Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তবুও সমর্পিত তোমাতে

উত্থান নেই, পতনের ভীতি ব্যাকুল করেনি কখনোই
শুধু তোমার জন্য উৎকণ্ঠিত ছিলাম-এই এলে বুঝি!
এই বুঝি শ্রাবণের মেঘে সূর্যকে আড়াল করে
তোমার ছায়া হেসে উঠবে ধান ক্ষেতে!
অথচ তুমি আসোনি, তাই দাবানলে পোড়ে অস্তিত্ব
ইচ্ছের পায়রা মুখ থুবড়ে পড়ে লজ্জায়-দীনতায়।

বিবাগী মানুষের সংসার মরুভূমিতে পথ হারানো-
ঘুমের ঘোরে দু:স্বপ্নের পদাবলি,
মাতালের প্রেম, তীরহারা নাবিকের
আলেয়ার পথ দেখানো!

আমার সংসার নেই, বৈরাগ্য নেই কিছুতেই,
আমার আছো তুমি-শুধুই তুমি।
আকাঙ্ক্ষার স্বচ্ছ দর্পণে তোমার ছায়া দেখে
বেঁচে থাকার ইচ্ছে প্রবল জোয়ারের জলে
ভাসিয়ে নিয়ে যায় আমাকে রূপকথার দেশে,
অথচ সেখানে তুমি অসম্পূর্ণ একজন নারী
বোধহীন-বিবেকহীন মুক-বধির!

তবুও আমি উৎকণ্ঠিত জন্ম-জন্মান্তর
আমার সবটুকু ভালোবাসা তোমারই জন্যে!

পুরানা পল্টন, ঢাকা
২০ আগস্ট, ২০১৩

১ Likes ৪ Comments ০ Share ৪৪৫ Views

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    ইমরানের কবিতা ইদানিং বেশ সুন্দর হয়ে উঠছে।

    - আল ইমরান

     নজ্জা পাইলাম............... 

    - চারু মান্নান

    Dharun kobita,,,,,,,kobi vai,,,,,,,,,

    • - আল ইমরান

      ধন্যবাদ মান্নান ভাই। 

    Load more comments...