Technology Image

জনসংখ্যায় সমান চীন এবং ফেসবুকহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি ডর্ম রুম থেকে যাত্রা শুরু করেছিল ফেসবুক। কিন্তু চীনা সভ্যতা হাজার বছরের পুরনো। চীনের অর্থনীতি লাগামহীন ঘোড়ার মত সামনের দিকে ছুটছে। আর ফেসবুকের আর্থিক অবস্থাও প্রায় একই রকমভাবে সামনে এগোচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, ফেসবুকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর পরিমাণ ১৩৫ কোটি আর চীনের জনসংখ্যাও ১৩৫ কোটি।
অর্থাৎ বিভিন্ন দিকেই চীনের সাথে মিল রয়েছে ফেসবুক নামক এই ভার্চুয়াল দেশটির। তবে অমিলও রয়েছে অনেক। মজার ব্যাপার হল, চীনে কিন্তু ফেসবুক নিষিদ্ধ।


ফেসবুক এবং চীনের মধ্যে কিছু মিল-অমিল খুঁজে বের করেছে ইয়াহু। চলুন দেখে নেওয়া যাকঃ