Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাসুদেব খাস্তগীর

৭ বছর আগে লিখেছেন

আঁকি

 
 আঁকি কতো ফুল পাখি নদী নীড় বন
রাখালিয়া বাঁশি আর আলোকিত ক্ষণ।
আকাশের নীলরং পাখিদের বাসা
ফসলের ক্ষেত আঁকি ঘামে ভেজা চাষা।
বাঁশঝাড় মেঠো পথ কৃষকের হাসি
কিশোরের চোখে দেখা সুখ অবিনাশী।
আদরের খোকা আঁকি জননীর মুখ
সাধারণ মানুষের অবারিত সুখ।
মাঝিদের ভাটিয়ালী পাল তোলা নাও
ফুলে ফলে ভরপুর স্মৃতিময় গাঁও।
দোল দোল দোলনার শৈশব স্মৃতি
সাম্যের জয়গান  আঁকি সম্প্রীতি।
বাবা আঁকি ভালোবেসে নিয়ে রং তুলি
ইতিহাস,স্বাধীনতা সেই দিনগুলি।
খেলাধুলা পাঠশালা চাঁদ তারা রাত
উল্লাসে মেতে ওঠা কোটি কোটি হাত।
রূপ দেখে  মন হয়  সুখে আনমনা
ইচ্ছেতো আঁকি দেশ, প্রতি ধূলিকণা। continue reading
Likes Comments
০ Shares

বাসুদেব খাস্তগীর

৭ বছর আগে লিখেছেন

মেঘ ওড়ে আকাশে

আকাশ জুড়ে মেঘের ভেলা
ছুটছে কোথা ঐ
খোকন সোনা ভাবছে বসে
যাচ্ছে ওড়ে কই ?
নীলাকাশের সনে যে তার
এমন মাখামাখি
দেখেই যেনো মন আবেশে
জুড়িয়ে যায় আঁখি।
খোকন বলে আপন মনে
'ও মেঘ কোথা যাও ?
আমায় তুমি  করবে সাথী?
নাও না মেঘ নাও'।
চলছে ছুটে  অচিন দেশে
ঠিকানা নেই জানা
একটু দাঁড়া,  বললে শোনে
মেঘ কি কারো মানা?
মেঘের সাথে মিতালী চায়
খোকন সোনা মনি
উথলে ওঠে বুকের মাঝে
খুশির প্রতিধ্বনি।
মেঘের কোলে আঁচল পেতে
ঘর যে বাঁধে মন
খোকন ভাবে মেঘই হবে
বন্ধু সারাক্ষণ।
অদেখা সব দেখবে ওড়ে
ঠিকানাহীন যাত্রী
কী যে মজার সময় হবে
দিন যে কিবা রাত্রি।
রঙিন হয়ে স্বপ্নগুলো
দেয় যে আলো ঢেলে
মেঘের মতো দূর আকাশে
ওড়ে  পেখম মেলে।
 -------------- continue reading
Likes Comments
০ Shares

বাসুদেব খাস্তগীর

৮ বছর আগে লিখেছেন

ইচ্ছেরা সব

সারাদিন সারাক্ষণ ঐ দূর আকাশে
নীলিমার নীলে নীলে ঐ মেলে পাখাসে
প্রজাপতি ওড়ে ওড়ে কী যেনো কী বলে
'এসো এসো খেলা করি মালা পরি গলে'
এই বলে প্রজাপতি ডেকে যায় দিন রাত
বসে বসে খেলা করি মনে বড়ো জাগেস্বাদ
মাঠ ঘাট নদী গিরি সবুজের দেশে
ইচ্ছে হয় পাখা করে যাই ভেসে ভেসে
মন মিশে যেতে চায় আকাশের নীলে
রঙে রঙে মন সাজে সাত রঙে মিলে।
ফুল পরী লাল পরী পাখিদের সনে
হেসে খেলে যাই ওড়ে দূরের ঐ বনে।
আরো কতো ইচ্ছে আজ মনে এসে ভীড়ে
জমা আছে সব গুলো মন রাঙা নীড়ে। continue reading
Likes Comments
০ Shares

বাসুদেব খাস্তগীর

৮ বছর আগে লিখেছেন

ভেজাল খাদ্য ভেজাল লেখা

খাদ্যে যেমন ভেজাল আছে
ভেজাল আছে লেখায়
নানা রকম রোগে ভোগে
ভেজাল খাদ্য যে খায়।
অনেক পেপার আজকে দেখি
যেসব লেখা ছাপায়
শুধুই ছাপে ইচ্ছে মত
যা খুশি তা পায়।
মানে গুণে এ সব কী হয়
কবিতা আর ছড়া ?
ভেজাল খাওয়ার মতই আজকাল
বাধ্য হয়ে পড়া।
ভালো লেখক,ভালো লেখা
যখনই বা পেলাম
ভালোবাসা, অভিনন্দন
রইলো হাজার সেলাম।
---------------------------------- continue reading
Likes Comments
০ Shares

বাসুদেব খাস্তগীর

৮ বছর আগে লিখেছেন

পরামর্শ

'অসাধারণ', 'চমৎকার' আর
'দারুন ভাইজান', 'দারুন'
এমন কমেন্ট পেয়ে খুশির
আত্মতৃপ্তি ছাড়ুন।
পড়ুন আগে, লিখুন পরে
গ্রামার করুন রপ্ত
লিখেই দেখুন, নামটি আপনার
করছে সবাই জপ তো।
বাড়লে বয়স সবাই বলে
আপনি হচ্ছেন বুড়ো
লেখালেখির বয়স তখন
ক্রমেই ক্রমে শুরু।
যদিও নাই যোগ্যতাটা
দেবো পরামর্শ
ছড়া পড়ে দেখবো হয়তো
বদন ভরা হর্ষ।
--------------------------
নতুন লেখকদের প্রতি, তাদের প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়।আর লেখালেখিতে আমি নিজে একজন ছাত্র মাত্র।তারপরও দু: সাহসকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    দারুণ লেগেছে দাদা

Load more writings...