Entertainment Image

অ্যাভাটার-২ ছবির প্রথম ঝলকঘোষণা আগেই হয়েছিল। এবার চরিত্রদের চিত্রায়ণ শুরু হল। 'অ্যাভাটার ২' ছবির প্রথম চরিত্রের ইলাস্ট্রেশন প্রকাশ পেয়েছে সম্প্রতি।

ছবির পরিচালক জেমস ক্যামরুন জানিয়েছিলেন, ছবির মোট তিনটি সিক্যুয়াল তৈরি হবে। এই ছবিতেও আছেন জো সালডানা ও সিরউরনে ওয়েভার।

ছবির গল্প যদিও এখনও প্রকাশ পায়নি। তবে ২০১৭ সালে যে 'অ্যাভাটার ২' মুক্তি পাবে, তা চূড়ান্ত হয়ে গেছে।