Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

md. musaddek hosen

১০ বছর আগে

হে শতবর্ষী পূনর্ভবা

হে শতবর্ষী পূনর্ভবা
-মোঃ মোসাদ্দেক হোসেন

হে শতবর্ষী পূনর্ভবা তোমাকে বলছি,
রুপে রুপসী পূণর্ভবা শিমুলের রক্ত রাঙানানো দৃশ্যে-
শুকনো বাশের ঝপে মাছেদের দলের সামনে বসেছি।
হাজার বছরের ইতিহাস আজ উঠে ফুঠে ক্ষণে ক্ষণে,
জন্ম-মৃত্যু-বন্ধন আর আবেগ রুদ্ধ মনে-
কতকাল গেছে; কত ক্ষণ দূরের কোকিলের ডাক শোনা যায়,
আমের মুকুল রৌদ্দুর দুপুরে অসীম স্বপ্ন জাগায়।

তুমি পূনর্ভবা; হাজার পথের মিলনের সাক্ষি তুমি,
ছুটে এসেছি তোমার বুকেতে সবুজ ঘাসের দেহেতে আমি।
মাছরাঙার নিরব অপেক্ষার পহরের মত অপেক্ষা করি,
যতদূর যায় চোখ চেয়ে দেখি চিকচিক বালি।

হে শতবর্ষী পূনর্ভবা, তোমার তীরে সাদা সজনে ফুলের মেলায়-
অজও কত রঙে ঝলমল রোদে মেতে উঠ তুমি খেলায়।
কত যুগ পেরিয়েগেছে, কতজন হারিয়েগেছে দূরের কবরাস্থানে,
কত স্মৃতি জড়িয়ে রেখেছে অগ্নিশিখার শ্মসানে-
আমি তারিই ছবি আঁকি আজও হাজার বছরের ইতিহাস,
দু’তীরে ভাঙা গড়ার মাঝে হারিয়ে যাওয়া-গড়ে তুলা বসবাস।
তোমার যৌবনের রুপখানি আঁকি, পালতুলা নৌকা মাঝিদের,
তুমি আসবে ফিরে মনের দিগন্তে বাস্তবতায় ফের।
হাজার বছরের রত্নগুলো ভাসে মনে কত জীবন্ত স্বপ্ন স্রোত,
আজ এই মধ্য দুপুরে এলো-মেলো বাতাসে ঝলমলে এই রোদ-
যুগান্তরের স্মৃতি কথা উঠে ফুঠে দূরের সবুজ গাছেদের দেহে,
তুমি আজও সেই স্মৃতি আগলে রেখেছ কত আদর-কত স্নেহে।
পাখিরা গেয়ে যায় গান; কত পাখি, কত রঙে, কত রুপে,
আমি মুগ্ধ হই রাজহাসের সন্ধানী রুপ আঁকা ডুবে।

হে শতবর্ষী পূনর্ভবা, তুমি কি হারিয়ে যাবে,
তোমার যৌবনের প্রখরতা কি রবে-
বর্ষার দূরন্ত ছুটে চলা হয়ত আর নেই,
হয়ত তুমি থাকবেনা হয়তবা রবে তবু রচে যাই।
তোমার রুপেতে সবুজ তীরে যৌবনে তো ছিল সবিই,
তবে কি আজ বৃদ্ধার রুপে বয়ে এনেছ ইতিহাস-
তোমার হৃদয়ে আঁকি দুটি হৃদয়ের আবেগের বসবাস।

তুমি শুনে রাখ হে শতবর্ষী রুপবতী পূনর্ভবা,
তোমার বুকু স্বপ্ন সুখে আমি খুজি পূর্ণতা-
তুমি ইতিহাস আমার স্বপ্নের নতুন দিগন্তের কল্পনার,
তোমার দেহেতে সবুজ হৃদয়ে বালুর মাঝে আঁকা আল্পনার।
পাখির গানে স্বপ্নের টানে শিমুল রাঙা হৃদয় স্বরে,
সাক্ষি হয়ে থাক হে শতবর্ষী প্রেমময় তুমি নেবে মোরে-
দূরন্ত পথে নতুন কোন পথে স্রোতের মহানায়,
বলে দিও তুমি হৃদয়ের কথা অব্যক্ত কথামালার জানালায়।
২৫ ফাল্গুন ১৪১৯ বঙ্গাব্দ, দিনাজপুর।

www.facebook.com/musaddek71

০ Likes ০ Comments ০ Share ৩৯৬ Views