে বিনা পয়সায় বিতরন করা হবে এই ম্যাগাজিনটি।

ম্যাগাজিনটি প্রকাশে কারিগরি সহায়তা প্রদান করেন ড. সৈয়দ আকতার হোসেন এবং ব্রেইল মুদ্রাক্ষরে সহায়তা করেছে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)