Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

ফিরছেন নোলান




২০১৪ সালে ‘ইন্টারস্টেলার’ মুক্তি পেয়েছিল।ক্রিস্টোফার নোলান পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল সেটি।বক্স অফিসে আয় করেছিল ৬৭ কোটি ডলারের বেশি। এ সাফল্যের পর আর কোন কাজ করা হয় নি তার।

তবে সম্প্রতি জানা গেছে ক্রিস্টোফার নোলানের পরের সিনেমা মুক্তি পাবে ২০১৭ সালের জুলাই মাসে। তবে সিনেমা সম্পর্কিত আর কিছুই জানা যায়নি। আর এই খবরটি দিয়েছে এন্টারটেইনমেন্ট উইকলি।

আর নতুন এ সিনেমাটি প্রযোজনা করছেন ওয়ার্নার ব্রস। এর আগে এ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ব্যাটম্যান ট্রিলজি (ব্যাটম্যান রিগিনস, দ্য ডার্ক নাইট ও দ্য ডার্ক নাইট রাইজেস) ও ‘ইনসেপশন’ পরিচালনা করেছেন নোলান। এর সবকটিই হিট।