Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অবলম্বন

অবলম্বন

 

আমাকে একটু ভালবাসা দিতে পারো!

আমি জানি এতোটা কাঙাল তুমি নও, ইচ্ছে করলেই দিতে পারো।

হৃদয়ের ভাঁজে ভাঁজে হয়তো গোলাপের পাপড়ি নেই,

কাঁধে নেই চটের ব্যাগ, তোমাকে নিয়ে কবিতা লিখবো

এমন কবিও হয়ে উঠিনি। চিঠি লিখে ভালবাসার কথা জানাবো

অতটা সহজাত প্রেমিক হয়ে উঠতে পারিনি;

তবুও ভিক্ষাবৃত্তির এই দেশে সবকিছুই মুখ ফুটে চাইতে হয়।

বিপণনের বাজারে ভালবাসা মূল্যহীন, অনেকেই একথা বলে-

অথচ এই মূল্যহীন কিছুই আমি চাই তোমার কাছে,

এতে ভাববার কী আছে!

নীতিকথা বলবেতো, বলতেই পারো-

চাইলেই কী আর ভালবাসা পাওয়া যায়!

এমনটা বললেও আমি পিছু হটতে নারাজ,

দেহে যখন হৃদয় আছে সেখানে ভালবাসা থাকবেই,

পছন্দটুকু বাদ দিলে শুধু পাত্র আর অপাত্রের ভেদাভেদ।

দেখতে সুশ্রী হলেও ভাল পাত্রের উদাহরণ আমি নই,

একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, ইচ্ছেগুলোও অতি সাধারণ।

বিত্ত, বৈভব আর সৌন্দর্য সবইতো বাহ্যিক আভরণ,

সহজেই চোখে ধরা পড়ে, এগুলো কী সুখের প্রতীক!

চোখের বাইরেও চোখ আছে- যদি থাকে অন্তর্দৃষ্টি,

অনুভবে বুঝে নিতে হয়। একবার সেভাবে আমার দিকে তাকিয়ে দেখো-

নিশ্চয়ই ভালবাসা খুঁজে পাবে, গোলাপের পাপড়ি হয়ে তা শুকোবেনা,

ঐশ্বর্যের অহংকার সেখানে নেই আছে শুধু বিশ্বাসের আমন্ত্রণ।

আর যদি তেমন ভালবাসা পেয়েই যাও, তবে নিতে কার্পন্য করোনা।

অভাবের এই দেশে ভালবাসাই বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

১ Likes ৮ Comments ০ Share ৬৮৯ Views

Comments (8)

  • - ইকবাল মাহমুদ ইকু

    অনেক বেশি রেট ... মোবাইল বেইচা মনে হয় প্যাকেজ কিনতে হবে 

    - রোদেলা

    টেকার টেকা ।