Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

বুনো ফুলেদের সাথে~

মন আমার রোদে পুড়ে পুড়ে
এলোপাথাড়ি হাটতে থাকে,
শাহবাগের ফুলের দোকানগুলো ছাড়িয়ে
ছায়াদের সঙ্গে নিয়ে
বাংলামটরের জ্যাম পেরিয়ে
আমার সামনে এসে দাঁড়ায়; আমি তাকে দেখেই
আমার বুনো ফুলগুলো চাই তার কাছে
সে জানায়
সে সব ফেলে এসেছে কালীগঙ্গার তীরে; এবেলা ওবেলা
সেখানে নাকি ভ্রমরের দল উড়া-উড়ি করে
প্রান্তর জুড়ে নেচে বেড়ায় শালিকের ঝাঁক;
বুনো-ফুলের খুব শখ হয়েছে উড়ার
হাওয়ার আদরে
চৈত্রের এই দাবদাহেও সে ভালো আছে; উড়ে উড়ে ক্লান্ত বুনো ফুল
কাশবনের ছায়ায় বসে মেঘদের দিয়ে বার্তা পাঠায়
আসবে না আর সে কোনদিন;

বুনো ফুলগুলোকে না পেয়ে আমি কিছুটা বিষণ্ণ হয়ে উঠতেই
অমরাবতীর ঝোপ থেকে প্রজাপতির দল আমাকে সাহস দেয়
ভেবোনা, আমি তোমায় নিয়ে যাবো কালীগঙ্গার তীরে
ফুলেদের সাথে থেকো তুমিও;

ইট কাঠের পঙ্কিল শহর থেকে আবর্জনাও মুখ ফিরিয়ে নিয়েছে
এখানে চিলেদের দল উড়ে শুধু হরিণীর মাংসের লোভে;
আমি মাংসাশী হতে পারিনি কোনদিন;
আমাকেও পাবে ঐ কালীগঙ্গার তীরেই
বুনো ফুলেদের সাথে।

১ Likes ০ Comments ০ Share ৪১৮ Views

Comments (0)

  • - ‍মোঃ মোসাদ্দেক হোসেন

    ‍শেয়ার করার জন্য ধন্যবাদ..

    শুভকামনা রইল..