Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

কথা সাহিত্যিক প্রিয় হুমায়ূন আহমেদ এর কবিতা

প্রয়াত কথা সাহিত্যিক প্রিয় হুমায়ূন আহমেদ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এটা আমরা সকলেই জানি। সাহিত্যের প্রায় সকল শাখায় তার দীপ্ত বিচরন ছিল।  তিনি কিছু কবিতাও লিখেছিলেন। আমাদের অনেকের কাছেই কবি হুমায়ূন আহমেদ খুব অচেনা। আমি সে সব যতবার পড়ি ততবার অবাক হই। এই মানুষটি যদি শুধু কবিতাও লিখতেন তবু আমরা বহু বছর তাকে মনে রাখতাম। তার লেখা অল্প কিছু কবিতার লাইন যা পাঠকের মুখে মুখে ছিল অনেকদিন। 
আসুন তার লেখা কিছু কবিতা পড়ি
তার লেখা “কে কথা কয়"বইয়ের শুরুতে ছিল এই লাইনগুলি।
জলে কার ছায়া পড়ে
কার ছায়া জলে?
সেই ছায়া ঘুরে ফিরে
কার কথা বলে?
কে ছিল সেই শিশু
কি তাহার... continue reading

১৭ ৩৭৭৮

ইকবাল মাহমুদ ইকু

১০ বছর আগে লিখেছেন

"তোমার জন্য"

একটি কবিতা লিখব তোমার জন্য
কিছু ঘাসফুল আর জোছনার আলো
ছড়িয়ে দিব তাতে,
আরো লিখব, আমার চোখের পাতা
তোমার জন্য ঠিক কতখানি ব্যকুল।
তুমি পড়বে আর হাসবে,
বলবে, এই ছেলে
কেন এত ভালোবাস আমায়?
continue reading

১০ ৪৭১

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

তবুও সমর্পিত তোমাতে

উত্থান নেই, পতনের ভীতি ব্যাকুল করেনি কখনোই
শুধু তোমার জন্য উৎকণ্ঠিত ছিলাম-এই এলে বুঝি!
এই বুঝি শ্রাবণের মেঘে সূর্যকে আড়াল করে
তোমার ছায়া হেসে উঠবে ধান ক্ষেতে!
অথচ তুমি আসোনি, তাই দাবানলে পোড়ে অস্তিত্ব
ইচ্ছের পায়রা মুখ থুবড়ে পড়ে লজ্জায়-দীনতায়।

বিবাগী মানুষের সংসার মরুভূমিতে পথ হারানো-
ঘুমের ঘোরে দু:স্বপ্নের পদাবলি,
মাতালের প্রেম, তীরহারা নাবিকের
আলেয়ার পথ দেখানো!

আমার সংসার নেই, বৈরাগ্য নেই কিছুতেই,
আমার আছো তুমি-শুধুই তুমি।
আকাঙ্ক্ষার স্বচ্ছ দর্পণে তোমার ছায়া দেখে
বেঁচে থাকার ইচ্ছে প্রবল জোয়ারের জলে
ভাসিয়ে নিয়ে যায় আমাকে রূপকথার দেশে,
অথচ সেখানে... continue reading

৪৪৫

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

শুভ জন্মদিন কবি হেলাল হাফিজ!

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পএ দিও
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পএ দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পএ দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পএ দিও, পএ দিও।
আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!
... continue reading

১১১৫

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

তবু সেই অভিমানই, কাঠবিড়ালির চঞ্চলতা

এমন যদি হত
এলোমেলো দুষ্ট মেঘ,মিষ্টি বৃষ্টি ঝরে,
ভিজিয়ে দেয়, তোমার অভিমানের মত
গোল্লাছুট খেলার তাড়ায়, মেঘ পালালে হেসে হেসে।

সেই দিন থেকে উদাস আকাশ
মুচকি হাসি বিলিয়ে বেড়ায়, দিগন্তের গায় রংতুলিতে
কত কি যে আঁকিয়ে বেড়ায়!!!!

উদল মাঠ সবুজ মাখে
অভিমানের সেই যে হাওয়া,
পুকুর জলে ঢেউ খেলে।
লাল ফড়িং তার মুক্ত ডানায়, ঘাস ফুলে সব চুমিয়ে বেড়ায়
তবু সেই অভিমানই, কাঠবিড়ালির চঞ্চলতা।

======
continue reading

৪৩৫

আল ইমরান

১০ বছর আগে লিখেছেন

অনিয়মিত শব্দক্ষরন

পরিনামে পরিনত শাশ্বত জীবন অবারিত
যবে পতিত পল্লব মণ্ডিত নিস্পলক আঁখি গহীনে,
যেন শত বর্ষের অদম্য পিপাসায় পিপাসার্ত
সলিলে সমাহিত করে অবধারিত নিয়তি,
যেন পূরণ করে আকূতি যত মানসপটে
সবিনয়ে নিবেদন আজ শুধু বিরানে বিলীন।
কন্টক দুর্ভেদ্য চিন্তামালার খোলা জানালা
কেবলই খুলে দেয়া দুর্গ্রহের ধোয়ার্ত চিমনি।
প্রতীয়মান আজ অপেক্ষার প্রহর গুলোর নিশ্চুপতা
কোন মোহে বিচ্যুত তায় কক্ষপথ হতে কক্ষমাত্রায়।
নির্লোভ কামুক চাহুনির তীব্র থেকে তীব্রতর জ্বালা
আজ কেবলই পর্যবাসিত শীৎকারের উল্লাসিতায়।
উদ্ভট উশৃঙ্খল কথামালা, অনিয়মিত শব্দক্ষরণ,
সাগর মন্থনে যেন সর্পরাজ বাসুকির দু'পাশে
দেব আর অসুরের পরিমিত সঞ্চালনের ছোঁয়া।
মন্থন রস যেথা এক একটি উপপাদ্যের প্রতিপাদন।
প্রতিপাদিত প্রতি উপপাদ্য অন্তঃস্থকরন সাপেক্ষে
নিঃসৃত যেন অমৃত, যেখানেও আছে... continue reading

৪৮৯

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

নেতা

নেতা গোছের মানুষ আমি
হনহনিয়ে রাস্তা চলি
সাঙ্গ-পাঙ্গসব থাকে পিছে
তেল মারে দিনে রাতে,
মানুষ আমায় সালাম করে
আষ্টহাত দূরে থেকে
কথা দিয়ে কথা রাখি না
প্রতিশ্রুতি যাই ভুলে।
পুলিশ আমায় সমীহ্ করে
যতোই মামলা থাক থানাতে
টাকার কাছে নত তারা
চোখের ইশারা ভালই বোঝে।
ক্ষমতা যখন বুক পকেটে
কার কি বা করার থাকে, 
বুক ফুলিয়ে রাস্তা চলি
অসহায়কে দেই গালি
এমন এক নেতা আমি
নিজের ভাল আগে বুঝি।
continue reading

৪২৫

সাদিক সাকলায়েন সৌরভ

১০ বছর আগে লিখেছেন

পরী-পূর্ণ রাজপুত্র

পরীরা কাঁদে না, পরিপাটি চুল বাঁধে,
পরীদের আঁখিপল্লবে যা থাকে তা হলো শিশির।
সফেদ ঘোড়ায় চেপে আসে রাজারকুমার
এপথ যেখানে শেষ হলো, অদূরে দুয়ার খোলা
ব্যপক পৌষের অনুদানঃ শিশির জমানো দীঘি নিয়ে
প্রতীক্ষায় থাকে পরী অনিবার্য পৌরুষের......।
একাকী রাজকুমার নেমে আসে
নেমে আসে পরীর চোখে, শিশিরে লুটোপুটি খায়
যেনো শৈশব ফিরে পেয়েছে তার
টলটলে বোধের পুকুরে পুণ্যস্নানের আস্বাদ......।
তারপর, দরোজার ওপাশে অন্য আকাশ
অন্য মাটিতে সৃষ্টি থেমে নেই, নেই নশ্বরতা
ঘোড়া নেই, ঘড়ি নেই, তবু নেই স্থবিরতা
দলবেঁধে ওড়ে জীবন্ত ঘুড়িরা, ওরা দিগন্তে ঝরায় বৃষ্টি
সে কী বৃষ্টি! উৎসব! সে কী উৎসব!
পরীর সঙ্গে রাজকুমার অথবা রাজপুত্রের সঙ্গে পরী......।
পরীরা কাঁদে না, কাঁদতে জানে না continue reading

৫৪২

সুমন দাশ

১০ বছর আগে লিখেছেন

আদিম কাব্য

খুব করে বলে দিয়েছি নিজেকে,
বিপ্লবে আদৌ মুক্তি নেই ।
যারা স্বাধীনতা পেয়েছে তারা জানে না
নতুন শাসকের শক্ত শেকল পড়েছে পায়ে তারা ।
প্রাতঃ ভোরে রোজ বলি নিজেকে,
চাকরি কর, পয়সা কামাও
সুন্দরী দেখে বিয়ে কর
জীবন এর চেয়ে বেশি সুন্দর নয় ।
কেননা আমি দেখেছি,
ভাল খারাপ দুজন লোকেরই গড় আয়ু সমান ।
 
মাননীয় রাষ্ট্রপ্রধান,
এই শহরে কবিতা নিষিদ্ধ হোক
কবিদের ফাঁসি হোক মিথ্যের জন্য
কিংবা সত্যের ।
তারা টেবিলে বুলি ছোঁড়েন বুলেট ক্ষিপ্রতায়
মধ্যরাতে রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলে শান্তির বাণী খপছান কবি ।
কবিতায় সত্য কথা চলে আসে
... continue reading

৬৬২

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

অবলম্বন

অবলম্বন
 
আমাকে একটু ভালবাসা দিতে পারো!
আমি জানি এতোটা কাঙাল তুমি নও, ইচ্ছে করলেই দিতে পারো।
হৃদয়ের ভাঁজে ভাঁজে হয়তো গোলাপের পাপড়ি নেই,
কাঁধে নেই চটের ব্যাগ, তোমাকে নিয়ে কবিতা লিখবো
এমন কবিও হয়ে উঠিনি। চিঠি লিখে ভালবাসার কথা জানাবো
অতটা সহজাত প্রেমিক হয়ে উঠতে পারিনি;
তবুও ভিক্ষাবৃত্তির এই দেশে সবকিছুই মুখ ফুটে চাইতে হয়।
বিপণনের বাজারে ভালবাসা মূল্যহীন, অনেকেই একথা বলে-
অথচ এই মূল্যহীন কিছুই আমি চাই তোমার কাছে,
এতে ভাববার কী আছে!
নীতিকথা বলবেতো, বলতেই পারো-
চাইলেই কী আর ভালবাসা পাওয়া যায়!
এমনটা বললেও আমি পিছু হটতে নারাজ,
দেহে... continue reading

৬৮৯