Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

একুশের চেতনা করি রক্ষা

ওরে সোনার বন্ধু ও বন্ধু শোন
রক্ত পাওয়া মোর বাংলা ভাষা
বলতে বুঝতে করিস কেন ভুল
সত্যিকথা স্বীকারে করি চুলাচুল
তাই তো দেখি- ঢং সেজেছে-
মনের মাঝে নাই রে একেবারে নাই
একুশের চেতনা ফুটা ফুল।।
 
কি করে ভাবিস সৌভা পাবে বল
মাতৃভাষার মাঝে অন্যভাষার মিশ্রন
কার কাছে সভ্য রাখ বাজায়
সবাই বাঙ্গালী মোরা বাংলাভাষা বল;
বিশ্বস্ময়ণ আন্তর্জাতিকমাতৃভাষা দিবস পেলো
কি করে হবে বাংলায় ধারা মিষ্টি মন
দেহের মাঝে যদি না থাকে মাগো
মাতৃত্বের স্বপ্নমাখা মুখরিত গুনেবলি বল।।
 
বলি কি আর মোদের কণ্ঠ ভরে গৌরব
জ্বলাঞ্জলি দিয়ে... continue reading

৪৪২

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী, গজল সম্রাট জগজিৎ সিং এর ৭৩তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

বিশিষ্ট ভারতীয় গজল গায়ক, সুরস্রষ্টা, সংগীত পরিচালক জগজিৎ সিং। যার সুরের ইন্দ্রজাল ছড়িয়ে রয়েছে বিশ্বময়। উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী জগজিৎ সিং যিনি "গজল-সম্রাট" নামেই বহুল পরিচিত। গজলে নিপুণতার জন্যে শ্রোতারা তাকে 'গজল সম্রাট' নামে অভিহিত করতেন। তার স্ত্রী চিত্রাকে সঙ্গে নিয়ে জগজিৎ সিং ভারতে গজলের পুনর্জাগরণ সৃষ্টি করেছেন বলে মনে করা হয়। গজল ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একটি জটিল ধারা। সিং গজলের সঙ্গে "গীত" ধারার মিশ্রণ ঘটিয়ে এই ধারাটিকে সরল করে তোলেন। এরই ফলে গজল পুনরায় জনপ্রিয় হয়ে ওঠে। বাণিজ্যিক দিক থেকেও তিনি ছিলেন একজন সফল গজল শিল্পী। প্রায় পাঁচ-দশকব্যাপী সংগীতজীবনে তিনি ৮০টি অ্যালবাম প্রকাশ করেন। মৃত্যুর আগে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু... continue reading

৮৬৯

আহমেদ রব্বানী

১০ বছর আগে লিখেছেন

মাঝি

 
মাঝিরে ও ও মাঝিরে..........

গহীন গাঙের মাঝি তুমি
কোনবা দেশে যাও
উজান-ভাটির জোয়ার-ভাটায়
রঙিন পাল উড়াও।

এ-কূল ভাঙে ও-কূল গড়ে
এইতো নদীর খেলা
জীবন নদীর দু'কূল ভাঙে
সকাল সন্ধ্যাবেলা।
তবু মাঝি যাওরে বাইয়া
তোমার ভাঙা নাও।
মাঝিরে ও ও মাঝিরে..........

দুঃখ নদীর নাই কোনো কূল
নাইরে কিনারা
সুখ পাখিটা রইলো দূরে
দিলোনা ধরা।
হইলো নারে জানা মাঝি
কী যে তুমি চাও।
মাঝিরে ও ও মাঝিরে..........
continue reading

৪৩৯

সীমান্ত প্রধান

১০ বছর আগে লিখেছেন

গানঃ মনে তাদের প্রেম ধরেছে

ভাষাহীন আবোল-তাবোল পাগল পাগল ছেলেটা
নির্ঘুম রাত পাচারিতে উদাস উদাস মেয়েটা
মনে তাদের প্রেম ধরেছে
এবার তাঁরা ঠিক মরেছে ।।
ছেলেটা উড়নচণ্ডী ফেসবুকে তাঁর মন পড়ে রয়
মেয়েটা বড্ড ভীতু জানলে বাবা কি জানি হয়
প্রেমে কি আর মানে বারন
রক্ত চক্ষু বাবার শাসন
মনে তাদের প্রেম ধরেছে
এবার তাঁরা ঠিক মরেছে ।।
ছেলেটার বয়স কুড়ি মেয়েটার সবে ষোল
মেয়ের বাবা মস্ত ধনী ছেলের নেই চাল চুলো
তবুও তাদের মাথা জুড়ে ঘর বাঁধার স্বপ্ন ঘুরে
তাই তাঁরা ঠিক করেছে
পালাবে যে অনেক দূরে
মনে তাদের প্রেম ধরেছে
এবার তাঁরা ঠিক মরেছে ।।
continue reading

১৭ ৫৭৬

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

বসন্তের গান (০২)

শহীদুল ইসলাম প্রামানিক
লালে লালে লাল হলোরে কি সুন্দর ঐ শিমুল ডাল
মানের মাঝে রঙ লেগেছে এলো কি বসন্তকাল?
ফাগুন মাসে আগুন ঝরা দখিন হাওয়া বয়ে যায়
তরু লতায় লাগছে দোলা, রাখেলেরা ফিরে চায়
বাঁশি হাতে যায়রে রাখাল সঙ্গে লয়ে গরুর পাল
মনের মাঝে রঙ লেগেছে -----
উদাসী ওই বাঁশির সুরে লাগে ব্যাথা মনে
করুণ সুরের মুর্ছনাতে যাই গো চলে বনে
পাগলা হাওয়া উড়ে উড়ে হয়ে যায় যে মন মাতাল
মনের মাঝে রঙ লেগেছে ----
খোলা আকাশ খোলা বাতাস যায় না থাকা বাটে
ছট্ফট্ ছ্ট্ফট্ করে মনটা গেলে নদীর ঘাটে
রাখালীয়ার বাঁশীর সুরে ভাঙে বুঝি মোর কপাল
মনের মাঝে রঙ লেগেছে ----
continue reading

৬০৫

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

এ আমার বাংলাদেশ- বাংলাদেশ রে

ও মন বলনা আমারে
কোন দেশেতে ছাত্র মরে ভাষার লাগিরে
এ আমার বাংলাদেশ- বাংলাদেশ রে।।
কোন দেশেতে দামাল ছেলে সাজে মুক্তি সেনা,
রক্ত দিয়ে হলো কাদের স্বাধীনতা কেনা ?
                    ও মন বলে দে না ।
পৃথিবীতে এমনি দেশ আর একটিও না ,
                    তার কোথায় ঠিকানা ?
শাপলা ফোটা দীঘির জলে
দোয়েল ডাকা গাছের ডালে-
আমার দু:খের বর্ণমালারে । এ আমার বাংলাদেশ-
কোন দেশেতে জাগে মানুষ শুনে মুক্তির গান,
ঝরে পড়ে ত্রিশ লক্ষ তপ্ত তাজা প্রাণ ।
                     তাঁরা স্মৃতিতে অম্লান।
পৃথিবীতে এমনি দেশের শুনেছো কি নাম ?
                      তার গাইরে গুনগান।
স্মৃতিসৌধ শহীদ মিনার
যুগে যুগে ঠিকানা তার-
আমার শিখা চিরন্তন রে। এ আমার বাংলাদেশ-
continue reading

১৮ ৪৭৫

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

শালুক পোড়া পূর্ণিমা (২য় ০৮)

এই শালুক পোড়া পূর্ণিমার ক্ষণ
আহা অপরুপ সুন্দর কি মধুবন
কত যে মুখরিত আলাপনা কল্পনা
ও এসো না এলগ্নে ভালোবাসায়
সাজাই গো এই প্রেমের বৃন্দাবন।।
 
শিশির ভেজা সাদা গন্ধরাজ আর
বকুল ফুটা গন্ধ ভরা মুগ্ধ আজ
ফুরাবে না বলো!নাগো দিঘল রাত
চোখ রাঙ্গা ঐ হুতূম পেঁচার মত
ভয়ঙ্কর করো না গো একই করন।।
 
সন্ধ্যা তারা হবো নীলমায় নক্ষত্র হবো
হবো আঁধার ডাকা ছায়াময় প্রেতাত্মা
ডাকবে কাছে চুপিচুপি চোখের ইশারায়
স্বাদের বৃন্দাবন করো না ঝর্ণা ধারা
বিষাদ চিত্তের এক অগ্নিশিখা জ্বলোন।।
 
বাউল ধরনের গানের কথা {২য় ক্যাটাগরি... continue reading

২৪ ৫১২

রোদেলা

১০ বছর আগে লিখেছেন

গান-৩ ( স্মৃতির পথে )

স্বপ্নের হাত ধরে

ধূলোময় পথ ছেড়ে

অদেখা শহরের প্রতি গোলিতে ;

হাজার মুখেরা ঘুরে চলেছি ,

আর মায়াময় স্বপ্ন বুনেছি

হাজার স্বপ্ন এঁকে চলেছি ।।


ফেলে আসা পথ খানি

দিয়ে চলে হাতছানি -

ভীরু ভীরু মন নিয়ে

অচেনা পথ পাড়ি দিয়েছি ;

আর মায়াময় স্বপ্ন বুনেছি

হাজার স্বপ্ন এঁকে চলেছি ।।


দিন গুলো বেলা শেষে

স্মৃতির হীমেল আবেশে -

চেনা চেনা মুখ খুঁজে পেয়েছি

তাই বন্ধুর হাতে হাত রেখেছি;

... continue reading

১৯ ৪০০

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

অন্ধ জীবন (গান)

শহীদুল ইসলাম প্রামানিক
আমি যারে ভাল বাসি
শুনতে পাই তার মধুর হাসি
এই নয়নে প্রান ভরে যে দেখতে চাই
অন্ধজীবন কঠিন জীবন সাধ আছে মোর সাধ্য নাই।
ও মোর আল্লাহরে. অন্ধজীবন কঠিন জীবন
সাধ থাকিলেও সাধ্য নাই।
পায়ের মলে রিনি ঝিনি
মনে হয়রে চিনি চিনি
প্রিয়া বলে ডাকতে আমার সাহস নাই
অন্ধজীবন কঠিন জীবন সাধ থাকিলেও সাধ্য নাই।
পাশ দিয়ে যখন হেটে যায়রে
কি আবেশে ফিরে চায়রে
কল্পনাতে দেখছি শুধু বাস্তবে তো দেখি নাই
অন্ধজীবন কঠিন জীবন সাধ থকিলেও সাধ্য নাই
প্রিয়া মোর যে কত সুন্দর
দেখতে কাঁদে আমার অন্তর
চাঁদ বদনীর সুন্দর মুখটি কখনতো দেখি নাই
অন্ধজীবন কঠিন জীবন  সাধ থাকিলেও সাধ্য নাই

স্রোষ্টা সৃষ্টি... continue reading

১৩ ৫২১

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

দুল দেওয়া দূর্বাঘাস (২য় ০৭)

কার মনে কিসের রঙ্গীন ভবন
কে চায় রে কেমন দূর্বাঘাসের ধরন
আহা কি নিদারুণ নতুন ভুবন;
চাইস কি রে বল-চাইস কি রে বল
চাওয়ার আগে গড়তে হবে
পূণ্য শক্তি বল-পূণ্য শক্তি বল।।
 
স্বাদের জন্মীলে মরতে হইবেরে
চিরসত্য কি দারুন বিধানরে-
পুষ্পহিত আলোকিত ব্যক্তিবর্গ গণ
একে একে হইয়াছে পরলোকগমন
রইয়াছে রে ভালমন্দের স্মৃতিচারণ
পড়ি ইতিহাস ঝর ঝরাইয়া পরে জল।।
 
কেউ বলেগেছে মানবতাই বিশ্বধর্ম
ব্যস্তবতায় দেখি মিল নাই কাজকর্ম
ভয়ঙ্কর নিলজ্জা দেহ কম্পন ভাবে নিমরণ
তবুও হবে নিথর নিকুঞ্জ নতুন ভুবন
এরি মাঝে কি করে চায়বে বল
দুল খাওয়ানো দূর্বা... continue reading

১৪ ৪০৫