Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

তুহিন সরকার

১০ বছর আগে লিখেছেন

ভালবাসা।

বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে
ভেসে গেছে সুখ
প্রিয়ার কান্না ভেজা মুখ,
শূণ্যদৃষ্টি নিলামে
প্রতীক্ষা একটু ভালবাসার..........................
স্মৃতি রোমন্থন।
ব্যস্ততার অনলে পুড়ছে হৃদয়
হাল ছাড়া ভালবাসা,
সময় আজ কাঙ্গাল!
বলি বলি করে না বলা কথা গুলো শূণ্যতায় ডুবে হাহাকার,
পাল ছেঁড়া হাল সময়ে আজ আমি কাঙ্গাল
কান্নাভেজা সুখে বিমুখ ভালবাসা।
সুখের আকাশে নিস্তব্ধ রাত,
নিশ্চুপ রাতের পাখি, মেঘে ঢাকা চাঁদ,
তারার করুণ চাহনী।
ভালবাসা আজ বসন্ত বিলাপ।
continue reading

৩৭৯

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

শৈশবের গল্প

বাড়ি থেকে সিকি মাইল দূরে
জমিদারদের পোড়ো বাড়ি, তারই পাশে বটদীঘি-
প্রকান্ড বটগাছ; তার কোল ঘেঁষে আরও একটি পুকুর,
অদূরে নাপিত বাড়ি। ছনের নয়, গোলপাতার নয়-
টিনেরও নয়- প্রাসাদতুল্য অট্টালিকা  সেটি!
এগুলো দেখতে দেখতেই স্কুলের পথ ফুড়াতো আমার।
আবার সেই পথটায় বাড়ি ফিরতে বকুল গাছের নীচে
কিছুটা আড্ডা- কিছুটা ফুল কুড়ানোর উৎসব।
এ সবই আমার শৈশবের গল্প ...
আমাদের বাড়ির সামনে দিগন্ত ছোঁয়া ধান ক্ষেত
মেঠো পথ আঁকাবাঁকা, সে পথে বৃষ্টিতে ভিজে
ডাক নিয়ে আসতো ত্রিশূল হাতে রানার মহব্বত।
আমাদের বাড়ির পোস্ট অফিসে বসে
মহব্বতের কাছে ওর গল্প শুনেছি দু:খের-বেদনার,
আমার শৈশব মহব্বতকে খুঁজে ফেরে এখনও!
বাড়ির পাশেই ছোট্ট নদী-খাল,
ঘাটে বাধা থাকতো জব্বার মাঝির পানসি... continue reading

৪৪১

মো : আশিকুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

সোহেলীর সংসার

রাস্তাঘাট প্রায় ফাঁকা। দুয়েকটি রিকশা, ভ্যান চলছে। মফিজ ও সেলিম দ্রুত সোহেলীর কাছে পৌঁছাল। সোহেলীর কাছে গিয়ে সেলিম বলল, তোমাকে নিয়ে যেতে হলে অনেক টাকা দিতে হবে। এখন আমার কাছে অতো টাকা নেই। আগামী কাল এসে টাকা দিয়ে তোমাকে নিয়ে যাব।
সোহেলী অবাক হয়ে শুধু সেলিমের মুখের দিকে তাকিয়ে থাকল। ভাবতে লাগল এমন মানুষও পৃথিবীতে আছে ! কি বিচিত্র এই পৃথিবী। এই নীল আকাশের নিচে কখন কার ভাগ্যে কি ঘটে কে রাখে তার খোঁজ। গতকালও তার ভাগ্যের আকাশে ছিল ঘোর অন্ধকার। এখন তার ভাগ্যাকাশে সোনালী সূর্য উঠার অপেক্ষায়।
পরের দিন।
সূর্যটা কেবল তার তেজ হারিয়ে দিগন্তের কোলে ঢোলে... continue reading

৬০৭

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

আকুতি

লাশের সারি আরও কত দীর্ঘ হলে তোমাদের বিবেক জাগ্রত হবে
আরও কত রক্ত পান করলে মিটবে ক্ষুধা-পিপাসা-
আরও কত মায়ের বুক খালি হলে থামবে এ যুদ্ধ যুদ্ধ খেলা?
চেয়ে দেখ আজ শুভ্র বসনে বাড়ির আঙ্গিনায় পড়ে রয়েছে লাশ
মায়ের চোখে আজ অশ্রু নেই সেখানে দাউ দাউ জ্বলছে ঘৃণার আগুন
বোবা কান্নায় তিনি আজ পাথর-
তোমাদের দূষিত পঁচে যাওয়া রাজনীতি দেখতে দেখতে তিনি আজ ক্লান্ত।
সব তো কেড়ে নিয়েছো, আমার মায়ের আঁচল ভরা সুখ, চোখে-মুখের দীপ্তি মাখা হাসি
উঠোনের এক চিলতে রোদ, ভরা পূর্ণিমার চাঁদও কেড়ে নিয়েছো
এখন অমাবশ্যার অন্ধকারে ছেয়ে আছে আমার মায়ের মুখ।
দোহাই তোমাদের, আমার মাকে আজ একটু শান্তি দাও
তাকে... continue reading

৩৯১

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

বুনো ফুলেদের সাথে~

মন আমার রোদে পুড়ে পুড়ে
এলোপাথাড়ি হাটতে থাকে,
শাহবাগের ফুলের দোকানগুলো ছাড়িয়ে
ছায়াদের সঙ্গে নিয়ে
বাংলামটরের জ্যাম পেরিয়ে
আমার সামনে এসে দাঁড়ায়; আমি তাকে দেখেই
আমার বুনো ফুলগুলো চাই তার কাছে
সে জানায়
সে সব ফেলে এসেছে কালীগঙ্গার তীরে; এবেলা ওবেলা
সেখানে নাকি ভ্রমরের দল উড়া-উড়ি করে
প্রান্তর জুড়ে নেচে বেড়ায় শালিকের ঝাঁক;
বুনো-ফুলের খুব শখ হয়েছে উড়ার
হাওয়ার আদরে
চৈত্রের এই দাবদাহেও সে ভালো আছে; উড়ে উড়ে ক্লান্ত বুনো ফুল
কাশবনের ছায়ায় বসে মেঘদের দিয়ে বার্তা পাঠায়
আসবে না আর সে কোনদিন;

বুনো ফুলগুলোকে না পেয়ে আমি কিছুটা... continue reading

৪১৮

‍মোঃ মোসাদ্দেক হোসেন

১০ বছর আগে লিখেছেন

হে শতবর্ষী পূনর্ভবা

হে শতবর্ষী পূনর্ভবা
-মোঃ মোসাদ্দেক হোসেন

হে শতবর্ষী পূনর্ভবা তোমাকে বলছি,
রুপে রুপসী পূণর্ভবা শিমুলের রক্ত রাঙানানো দৃশ্যে-
শুকনো বাশের ঝপে মাছেদের দলের সামনে বসেছি।
হাজার বছরের ইতিহাস আজ উঠে ফুঠে ক্ষণে ক্ষণে,
জন্ম-মৃত্যু-বন্ধন আর আবেগ রুদ্ধ মনে-
কতকাল গেছে; কত ক্ষণ দূরের কোকিলের ডাক শোনা যায়,
আমের মুকুল রৌদ্দুর দুপুরে অসীম স্বপ্ন জাগায়।

তুমি পূনর্ভবা; হাজার পথের মিলনের সাক্ষি তুমি,
ছুটে এসেছি তোমার বুকেতে সবুজ ঘাসের দেহেতে আমি।
মাছরাঙার নিরব অপেক্ষার পহরের মত অপেক্ষা করি,
যতদূর যায় চোখ চেয়ে দেখি চিকচিক বালি।

হে শতবর্ষী পূনর্ভবা, তোমার তীরে... continue reading

৩৯৬

তৌফিক মাসুদ

১০ বছর আগে লিখেছেন

স্কুল পলায়ন, অতঃপর বেত শিক্ষা

স্কুল পালানো কারো কারো জন্য একটি বিশেষ দক্ষতা। কারণ এই কাজ সবাই করতে পারেনা। বহু কষ্ট আর ত্যাগ তিতিক্ষার পরেই এই শিক্ষা অর্জন করতে হয়। বিদ্যালয়ে পাঠরত অবস্থায় সহপাঠীদের মধ্যে কেউ না কেউ স্কুল পলায়নে বিশেষ পারদর্শী হয়। তাদের বেশির ভাগের ভাগ্যেই কারণে অকারণে স্কুল শিক্ষকদের বিভিন্ন আইটেমের শাস্তি কপালে জোটে। অনেক সময় শিক্ষকেরা অতিষ্ঠ হয়ে অভিভাবক ডেকে অপমান করতেও ভুলেন না। স্কুল জীবনে টিফিন পিরিয়ডে কিংবা অন্য কোন সময়ে আমার পালিয়ে যাবার অভিজ্ঞতা একেবারেই কম। ঠিক কতবার পালিয়েছি তা সংখ্যায় কম হলেও সঠিক সংখ্যা বলতে পারবো না। এই অল্প কয়েকটি স্কুল পালানোর ঘটনার মধ্যে আজ শুধু একটিই মনে... continue reading

৭০৯

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও পরিবেশ

ঠিক হবে কি ঠিক হবে না
বিদ্যুৎ কেন্দ্র রামপালে,
এমনি কথার ফুলঝুড়িতে
বাড়ছে কারো দাম পালে।
পরিবেশের ক্ষতি নিয়ে
মাতছে কেউকেউ শোরগোলে,
মুক্ত বায়ু, বিদ্য্ৎুও চাই্
প্রতিদিন এই দোর খোলে।
সুযোগ বুঝে সুশীল সাজে
কেউবা নানান ধরি বেশ,
আমরাতো চাই বিদ্যুৎ কেন্দ্র
রক্ষা করে পরিবেশ।
পরিবেশও দেখতে হবে
বিদ্যুৎ ও চাই আমাদের,
দেশের স্বার্থ আগে দেখো
পরে দেখো মামাদের।
-----------------------------
continue reading

৩৫৩

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

অনন্ত যাত্রা

মহাকাল নামক সময়ের কাছে সঁপে দিয়েছি আমার পার্থিব সবকিছু
আমার মনের আঙ্গিনা জুড়ে এখন তাই বিধ্বস্ত কালো মেঘের ছায়া
জীবনের কুটিল সময়গুলো বারবার পিছন থেকে আমার
পুরান জামার আস্তিন টেনে ধরে ডাকে।
সময়ের এমন অসময়োচিত কান্ড দেখে হাসবো না কাঁদবো
আমি বুঝে উঠতে পারি না,
সময়ের কাছে আমার শতছিন্ন পুরান জামাটি খুলে দিয়ে ন্যাংটা হয়ে পথে নামি
হাঁটি, হাঁটি ক্লান্তিবিহীন এক মহাকালের পথে।
continue reading

৪১২

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

আদুরী

আদুরীকে এমন কেন
করলি বল না নদী আপা?
এমন করে তোর মেয়েকে
মারতো কেউবা যদি আপা ?
তোর ভিতরে বসত করে
হায়েনা রূপী পশুরে ,
হিংস্র রূপে উঠলো বেড়ে
বিবেকহীন এক অসুরে।
মূল্যবোধ আর মানবতা
দিনে দিনে লুপ্ত হয়ে,
মানব হয়ে দানব হলি
কলংক টিপ যুক্ত হয়ে।
দেখতে চায় আজ দেশ জনতা
শাস্তি হয় তোর কেমন করে?
আর না যেন আদুরীরা
কষ্ট না পায় এমন করে।
continue reading

৩৯৯