Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

এমনটি হয়

রিমঝিম সেই বৃষ্টির শব্দে ভিজাই
সেই না দুপুর -সেই না বিকেল
হৃদয় দ্বারে ছুঁয়ে ছুঁয়ে যায় !
কথায় তোরা আয় ছুটে আয়;
নেমেছে এই বৃষ্টি ! মাঠভিটাই-
ফুটবল খেলতে যাবি আয় -আয়।

এখনো রূপালী বৃষ্টির মাঝে
সোনালী স্বপ্নের প্রজাপতি সাজে-
যায় ছুটে যায় -ঐ মাঠে ঐ ঘাটে
বল না -তোদের কি এমনটি হয় ?
জলকাদা মাখামাখির কি যে গন্ধ
তোদের হয়েছে শুধু স্বার্থের চন্দ্র !

কখনো বনঘুঘু ধানসালিক বেসে উড়ে যায়
রূপালীচোখের পাতায় সব দেখতে পাই
আর এক একটা স্মৃতির ক্ষণগুলো
নোনা জলে বুক ভেসে যায়-
বল না -তোদের কি এমনটটি হয়?
৩০/০৩/১৭
------------
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - অন্ধকারের গান

    ভাল হয়েছে :)

    - নাজনীন পলি

    দারুন emoticons

    - টি.আই.সরকার (তৌহিদ)

    ভাষা নিয়ে সুন্দর ছড়া কবিতা ।

    শুভকামনা ও সমর্থন থাকলো ।

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

অভয় জঙ্গল

নিঝুমদ্বীপের চারপাশটা জঙ্গলের অভয় আঁজলা
নিত্যই প্রহর সাপ বেজি করে খেলা –
কি সুখের গেঁথে রাখিস হুড়মুড়ে সোনায় মালা !
নদী ভাসাও সমুদ্র মিশাও ভিড়াও না ভেলা-
নিঝুমদ্বীপে জাগাও দুঃখ খেয়ার চর
খরখরা বালির রোদ্রজ্বালা ঘর চরের উপর
শূন্য দ্বীপ করেছে এক নিঝুম বর-
ঘুপের গগণে মেঘবৃষ্টির হয়েছে শ্রাবণী সর।
১১/০২/১৭
------------
 শুধু নেই

সবকিছুই আগের মতোই আছে
সেই হাল সেই পাল-শুধু আামি নেই সেই খানে-
এখনো শনি- মঙ্গল বারে হাট বসে;
যমুনার পানি ফোলে উঠে-ধু ধু চর জাগে-
সারিবাঁধা বাঁধের ধূলিমাখা পূর্বাকাশে উড়ে;
শুধু আামি নেই সেই খানে-
এখনো সূর্যহাসে পূর্ণিমার তারাগুলো ঝরে
চঞ্চল মাঠের ফড়িংগুলো খেলা করে
কত নতুন নতুন ফুল ফলের সুগন্ধ ছড়ে-
উজ্জ্বল সবুজ পাতা পাপড়ি ঝরে পরে
কত না কথার বর্ণগুলো হাহাকার সয়ে!
শুধু আামি নেই সেই খানে-
সবকিছু নিত্যদিনের সিনেমা হলের দৃশ্যপট জেগে উঠে
-নিশিপুহানোর স্মৃতির ঘাটে -আকাশ, বাতাস,
নদনদী, খালবিল মাটি জলের মতো;
সব ঠিকঠাক আছে -শুধু নেই সেই খানে।
০১/০১/১৭
=======
continue reading
Likes Comments
০ Shares

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

স্পিন বলের উইকেট

দিনটা বেশ ভারী ভারী উষ্ণমুখে মিষ্টি হাড়ি-
উকেটটা আজ টানপরা কর করা বালি বালি
স্পিন বলে করবো আউট শূন্যরানের কারি কারি-
মুরালিধরণ, মোস্তাকের মতো অনুকরণের রাগি
বিরাটকলি কিংবা ব্রাঃ লারার ব্যাট ধরার স্ট্রাইলি।

সাজিয়েছি জন্ডিরোজ আর নাসিরের ফিলডিং !
যতোই ভাবো টন্ডুলকার আর তামিমের মারমুখি;
জিলাপির পেচের মতো সাদাবলের ঘুর্ণি পাঁক-
ছেড়েদিবো ঠিক ম্যাডেল উকেট বরাবরি ধাক!
ভাবো না মাঝে মাঝে আর একটু বাউন্সের রাগ।

১৮/০১/১৭
=======
continue reading
Likes Comments
০ Shares

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

অযোগ্য ভাবনা

(ছবিটা নেট থেকে সংগ্রহ) (দীঘ একবছর পর নক্ষত্রে পর্থাপণ করলাম )
রূপের বিকৃতে প্রেমময় চোখ অযোগ্য-
তাহলে কি কাম্য শুধু চোখের পলকে মৃদূহাসি !
এতোশত বুঝিনা- সামনে এসে পরো ;
যোগহীন কি দেখলে ? দেখো না- মৌমাছি মধু আহরণে-
দেখো না- প্রজাপতি উড়ে বসে ঘাসফড়িংর বুকে-
তেমনী করে অযোগ্য ভাবো কি করে ?
ক্ষীণ রূপের সাথে লাগাছো বিদ্বেষীর রঙ সরিষা ;
আমি চর হয়ে যাবো -কাঁচালঙ্কার !
তখন নাহয় ভাবো অযোগ্য ভমরের অস্থিপঞ্জর -
দৃষ্টির অগোচরে -সাদা ভেলায় জলঝরে ।
২৭/১২/১৬
=======
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - দীপঙ্কর বেরা

    শুভেচ্ছা সবার জন্য 

    - এই মেঘ এই রোদ্দুর

    অভিনন্দন সকলকে ।

     

    - টি.আই.সরকার (তৌহিদ)

    বিজয়ী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা ।

    কৃতজ্ঞতা তাদের প্রতি, যাদের রায়ে আমি বিজয়ীদের পাশে স্থান পেয়েছি ! সকলের জন্য ভালবাসা ।

    Load more comments...

আলমগীর সরকার লিটন

৮ বছর আগে লিখেছেন

সুখের অধরা পাথি ( সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতার’১৬ ক্যাটাগরি -01)

ওরে অচিনা গাঁয়ের এক উড়ুয়া পাখি -
চিনলি না বুঝলি না বাউলিয়া দেহের অক্ষি !
হরেক রকম রিংটংন বাজে উঠে গায়-
একটু শুনবো বলে আঁধার কেন আচে ধায় //
 
দুপুক দাপুক কেমন করে একতারাটা যে-
উড়ুয়া পাখি উড়ছে গো অধরা সুখের পিছে;
সুখ দিল কি আর পায় শুধু দিব্যরথের বায়-
মধুয়া হুৎপিন্ডির অক্ষিতে পিচন ফিরে না চায় //
 
শুধু শূন্যমেঘের ভেলায় গো জল ঢেউ খেলা,
নয়ন জুরায় নারে ও পাখির অনল জোড়া মালা-
অনলমালা গাঁলায় পরে বাউল থাকে কেমনে্-
পাখি হুৎপিন্ডিতে প্রণয় পাতা ঝরে কেমনে যায় //
 
২৪/০১/১৬
======
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - এই মেঘ এই রোদ্দুর

    সবার প্রতি ঈদ পরবর্তী শুভেচ্ছা

    - প্রলয় সাহা

    emoticonsemoticonsemoticons

Load more writings...