Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

তোমাকে চেনা হলো না


তোমাতে আর আমার মধ্যে সংঘাত নতুন কিছু নয়।
সৃষ্টির আদি থেকে অন্ত, জীবনের শুরু আর শেষ
যেখানেই তুমি দাঁড়াও মহিয়সী নির্লিপ্ত,
সেখানে তোমাকে চেনা বড় দায়!

কখনও কখনও তোমাকে টেনে তুলি ঘাসফুলের মতো,
কখনও পদ্মের পরাগে, বাতাবি ফুলের আঘ্রাণে, আবার
কখনও শ্রাবণের অবিরাম বর্ষণে তোমাকে ব্যবচ্ছেদ করি।
স্বপ্নের সিঁড়ি পথে থমকে দাঁড়াই, তুমি কুহেলিকা-
তোমাকে চেনা সত্যিই বড় দায়!

চোখের বেলাভূমিতে জমেছে ধূলো, ছানিপড়া অনুভূতি
অন্ধকারে পথ হারায়, রাতের আকাশে নক্ষত্রের পথে
নাবিকের তীক্ষ্ণ দৃষ্টিতে তুমি অস্পষ্ট, ধূসর- কায়াহীন
দিগন্তের মতো অধরা ছায়া আমার অস্তিত্বে তুমি,
তোমাকে আমার চেনা বড় দায়!

সন্ধ্যা পেড়িয়ে গভীর অন্ধকারে জোনাকির আলোতে
স্বপ্নের চাদরে তোমার অরূপ মূর্তি দীপ্যমান, সেতারে-
সরোদে- মেঘমাল্লারে- সকালের আহির ভৈরবীতে
কড়ি মধ্যমায় তুমি অনন্যা, স্বরলিপি ভুল সঙ্গীতে
দুর্বোধ্য, তোমাকে চেনা বড় দায়!

তবুও তোমাতে-আমাতে সুরধ্বনি বেজে ওঠে শ্বাশত
সংগীতে, মরচেধরা বোধের ছুরিতে চকচক করে স্বপ্ন,
তীষ্ণার্ত চাতকের মেঘহীন- বৃষ্টিহীন আকাশে তুমি
প্রত্যাশার বারিপাত; মরুভূমিতে ফেনিল জলধারা
তবুও তুমি অচেনা, তোমাকে চেনা হলো না আর!

৭ এপ্রিল, ২০১৪ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Likes Comments
০ Share

Comments (7)

  • - আহমেদ রব্বানী

    চমৎকার পোস্ট।ধন্যবাদ রাজীব ভাই।