Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসির আহমেদ কাবুল

৮ বছর আগে লিখেছেন

নক্ষত্রেও সঙ্গে আমিও আছি, থাকবো

নক্ষত্রের সঙ্গে আত্মার সম্পর্ক আমার। নক্ষত্রের জন্মের পর থেকেই আমি এই ব্লগটির সঙ্গে রয়েছি। নীলসাধু, তাহমিদুর রহমান, লুৎফর পাশা এরা আমার খুব কাছের মানুষ। ওরা যেখানে থাকে, সেখানে আমি থাকবো না সে ভাবতেও পারি না। বিভিন্ন সময়ে ব্যাপক ব্যস্ততার পরও নক্ষত্রে আমি লেখা প্রকাশ করেছি। জলছবি বাতায়ন নিয়ে ব্যস্ত থাকার কারণে এই মাধ্যমটিতে আমার পদচারণা কিছুটা শিথিল স্বীকার করি। তবে জলছবি এখন ব্লগীয় রীতি থেকে বের হয়ে অনলাইন সংস্করণ সাহিত্য ম্যাগাজিনে চলে যাওয়ায় নক্ষত্রে আগের মতো সময় দিতে পারবো বলে বিশ্বাস করি। সময় আগেও দিয়েছি। নিয়মিত কবিতা প্রকাশ ছাড়াও এ যাবত প্রায় সবগুলো প্রতিযোগিতায়ই বিচারকের দায়িত্ব পালন করেছি। এবারও এই প্যানেলে আমি একজন।
প্রযোগিতার আয়োজন করার জন্য নক্ষত্র গ্রুপকে ধন্যবাদ। সেই সঙ্গে নতুনদের প্রতি আহ্ববান অংশগ্রহণ করুন। এতে আপনারই লাভ। বিজয়ী হওয়াই বড় কথা নয়, প্রতিযোগিতাই বড় বলে মনে করি আমি।
আগামীতে আরও কথা হবে।
শুভ কামনা সবার জন্য। continue reading
Likes Comments
০ Shares

নাসির আহমেদ কাবুল

৯ বছর আগে লিখেছেন

তোমরা কেউ দেখোনি তাকে

তোমরা কেউ দেখোনি তাকে
তার ঠিকানাও জানো না কেউ
সে থাকে মধ্যরাতে মাতালের
দ্বিধাকম্পিত বাক্যবাণে।

তার আপদমস্তক জুড়ে শুধু দীর্ঘশ্বাস,
ল্যাম্পপোস্টের শরীর জুড়ে তার মোহন
শীৎকারে রাত্রির নিস্তদ্ধতাকে
ভরিয়ে দেয় শিবরঞ্জনীর আলাপে।
সে দাঁড়িয়ে থাকে
চন্দ্রভূক অমাবষ্যার মতো
তার আঁচল জুড়ে দীর্ঘশ্বাসের ঢেউ
আছড়ে পড়ে; তবু নির্বিকার সে।
মধ্যযুগের গুহাচিত্র, উলঙ্গ বেহায়া
স্বরলিপি লিখে রাখে
প্রেমিকের কলব জুড়ে।

হৃদয় পুড়েছে কতো অনাবৃষ্টিতে
কতো বনভূমি হয়েছে ছাই দাবানলে
চোরাবালিতে ডুবে গেছে কতো স্বপ্নের পাহাড়
তবু সে নির্বিকার, তবু সে
হেঁটে চলে যায়
তৃণভূমি মাড়িয়ে।
তোমরা কেউ দেখোনি তাকে, কেউ না।

মোহাম্মদপুর
১৮ জুন, ২০১৪ continue reading
Likes ১৯ Comments
০ Shares

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

জলছবি বাতায়নের নববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

শুভ নববর্ষ ১৪২ প্রিয় সহলেখক বন্ধুরা, পহেলা বৈশাখ ১৪২১ জলছবি লেখক সংঘের উদ্বোধন, জলছবি বাতায়নের বৈশাখী প্রকাশনার মোড়ক উন্মোচন এবং জলছবি বাতায়ন বৈশাখী মিলনমেলায় আপনাদের উপস্থিতি কামনা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি নূরুন্নাহার শিরিন। বিশেষ অতিথি থাকবেন নাট্যকার, অভিনেতা শংকর সাঁওজাল, বাংলাদেশ সংবাদ সংস্থা ‍সিনিয়র ফিচার এডিটর ও লেখক কে এম শহীদুর হক ও সিনিয়র রিপোর্টার কবি সেলিনা শিউলি।
অনুষ্ঠান সূচী :
* অতিথিদের আসন গ্রহণ
* স্বাগত বক্তব্য
* জলছবি বাতায়ন নববর্ষ সংকলন ১৪২১’র মোড়ক উন্মোচন
* জলছবি লেখক সংঘের শুভ উদ্বোধন ও বৈশাখী স্মারক টি-শার্ট উন্মোচন
* মতবিনিময় সভা
* গীতিমালিকা শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা
* জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা
এ ছাড়াও থাকছে স্বরচিত কবিতা আবৃত্তি।
এ ছাড়াও থাকছে জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বই প্রদর্শনী ও বিক্রি
স্থানঃ নক্ষত্র অডিটরিয়াম, ৫৭/১২, পূর্ব রাজা বাজার, পান্থপথ চৌরাস্তা, প্রাইম ব্যাংকের উল্টোদিকে ৬ষ্ঠ তলা, ঢাকা ।
সময় : পহেলা বৈশাখ, ১৪২১, বিকাল ৪টা
জলছবি বাতায়নের বৈশাখী মিলনমেলায় সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ।
এই বিজ্ঞপ্তিটি আমন্ত্রণপত্র হিসাবে গণ্য হবে।
নাসির আহমেদ কাবুল
০১৮১৭১২৭৮০৭   continue reading
Likes Comments
০ Shares

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

তোমাকে চেনা হলো না

তোমাতে আর আমার মধ্যে সংঘাত নতুন কিছু নয়।
সৃষ্টির আদি থেকে অন্ত, জীবনের শুরু আর শেষ
যেখানেই তুমি দাঁড়াও মহিয়সী নির্লিপ্ত,
সেখানে তোমাকে চেনা বড় দায়!

কখনও কখনও তোমাকে টেনে তুলি ঘাসফুলের মতো,
কখনও পদ্মের পরাগে, বাতাবি ফুলের আঘ্রাণে, আবার
কখনও শ্রাবণের অবিরাম বর্ষণে তোমাকে ব্যবচ্ছেদ করি।
স্বপ্নের সিঁড়ি পথে থমকে দাঁড়াই, তুমি কুহেলিকা-
তোমাকে চেনা সত্যিই বড় দায়!

চোখের বেলাভূমিতে জমেছে ধূলো, ছানিপড়া অনুভূতি
অন্ধকারে পথ হারায়, রাতের আকাশে নক্ষত্রের পথে
নাবিকের তীক্ষ্ণ দৃষ্টিতে তুমি অস্পষ্ট, ধূসর- কায়াহীন
দিগন্তের মতো অধরা ছায়া আমার অস্তিত্বে তুমি,
তোমাকে আমার চেনা বড় দায়!

সন্ধ্যা পেড়িয়ে গভীর অন্ধকারে জোনাকির আলোতে
স্বপ্নের চাদরে তোমার অরূপ মূর্তি দীপ্যমান, সেতারে-
সরোদে- মেঘমাল্লারে- সকালের আহির ভৈরবীতে
কড়ি মধ্যমায় তুমি অনন্যা, স্বরলিপি ভুল সঙ্গীতে
দুর্বোধ্য, তোমাকে চেনা বড় দায়!

তবুও তোমাতে-আমাতে সুরধ্বনি বেজে ওঠে শ্বাশত
সংগীতে, মরচেধরা বোধের ছুরিতে চকচক করে স্বপ্ন,
তীষ্ণার্ত চাতকের মেঘহীন- বৃষ্টিহীন আকাশে তুমি
প্রত্যাশার বারিপাত; মরুভূমিতে ফেনিল জলধারা
তবুও তুমি অচেনা, তোমাকে চেনা হলো না আর!

৭ এপ্রিল, ২০১৪ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - আহমেদ রব্বানী

    চমৎকার পোস্ট।ধন্যবাদ রাজীব ভাই।

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

জলছবি বাতায়নের নববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র প্রিয় সহলেখক বন্ধুরা, পহেলা বৈশাখ ১৪২১ জলছবি লেখক সংঘের উদ্বোধন, জলছবি বাতায়নের বৈশাখী প্রকাশনার মোড়ক উন্মোচন এবং জলছবি বাতায়ন বৈশাখী মিলনমেলায় আপনাদের উপস্থিতি কামনা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি নূরুন্নাহার শিরিন। বিশেষ অতিথি থাকবেন নাট্যকার, অভিনেতা শংকর সাঁওজাল, বাংলাদেশ সংবাদ সংস্থা ‍সিনিয়র ফিচার এডিটর ও লেখক কে এম শহীদুর হক ও সিনিয়র রিপোর্টার কবি সেলিনা শিউলি। অনুষ্ঠান সূচী : * অতিথিদের আসন গ্রহণ * স্বাগত বক্তব্য * জলছবি বাতায়ন নববর্ষ সংকলন ১৪২১’র মোড়ক উন্মোচন * জলছবি লেখক সংঘের শুভ উদ্বোধন ও বৈশাখী স্মারক টি-শার্ট উন্মোচন * মতবিনিময় সভা * গীতিমালিকা শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা * জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা এ ছাড়াও থাকছে স্বরচিত কবিতা আবৃত্তি। এ ছাড়াও থাকছে জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বই প্রদর্শনী ও বিক্রি স্থানঃ নক্ষত্র অডিটরিয়াম, ৫৭/১২, পূর্ব রাজা বাজার, পান্থপথ চৌরাস্তা, প্রাইম ব্যাংকের উল্টোদিকে ৬ষ্ঠ তলা, ঢাকা । সময় : পহেলা বৈশাখ, ১৪২১, বিকাল ৪টা জলছবি বাতায়নের বৈশাখী মিলনমেলায় সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। এই বিজ্ঞপ্তিটি আমন্ত্রণপত্র হিসাবে গণ্য হবে। নাসির আহমেদ কাবুল ০১৮১৭১২৭৮০৭

Likes Comments
Load more writings...