Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

এমনটি হয়


রিমঝিম সেই বৃষ্টির শব্দে ভিজাই
সেই না দুপুর -সেই না বিকেল
হৃদয় দ্বারে ছুঁয়ে ছুঁয়ে যায় !
কথায় তোরা আয় ছুটে আয়;
নেমেছে এই বৃষ্টি ! মাঠভিটাই-
ফুটবল খেলতে যাবি আয় -আয়।

এখনো রূপালী বৃষ্টির মাঝে
সোনালী স্বপ্নের প্রজাপতি সাজে-
যায় ছুটে যায় -ঐ মাঠে ঐ ঘাটে
বল না -তোদের কি এমনটি হয় ?
জলকাদা মাখামাখির কি যে গন্ধ
তোদের হয়েছে শুধু স্বার্থের চন্দ্র !

কখনো বনঘুঘু ধানসালিক বেসে উড়ে যায়
রূপালীচোখের পাতায় সব দেখতে পাই
আর এক একটা স্মৃতির ক্ষণগুলো
নোনা জলে বুক ভেসে যায়-
বল না -তোদের কি এমনটটি হয়?

৩০/০৩/১৭
------------

Likes Comments
০ Share

Comments (0)

  • - অন্ধকারের গান

    ভাল হয়েছে :)

    - নাজনীন পলি

    দারুন emoticons

    - টি.আই.সরকার (তৌহিদ)

    ভাষা নিয়ে সুন্দর ছড়া কবিতা ।

    শুভকামনা ও সমর্থন থাকলো ।