Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"তোমার জন্য"

একটি কবিতা লিখব তোমার জন্য

কিছু ঘাসফুল আর জোছনার আলো

ছড়িয়ে দিব তাতে,

আরো লিখব, আমার চোখের পাতা

তোমার জন্য ঠিক কতখানি ব্যকুল।

তুমি পড়বে আর হাসবে,

বলবে, এই ছেলে

কেন এত ভালোবাস আমায়?

২ Likes ১০ Comments ০ Share ৪৭১ Views

Comments (10)

  • - ইকবাল মাহমুদ ইকু

    আমার সবচেয়ে প্রিয় কবি হেলাল হাফিজ , উনাকে জন্মদিনের শুভেচ্ছা ।

    আর এই পোস্ট টির জন্য নীল দা কে ধন্যবাদ  

    - আলভিনা চৌধুরী

     এখন তুমি কোথায় আছো কেমন আছো, পএ দিও


    এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
    খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পএ দিও।
    ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পএ দিও।
    কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
    কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
    পএ দিও, পএ দিও।

    আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
    গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?   ---এরপর আর কিছুই বলার থাকে না আসলে ! শুভেচ্ছা প্রিয় কবি !!

    - আরজু পনি

    প্রস্থান কবিতাটি আমার দারুণ পছন্দের ।
    একসময় হেলাল হাফিজের যে জলে আগুন জলে  বইটির সব কবিতাই প্রায় মুখস্ত ছিল ।

    এমন দারুণ একটা লেখা শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ জানাই আপনাকে ।
    শুভেচ্ছা রইল কবিকে ।।

    • - তুহিন সরকার

      শুভেচ্ছাসহ শুভকামনা রইল।

      আর সবার মত হেলাল হাফিজ আমারও প্রিয় কবি। শ্রদ্ধাভরে স্মরণ করছি কবিকে।

      সাধু ভাই পোস্ট দিয়েছি, প্রথম মন্তব্য আপনার পোস্টে করছি।

      ধন্যবাদ সাধু ভাই প্রিয় কবিকে নিয়ে লেখার জন্য। ভাল থাকুন সব সময়, শুভকামনা রইল।