Entertainment Image

এবার চা বাগানে ‘শ্যামাপ্রেম’হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দুর্গম এলাকা বেয়ন্ডী চা বাগান। এখানেই গত ২০ বছর ধরে চা শ্রমিকদের নিয়ে থিয়েটার চর্চা করছে ‘পথিক থিয়েটার’। প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে দলটি আয়োজন করে বৈশাখী উৎসব ও নাট্যমেলা। এ বছর এ উৎসবে অংশগ্রহণ করছে প্রাঙ্গনেমোর।

আজ ১৭ এপ্রিল শায়েস্তাগঙ্গের পথিক থিয়েটার আয়োজিত বৈশাখী উৎসব ও নাট্যমেলায় যোগ দিচ্ছে নাট্যদল প্রাঙ্গনেমোর। তিনদিনব্যাপী এ আয়োজনের শেষদিনে মঞ্চায়ন হবে প্রাঙ্গনেমোরের নাটক ‘শ্যামাপ্রেম’।

আনন্দউৎসব ও নাট্যমেলার তৃতীয় দিনে চা বাগানের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও স্থানীয় দর্শকের সামনে প্রাঙ্গনেমো
প্রদর্শন করবে নাটক ‘শ্যামাপ্রেম’ । এ উপলক্ষ্যে গত ১৬ এপ্রিল ২০ সদস্যবিশিষ্ট দল নিয়ে শায়েস্তাগঞ্জ যাচ্ছে প্রাঙ্গনেমোর।

কবি গুরু রবীন্দ্রনাথের বিখ্যাত নৃত্যনাট্য ‘শ্যামা’ অবলম্বনে রচিত হয়েছে মঞ্চ নাটক ‘শ্যামাপ্রেম’। চিত্তরঞ্জন ঘোষের নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নূনা আফরেরাজে, অনন্ত হিরা, রাজিম রাজু, ইউসুফ পলাশ, নিজাম লিটন, শুভেচ্ছা, আশা, জসিম, রিগ্যান, সীমান্ত, মনির, সুজয়সহ দলের আরও অনেক সদস্যবৃন্দ।