Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন দাশ

১০ বছর আগে

আদিম কাব্য

খুব করে বলে দিয়েছি নিজেকে,

বিপ্লবে আদৌ মুক্তি নেই ।

যারা স্বাধীনতা পেয়েছে তারা জানে না

নতুন শাসকের শক্ত শেকল পড়েছে পায়ে তারা ।

প্রাতঃ ভোরে রোজ বলি নিজেকে,

চাকরি কর, পয়সা কামাও

সুন্দরী দেখে বিয়ে কর

জীবন এর চেয়ে বেশি সুন্দর নয় ।

কেননা আমি দেখেছি,

ভাল খারাপ দুজন লোকেরই গড় আয়ু সমান ।

 

মাননীয় রাষ্ট্রপ্রধান,

এই শহরে কবিতা নিষিদ্ধ হোক

কবিদের ফাঁসি হোক মিথ্যের জন্য

কিংবা সত্যের ।

তারা টেবিলে বুলি ছোঁড়েন বুলেট ক্ষিপ্রতায়

মধ্যরাতে রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলে শান্তির বাণী খপছান কবি ।

কবিতায় সত্য কথা চলে আসে

সত্য এখন পেছনে থাকে, পরকী্যার মত ।

সত্য প্রকাশ্যে নিষিদ্ধ হোক

কবিতা এবং কবিও ।

 

মাননীয় রাষ্ট্রপ্রধান,

চারিদিকে মেয়েলোক ধর্ষিত হচ্ছে,

হোক

কেননা তালগুড় দেখলে পুরুষেরা পিঁপড়ে হয়ে যায়

মেয়েলোকের জন্যই তেতুল কাহিনীটা মার্কেটে বেশি খেয়েছে

এই শহরে ।

আপনারা বিনামূল্যে জন্মবিরতীকরন পিল বিলানোর কথা ভাবছেন সারাদেশে

আপনারা ভাবছেন না,

দেশের জনশক্তি আজ আকাশ ছুঁই ছুঁই

আগামী অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ধর্ষকদের জন্য অর্থ বরাদ্দ করা হোক ।

মেয়েলোক দেখলে পুরুষের ঠোঁট ফুঁড়ে বের হয়ে আসে

কুকুরের রসালো জিহবা

আমাদের মনে নেই আমাদের মা নারী ছিলেন

আমাদের বোনটিও নারী ।

 

মাননীয় রাষ্ট্রপ্রধান,

গরীবদের নিষিদ্ধ করা হোক

এ দেশে গরীব থাকবে না ।

দামি দেশের হর্তাকর্তারা ঋন দিতে এসে যখন

গগন টপকানো দালানের উপর থেকে মাথা নিচু করতেই দেখেন

পোকামাকড়ের মত কিলবিল করছে শয়ে শয়ে গরীব লোক

বহিবিশ্বে তখন আমাদের মর্যাদা কোথায় গিয়ে ঠেকে ?

গরীবের সস্তা মুন্ড শিরচ্ছেদ করা হোক

কেননা বুলেটের চেয়ে তাদের জীবনের মুল্য শতগুণে কম ।

 

মাননীয় রাষ্ট্রপ্রধান,

মানুষের চেয়ে কুকুর শৃগালের স্বাধীনতা বেশি

আমরা স্বাধীনতা চাই না ।

জলপাই বুটের নিচে যে গণতন্ত্র

রক্তাক্ত হয়ে মাথা নুয়ে সুবোধ হয়ে যায়

বারবার আমাদের পতাকা খেয়ে উড়ে যায় পুরনো শকুন

সেসব স্বাধীনতা বাহাস

বয়স পেরুনো সম্পাদকের গলা উপচে পড়া বহুল উগড়িত বুলি ছাড়া কিছু নয় ।

আমাদের বিপ্লব

আপনাদের বাজারের থলেতে হাসফাস করছে

কারো সুবিধের না হলে আস্তিক নাস্তিক গল্পে হোচট খাচ্ছে

রোজবেলাকার এসব ডাল ভাত কাহিনী

আমরা সে স্বাধীনতা চাই না ।

আমরা বিপ্লব চাই না

যে বিপ্লবকে দুষিত করে ফেলা যায় ।

মাননীয় রাষ্ট্রপ্রধান,

একবার ভাঙ্গা কাচে দাঁড়িয়ে দেখুন নিজেকে

ভাঙ্গা কাচের মত আপনিও অনেক ঠুকরো হয়ে গেছেন

একদিন, বহুদিন আগে ।

০১/০৮/২০১৩

১৭ শ্রাবণ ১৪২০

১ Likes ৮ Comments ০ Share ৬৬২ Views

Comments (8)

  • - লুৎফুর রহমান পাশা

    বিশাল জ্ঞান গর্ভ লেখা। লেখনির জন্য অসংখ্যা ধণ্যবাদ

    • - আল ইমরান

      কি যে বলেন পাশা ভাই। এটাতো সাধারন জ্ঞান।

    - চারু মান্নান

    vijan,,,,,,,,,darun jotil paper,,,,,,,,,good day

     

    • - আল ইমরান

      ধন্যবাদ মান্নান ভাই। অনেক দিন পর পেলাম। কেমন আছেন?

    - ইকবাল মাহমুদ ইকু

    এত জ্ঞানী কথা বার্তা আমি বুঝিনা,তাও পরলাম , ভাল লাগলো  

    • - আল ইমরান

      ধন্যবাদ ইকু ভাই।

    Load more comments...