মোবাইল ফোনের বাজারে না থাকলেও ম্যাপস এবং সম্প্রতি ট্যাবের বাজারে প্রবেশ করেছে নকিয়া। এবার ভার্চুয়াল রিয়েলিটির বাজার মাতানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এজন্য নকিয়া বাজারে আনছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ‘ওজো’।
এই ক্যামেরাটিতে রয়েছে ৮টি ইমেজ সেন্সর এবং মাইক্রোফোন। ফলে একটি ছবি বিভিন্ন দিকথেকে তুলে সেগুলোকে একত্রিত করে একটি থ্রিডি ইমেজ তৈরি করতে সক্ষম ওজো। সেইসাথে এই ক্যামেরার সাথে থাকা সফটওয়্যার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে থ্রিডি ছবিও দেখা সম্ভব।
তবে নকিয়ার এই বিশেষ ক্যামেরাটি শুধুমাত্র পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মূল্য প্রায় ৫ হাজার ডলার হতে পারে বলে জানিয়েছে দ্য ভার্জ।
চলতি বছরের চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ওজো।